alt

চিঠিপত্র

চিঠি : মরণোত্তর চক্ষুদান

: বুধবার, ২৪ মে ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানে জাগরণ তৈরি হয়েছে। তবে মরণোত্তর চক্ষুদান সেভাবে এখনো সাড়া পায়নি। দেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’। প্রতিষ্ঠানটি একই সঙ্গে রক্ত সংগ্রহের পাশাপাশি চক্ষু ব্যাংক হিসেবে কাজ করে যাচ্ছে।

মরণোত্তর স্বেচ্ছায় প্রণোদিত চক্ষু অন্যে ব্যবহার করে ভুবন উপভোগ করতে পারে। এজন্য সন্ধানী কার্যকারী উৎসাহদাতা ও সহযোগী প্রতিষ্ঠান। ‘সন্ধানী’র দুটি শাখা রয়েছে। একটি সন্ধানী ডোনার ক্লাব; যা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। অপরটি ‘সন্ধানী চক্ষুদান সমিতি ও সন্ধানী জাতীয় চক্ষু ব্যাংক’। যেটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে।

রক্ত বা চক্ষুর মতো অপরিহার্য উপাদানগুলো কল-কারখানায় তৈরি হয় না। তৈরি হয় না বড় বড় ল্যাব ও গবেষণাগারেও। বিজ্ঞানীদের নিরসল চেষ্টা সত্ত্বেও এখনো রক্তের বিকল্প দ্বিতীয় কোনো উপাদান তৈরি করা সম্ভব হয়নি।

১৮ থেকে ৬০ বছর বয়সি যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারেন। ওজন ৫০ কেজি বা তার বেশি (কখনো সর্বনিম্ন ওজন ৪৫ কেজিও ধরা হয়) তারা রক্ত দিতে পারবেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রক্ত দেয়া যাবে না। (পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১২ গ্রাম/ডেসিলিটার ও নারীদের ক্ষেত্রে ন্যূনতম ১১ গ্রাম/ডেসিলিটার থাকতে হবে)। রক্তবাহিত রোগ থাকলে রক্ত দেয়া যাবে না। যেমন- হেপাটাইটিস বি বা সি, জন্ডিস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি। নারী ডোনারদের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় ও সন্তান জন্মের এক বছরের মধ্যে রক্ত দান করা ঝুঁকিপূর্ণ।

রক্তদানে রক্তদাতার কোন সমস্যা হয় না। সুস্থ মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে। যার দশ ভাগের এক ভাগ ২৫০ থেকে ৪০০ মিলি লিটার দান করা হয়। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যে পূরণ হয় পর্যাপ্ত পানি পানে। নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। স্ট্রোকের সম্ভাবনা কমায়। বছরে তিনবার রক্তদানে শরীরে লোহিত রক্তকণিকাগুলোর প্রাণ-প্রবণতা বাডিয়ে তুলে ও নতুন রক্ত কণিকা তৈরির হার বাড়ায়।

দেশে প্রায় নয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। যার ৯০% পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত বিক্রি করা হয় অধিক মূল্যে। রক্তদাতা সংগঠনগুলো রক্ত সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে বলেও শোনা যায়। তাই স্বেচ্ছায় রক্তদানের সময় সরাসরি রোগীকে রক্ত দান করাই উত্তম।

জীবিত অবস্থায় অঙ্গীকারের মাধ্যমে রক্তদানের মতোই আরেকটি মানবতার দান হচ্ছে মরণোত্তর চক্ষুদান। মরণোত্তর চক্ষুদান হচ্ছে মৃত্যুর পর কর্নিয়া দান করার জন্য জীবিত অবস্থায় অঙ্গীকার করে যাওয়া। মৃতের চোখের কর্নিয়া সংগ্রহ করে অন্যের চোখে ব্যবহারের সম্মতি মূলত ‘মরণোত্তর চক্ষুদান’।

রক্তদানের মতো এখনো মরণোত্তর চক্ষুদান বা শরীরের বিভিন্ন অঙ্গদান করার বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত নয়। এতে উৎসাহ ও সচেতনতা প্রয়োজন। কিডনি, হৃৎপিন্ড, ফুসফুস দানে একটি জীবন্ত মানুষ পেতে পারে সুস্থ জীবন।

রক্তদানের মতো মরণোত্তর চক্ষু এবং অঙ্গদানে সবাইকে সচেতন ও উৎসাহ প্রদান করতে হবে। আর এ বিষয়ে ব্যক্তি, সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকে উদ্যোগ নিতে হবে।

আফিয়া সুলতানা একা

চিঠি : শিশুদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হোন

চিঠি : বাজার দরে লাগাম টানতে হবে

চিঠি : লাকসামের গ্রামগুলোতে চুরি বন্ধে ব্যবস্থা নিন

চিঠি : জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে ব্যবস্থা নিন

চিঠি : ভুতুড়ে বিদ্যুৎ বিল

চিঠি : ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়োগ চাই

চিঠি : বিবাহবিচ্ছেদ বাড়ছে কেন

চিঠি : দাঁড়াশ সাপ শত্রু নয়, বরং কৃষকের বন্ধু

চিঠি : অ্যালকোহল সেন্টাল অ্যাব্রেশন পদ্ধতিতে হৃদরোগ চিকিৎসা

চিঠি : প্রকল্প বাস্তবায়নে জটিলতা

চিঠি : দয়ার সাগর বিদ্যাসাগর

চিঠি : কেন বাড়ছে বিবাহ বিচ্ছেদ

চিঠি : মাদক নিয়ন্ত্রণে চাই সম্মিলিত প্রয়াস

চিঠি : ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চাই সঠিক ব্যবস্থাপনা

চিঠি : ভিক্ষুক মুক্ত দেশ চাই

চিঠি : রাস্তাটি সংস্কার জরুরি

চিঠি : সুখী দেশ

চিঠি : ডিজিটাল মার্কেটিংয়ের অলিগলি

চিঠি : শিশুশ্রম বন্ধ করতে হবে

চিঠি : কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে মৎস্য খাতের সাফল্য

চিঠি : অনলাইন বিনিয়োগে সতর্ক হোন

চিঠি : গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার পার্থক্য ঘুচুক

চিঠি : এলিভেটেড এক্সপ্রেসওয়ে : যাতায়াতে মিলবে স্বস্তি

চিঠি : চুয়েট : গৌরবময় পথচলা

চিঠি : ইভটিজিং প্রতিরোধে প্রয়োজন নৈতিক শিক্ষা

চিঠি : লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হোক

চিঠি : বিদ্যুৎ খাতে অটোমেশন পদ্ধতি চালু করুন

চিঠি : দক্ষ জাতি গড়তে কারিগরি শিক্ষা জরুরি

চিঠি : সুবিধাবঞ্চিত শিশুরা বোঝা নয়

চিঠি : মাদককে না বলুন

চিঠি : গাছপালা নেই, আছে অট্টালিকা

চিঠি : সিলেটে ক্যান্সারের পেটসিটি মেশিন চাই

চিঠি : ‘নজরুল স্টাডিস’ কোর্স

চিঠি : ঢাকা কলেজের সামনের সড়কে স্পিড ব্রেকার চাই

চিঠি : বানভাসিদের কষ্ট লাঘবে প্রয়োজন সহায়তা

চিঠি : পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে করণীয়

tab

চিঠিপত্র

চিঠি : মরণোত্তর চক্ষুদান

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ২৪ মে ২০২৩

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানে জাগরণ তৈরি হয়েছে। তবে মরণোত্তর চক্ষুদান সেভাবে এখনো সাড়া পায়নি। দেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’। প্রতিষ্ঠানটি একই সঙ্গে রক্ত সংগ্রহের পাশাপাশি চক্ষু ব্যাংক হিসেবে কাজ করে যাচ্ছে।

মরণোত্তর স্বেচ্ছায় প্রণোদিত চক্ষু অন্যে ব্যবহার করে ভুবন উপভোগ করতে পারে। এজন্য সন্ধানী কার্যকারী উৎসাহদাতা ও সহযোগী প্রতিষ্ঠান। ‘সন্ধানী’র দুটি শাখা রয়েছে। একটি সন্ধানী ডোনার ক্লাব; যা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। অপরটি ‘সন্ধানী চক্ষুদান সমিতি ও সন্ধানী জাতীয় চক্ষু ব্যাংক’। যেটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে।

রক্ত বা চক্ষুর মতো অপরিহার্য উপাদানগুলো কল-কারখানায় তৈরি হয় না। তৈরি হয় না বড় বড় ল্যাব ও গবেষণাগারেও। বিজ্ঞানীদের নিরসল চেষ্টা সত্ত্বেও এখনো রক্তের বিকল্প দ্বিতীয় কোনো উপাদান তৈরি করা সম্ভব হয়নি।

১৮ থেকে ৬০ বছর বয়সি যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারেন। ওজন ৫০ কেজি বা তার বেশি (কখনো সর্বনিম্ন ওজন ৪৫ কেজিও ধরা হয়) তারা রক্ত দিতে পারবেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে রক্ত দেয়া যাবে না। (পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১২ গ্রাম/ডেসিলিটার ও নারীদের ক্ষেত্রে ন্যূনতম ১১ গ্রাম/ডেসিলিটার থাকতে হবে)। রক্তবাহিত রোগ থাকলে রক্ত দেয়া যাবে না। যেমন- হেপাটাইটিস বি বা সি, জন্ডিস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি। নারী ডোনারদের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় ও সন্তান জন্মের এক বছরের মধ্যে রক্ত দান করা ঝুঁকিপূর্ণ।

রক্তদানে রক্তদাতার কোন সমস্যা হয় না। সুস্থ মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে। যার দশ ভাগের এক ভাগ ২৫০ থেকে ৪০০ মিলি লিটার দান করা হয়। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যে পূরণ হয় পর্যাপ্ত পানি পানে। নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। স্ট্রোকের সম্ভাবনা কমায়। বছরে তিনবার রক্তদানে শরীরে লোহিত রক্তকণিকাগুলোর প্রাণ-প্রবণতা বাডিয়ে তুলে ও নতুন রক্ত কণিকা তৈরির হার বাড়ায়।

দেশে প্রায় নয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। যার ৯০% পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত বিক্রি করা হয় অধিক মূল্যে। রক্তদাতা সংগঠনগুলো রক্ত সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে বলেও শোনা যায়। তাই স্বেচ্ছায় রক্তদানের সময় সরাসরি রোগীকে রক্ত দান করাই উত্তম।

জীবিত অবস্থায় অঙ্গীকারের মাধ্যমে রক্তদানের মতোই আরেকটি মানবতার দান হচ্ছে মরণোত্তর চক্ষুদান। মরণোত্তর চক্ষুদান হচ্ছে মৃত্যুর পর কর্নিয়া দান করার জন্য জীবিত অবস্থায় অঙ্গীকার করে যাওয়া। মৃতের চোখের কর্নিয়া সংগ্রহ করে অন্যের চোখে ব্যবহারের সম্মতি মূলত ‘মরণোত্তর চক্ষুদান’।

রক্তদানের মতো এখনো মরণোত্তর চক্ষুদান বা শরীরের বিভিন্ন অঙ্গদান করার বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত নয়। এতে উৎসাহ ও সচেতনতা প্রয়োজন। কিডনি, হৃৎপিন্ড, ফুসফুস দানে একটি জীবন্ত মানুষ পেতে পারে সুস্থ জীবন।

রক্তদানের মতো মরণোত্তর চক্ষু এবং অঙ্গদানে সবাইকে সচেতন ও উৎসাহ প্রদান করতে হবে। আর এ বিষয়ে ব্যক্তি, সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকে উদ্যোগ নিতে হবে।

আফিয়া সুলতানা একা

back to top