বৈদ্যুতিক খুঁটিগুলোর জরাজীর্ণ বেহাল দশা। শহরের অলিগলি মানেই তারের জঞ্জাল। একই খুঁটির মাধ্যমে বিদ্যুতের তার, ডিশ শুধু ও ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে।
ঝুলন্ত তারগুলো কেটে দিলেও তা পুনরায় লাগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কোম্পানি। এরই মধ্যে রয়েছে বিশালাকৃতির ভোল্টেজ ট্রান্সফরমার। এ অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে লাইনম্যানেরা। অনেক খুঁটিই সড়কের দিকে হেলে পরেছে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যত্রতত্র ভবনের মাঝখান দিয়ে টানা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। ঝুলন্ত তারগুলোর সঙ্গেও দেয়া হচ্ছে বিজ্ঞাপন। প্রায়ই বিভিন্ন কাপড় ঝুলে থাকতে দেখা যায় তারগুলোতে, যার ফলে অগ্নিসংযোগও ঘটে থাকে। বিশেষ করে নগরাঞ্চলের অবস্থা সবথেকে নাজুক।
নগরের চলাফেরা বিপদমুক্ত করতে ও এসব জঞ্জাল দূর করতে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
নাফিজ-উর-রহমান
ঢাকা।
বুধবার, ২০ নভেম্বর ২০২৪
বৈদ্যুতিক খুঁটিগুলোর জরাজীর্ণ বেহাল দশা। শহরের অলিগলি মানেই তারের জঞ্জাল। একই খুঁটির মাধ্যমে বিদ্যুতের তার, ডিশ শুধু ও ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে।
ঝুলন্ত তারগুলো কেটে দিলেও তা পুনরায় লাগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কোম্পানি। এরই মধ্যে রয়েছে বিশালাকৃতির ভোল্টেজ ট্রান্সফরমার। এ অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে লাইনম্যানেরা। অনেক খুঁটিই সড়কের দিকে হেলে পরেছে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যত্রতত্র ভবনের মাঝখান দিয়ে টানা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। ঝুলন্ত তারগুলোর সঙ্গেও দেয়া হচ্ছে বিজ্ঞাপন। প্রায়ই বিভিন্ন কাপড় ঝুলে থাকতে দেখা যায় তারগুলোতে, যার ফলে অগ্নিসংযোগও ঘটে থাকে। বিশেষ করে নগরাঞ্চলের অবস্থা সবথেকে নাজুক।
নগরের চলাফেরা বিপদমুক্ত করতে ও এসব জঞ্জাল দূর করতে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
নাফিজ-উর-রহমান
ঢাকা।