ফেইসবুকে পোস্টের জেরে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগ

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে আলোচিত ওএসডি সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের আবু হানিফ নামের একজন ব্যক্তি মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।

আবু হানিফের দায়ের করা মামলায় অভিযোগ করা হয় যে, তাপসী তাবাসসুম উর্মি তার ফেইসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। পোস্টের মাধ্যমে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের অন্যান্য শহীদদের ‘অপমান’ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

বাদী আবু হানিফ নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে পরিচয় দেন এবং বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে তাপসী তাবাসসুম উর্মি এই ধরনের মন্তব্য করেছেন, যা একজন শহীদকে ‘অপমান’ করার শামিল। এই বক্তব্যের কারণে তিনি ‘ব্যথিত ও অপমানিত’ হয়েছেন।

মামলার আবেদন অনুযায়ী, তাপসী তাবাসসুম উর্মি ফেইসবুক পোস্টে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ‘অবমাননাকর’ মন্তব্য করেন, যা জনমনে ‘ভীতি সৃষ্টি’ করেছে এবং সরকারের বিরুদ্ধে ‘উৎখাতের হুমকি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসী তাবাসসুম উর্মির নামে সমন জারির নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ২৮ নভেম্বর।

এর আগে, গত শনিবার তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইঙ্গিত করে ফেইসবুকে লেখেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।” তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে গত রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে গত সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সারাদেশে ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

» সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট

» সাগরে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ পাচারকারী আটক

» বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

» নোয়াখালীতে চর দখলের সংঘর্ষে নিহত আরেকজনের মরদেহ উদ্ধার

» ধূমপান নিয়ন্ত্রণ অধ্যাদেশের অনুমোদন: ই-সিগারেট নিষিদ্ধের প্রস্তাব

সম্প্রতি