ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গ্রাম প্রধান দেশ বাংলাদেশ। গ্রামীণ জীবনের পরতে পরতে মিশে আছে বিভিন্ন গ্রামীণ শিল্প। এগুলোর মধ্যে একটি চিরচেনা গ্রামীণ শিল্প ঢেঁকি। গ্রাম আর ঢেঁকি যেন এক সূত্রে গাঁথা। কিন্তু যান্ত্রিক যুগে দাঁড়িয়ে সবকিছুই এখন যন্ত্র নির্ভর। প্রযুক্তির দাপটে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে গ্রামীণ অনেক শিল্প। ধান বানার একমাত্র ভরসা ছিল ঢেঁকি। কাক ডাকা ভোর থেকে ঢেঁকির ধুপধাপ শব্দে ঘুম ভাঙতো মানুষের। গ্রামের বৌ ঝিরা মণের মণ ধান বানতো । এখন আর সেই দিন নেই। গ্রামে গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ। গড়ে উঠছে ধান ভাঙার কল। রয়েছে চলন্ত ধান ভাঙার কল। বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙার কাজ করছে এক শ্রেণীর মানুষ। হাওরাঞ্চলে বর্ষায় নৌকায় মেশিন বসিয়ে ঘাটে ঘাটে গিয়ে ধান ভাঙার কাজ চলছে। ঢেঁকি নেই ভিটামিন সমৃদ্ধ ঢেঁকি ছাটা চালও নেই। কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামঘনিষ্ট শিল্প ঐতিহ্যের ঢেঁকি শিল্প। মোহনগঞ্জের হাওর জনপদসহ প্রতিটি পাড়া মহল্লার বাড়িতে ঢেঁকি ঘর ছিল। কিন্তু বর্তমানে প্রায় নেই বললেই চলে। এখন আর ঢেঁকিশালে ঢেঁকি নেই। কালেভদ্রে কোথাও জরাজীর্ণ ঢেঁকির অস্তিত্ব মিললেও এমন দিন আর দূরে নয় যখন একেবারেই হারিয়ে যাবে ঢেঁকির চল।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
গ্রাম প্রধান দেশ বাংলাদেশ। গ্রামীণ জীবনের পরতে পরতে মিশে আছে বিভিন্ন গ্রামীণ শিল্প। এগুলোর মধ্যে একটি চিরচেনা গ্রামীণ শিল্প ঢেঁকি। গ্রাম আর ঢেঁকি যেন এক সূত্রে গাঁথা। কিন্তু যান্ত্রিক যুগে দাঁড়িয়ে সবকিছুই এখন যন্ত্র নির্ভর। প্রযুক্তির দাপটে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে গ্রামীণ অনেক শিল্প। ধান বানার একমাত্র ভরসা ছিল ঢেঁকি। কাক ডাকা ভোর থেকে ঢেঁকির ধুপধাপ শব্দে ঘুম ভাঙতো মানুষের। গ্রামের বৌ ঝিরা মণের মণ ধান বানতো । এখন আর সেই দিন নেই। গ্রামে গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ। গড়ে উঠছে ধান ভাঙার কল। রয়েছে চলন্ত ধান ভাঙার কল। বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙার কাজ করছে এক শ্রেণীর মানুষ। হাওরাঞ্চলে বর্ষায় নৌকায় মেশিন বসিয়ে ঘাটে ঘাটে গিয়ে ধান ভাঙার কাজ চলছে। ঢেঁকি নেই ভিটামিন সমৃদ্ধ ঢেঁকি ছাটা চালও নেই। কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামঘনিষ্ট শিল্প ঐতিহ্যের ঢেঁকি শিল্প। মোহনগঞ্জের হাওর জনপদসহ প্রতিটি পাড়া মহল্লার বাড়িতে ঢেঁকি ঘর ছিল। কিন্তু বর্তমানে প্রায় নেই বললেই চলে। এখন আর ঢেঁকিশালে ঢেঁকি নেই। কালেভদ্রে কোথাও জরাজীর্ণ ঢেঁকির অস্তিত্ব মিললেও এমন দিন আর দূরে নয় যখন একেবারেই হারিয়ে যাবে ঢেঁকির চল।