ফেইসবুকে পোস্টের জেরে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগ

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে আলোচিত ওএসডি সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের আবু হানিফ নামের একজন ব্যক্তি মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।

আবু হানিফের দায়ের করা মামলায় অভিযোগ করা হয় যে, তাপসী তাবাসসুম উর্মি তার ফেইসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। পোস্টের মাধ্যমে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের অন্যান্য শহীদদের ‘অপমান’ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

বাদী আবু হানিফ নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে পরিচয় দেন এবং বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে তাপসী তাবাসসুম উর্মি এই ধরনের মন্তব্য করেছেন, যা একজন শহীদকে ‘অপমান’ করার শামিল। এই বক্তব্যের কারণে তিনি ‘ব্যথিত ও অপমানিত’ হয়েছেন।

মামলার আবেদন অনুযায়ী, তাপসী তাবাসসুম উর্মি ফেইসবুক পোস্টে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ‘অবমাননাকর’ মন্তব্য করেন, যা জনমনে ‘ভীতি সৃষ্টি’ করেছে এবং সরকারের বিরুদ্ধে ‘উৎখাতের হুমকি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসী তাবাসসুম উর্মির নামে সমন জারির নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ২৮ নভেম্বর।

এর আগে, গত শনিবার তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইঙ্গিত করে ফেইসবুকে লেখেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।” তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে গত রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে গত সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি