রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে সাময়িকভাবে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে পর্যটনকেন্দ্রে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানিয়েছেন, এই নোটিশ পাওয়ার পর নতুন কোনো কক্ষ বুকিং বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত প্রায় দেড় শতাধিক পর্যটক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, সাজেকের মাচালং এলাকায় মঙ্গলবার স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। এ কারণেই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর বুধবার পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
এর আগে, নিরাপত্তাজনিত কারণে সাজেক পর্যটনকেন্দ্র একাধিকবার বন্ধ রাখা হয়েছিল। টানা ৪৫ দিন বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর এটি পুনরায় উন্মুক্ত করা হয়।
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে সাময়িকভাবে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে পর্যটনকেন্দ্রে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানিয়েছেন, এই নোটিশ পাওয়ার পর নতুন কোনো কক্ষ বুকিং বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত প্রায় দেড় শতাধিক পর্যটক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, সাজেকের মাচালং এলাকায় মঙ্গলবার স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। এ কারণেই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর বুধবার পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
এর আগে, নিরাপত্তাজনিত কারণে সাজেক পর্যটনকেন্দ্র একাধিকবার বন্ধ রাখা হয়েছিল। টানা ৪৫ দিন বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর এটি পুনরায় উন্মুক্ত করা হয়।