মতামতের জন্য সম্পাদক দায়ী নন
চাকরির অভাবে একদিকে যেমন দেশের শিক্ষিত যুবকদের কর্মহীনতা বাড়ছে, বাড়ছে চরম হতাশা তেমনি উল্টোদিকে সততা, নীতিবোধ, মূল্যবোধ সবই ঠেকে গেছে তলানিতে। সরকারি দপ্তরে দপ্তরে অধিকাংশ কর্মচারীদের মনমানসিকতা এতটা নিম্ন হয়ে গেছে- যে কাজটা সহজে সমাধা হয় সেটাকে তারা ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলে। ঘুষ খাওয়া তো আছেই। যেন সাধারণ মানুষকে তারা হাইকোর্ট দেখাতেও দ্বিধাবোধ করে না।
ওদিকে রাজনৈতিক নেতারা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর-ইহারাই তোমার দেবতা হউক, ইহাদের সেবাই পরমধর্ম জানিবে।’ আর আমরা তার দর্শন থেকেই পেলাম ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’
সেই প্রেম মানে দয়া নয়, একমাত্র সেবা, জীবে সেবা। সামাজিক ও রাজনীতি পরিবর্তন যতই হোক না কেন, মানুষের জীবনের দুঃখকষ্ট কিছুতেই দূর হবে না। দূর হবে না হিংসা, মারামারি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য। যতই শক্তি প্রয়োগ, যতই শাসন প্রণালির পরিবর্তন, যতই আইনের কড়াকড়ি করা হোক না কেন, কোন জাতির অবস্থার পরিবর্তন বর্তমান পদ্ধতিতে বোধহয় সম্ভব নয়। দরকার নৈতিক শিক্ষা, অসৎ প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎপথে চালিত করতে পারে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
চাকরির অভাবে একদিকে যেমন দেশের শিক্ষিত যুবকদের কর্মহীনতা বাড়ছে, বাড়ছে চরম হতাশা তেমনি উল্টোদিকে সততা, নীতিবোধ, মূল্যবোধ সবই ঠেকে গেছে তলানিতে। সরকারি দপ্তরে দপ্তরে অধিকাংশ কর্মচারীদের মনমানসিকতা এতটা নিম্ন হয়ে গেছে- যে কাজটা সহজে সমাধা হয় সেটাকে তারা ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলে। ঘুষ খাওয়া তো আছেই। যেন সাধারণ মানুষকে তারা হাইকোর্ট দেখাতেও দ্বিধাবোধ করে না।
ওদিকে রাজনৈতিক নেতারা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর-ইহারাই তোমার দেবতা হউক, ইহাদের সেবাই পরমধর্ম জানিবে।’ আর আমরা তার দর্শন থেকেই পেলাম ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’
সেই প্রেম মানে দয়া নয়, একমাত্র সেবা, জীবে সেবা। সামাজিক ও রাজনীতি পরিবর্তন যতই হোক না কেন, মানুষের জীবনের দুঃখকষ্ট কিছুতেই দূর হবে না। দূর হবে না হিংসা, মারামারি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য। যতই শক্তি প্রয়োগ, যতই শাসন প্রণালির পরিবর্তন, যতই আইনের কড়াকড়ি করা হোক না কেন, কোন জাতির অবস্থার পরিবর্তন বর্তমান পদ্ধতিতে বোধহয় সম্ভব নয়। দরকার নৈতিক শিক্ষা, অসৎ প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎপথে চালিত করতে পারে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ