ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল দুইজনই এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) নগরীর হাজীরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা র্যাব বললেও স্বজনদের দাবি, ভোরে তাদের বাসা থেকে তুলে নেয়া হয়েছে। আলাউদ্দিনের স্ত্রীর দাবি, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই ‘সম্পৃক্ত’ নন।
শুক্রবার, দুপুরে নগরীর চান্দগাঁও র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুইজনকে গ্রেপ্তারের তথ্য দেন। পরিকল্পনা অনুযায়ী সরোয়ারকে মারতে গুলি করা হয়েছিল জানিয়ে র্যাব-৭ অধিনায়ক বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হয়েছে, সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে। যেহেতু তার ঘাড়ের মধ্যেই অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে।’
গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় এলোপাথাড়ি গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা। আহত হন এরশাদ উল্লাহসহ চারজন।
এ ঘটনায় সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে শুক্রবার বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল যথাক্রমে ৫ ও ৬ নম্বর আসামি। বিএনপি প্রার্থীর গণসংযোগে দুর্বৃত্তরা কয়জনকে নিশানা করেছিল তা এখনও র্যাবের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘এখানে টার্গেট দুইজন নাকি একজন সেটা এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে। উল্লেখযোগ্য দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে মূল ইনটেনশন কী, সেটা জানা যাবে।’ সেদিন ৪-৫ জনকে গুলি চালিয়েছে বলে জানান র্যাব-৭ অধিনায়ক হাফিজুর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরোয়ার বাবলার সঙ্গে ছোট সাজ্জাদের একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। এর আগেও বাকলিয়াতে এবং পতেঙ্গা সৈকতে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। যেহেতু বাবলা মারা গেছে এবং ছোট সাজ্জাদের সঙ্গে তার কনফ্লিক্ট ছিল। সেহেতু সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক।’
র্যাব অধিনায়ক হাফিজুরের ভাষ্য, ‘সম্পূর্ণ তদন্ত না করে এ বিষয়গুলো ধারণামূলকভাবে একজনকে সরাসরি অপরাধী বলাটা ঠিক হবে না।’ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে র্যাব-৭ অধিনায়ক হাফিজুর বলেন, ‘দুইজন নিজের মুখে কোনো কিছুই স্বীকার করেনি। তবে তারা ছোট সাজ্জাদের সঙ্গে চলাচল করতো এ রকম আমরা জানতে পেরেছি।’
আলাউদ্দিন ও হেলালকে বাসা থেকে তুলে নেয়া হয়েছে বলে স্বজনরা যে দাবি করেছেন, সে বিষয়ে জানতে চাইলে র্যাব-৭ অধিনায়ক হাফিজুর রহমান বলেন, ‘আসামি তো আসামি বাসায় থাকা বাজারে থাক, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাসা থেকে গ্রেপ্তার করাটা তো অপরাধ না।’
এদিকে আলাউদ্দিন ও হেলালকে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্প কার্যালয়ে নেয়ার পর বাইরে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। আলাউদ্দিনের স্ত্রী দোলা বলেন, আলাউদ্দিন ইট-বালুর ব্যবসা করেন। ব্যবসার কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় আলাউদ্দিন বাসায় ছিলেন।
ছোট সাজ্জাদের সঙ্গে আলাউদ্দিনের ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে দোলা বলেন, ‘আমার স্বামী ব্যবসা করেন। ব্যবসার জন্য তার বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ থাকবে, সেটাই স্বাভাবিক।’ আলাউদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তার স্ত্রী বলেন, ‘একবার আওয়ামী লীগ করার অভিযোগ তুলে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। এবার আবার মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
র্যাব কার্যালয়ের বাইরে আলাউদ্দিনের চাচাত ভাই মনজুরুল আলম মঞ্জু নিজেকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দাবি করে বলেন, ‘আলাউদ্দিন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। আমি বিএনপির সদস্য সচিব। ‘আমরা এরশাদ উল্লাহর গ্রুপ করি। শুক্রবার রাতেও আলাউদ্দিন আমাকে নিয়ে হাসপাতালে এরশাদ উল্লাহকে দেখতে গিয়েছিলেন।’ আলাউদ্দিন কেন এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা করবে- প্রশ্ন তোলেন মঞ্জু। এদিকে র্যাব কার্যালয়ের সামনে হেলালের মামা মো. ফারুক দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে হেলাল সম্পৃক্ত নয়। তিনি ১৭ দিন আগে জামিনে কারগারমুক্ত হয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল দুইজনই এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) নগরীর হাজীরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা র্যাব বললেও স্বজনদের দাবি, ভোরে তাদের বাসা থেকে তুলে নেয়া হয়েছে। আলাউদ্দিনের স্ত্রীর দাবি, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই ‘সম্পৃক্ত’ নন।
শুক্রবার, দুপুরে নগরীর চান্দগাঁও র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুইজনকে গ্রেপ্তারের তথ্য দেন। পরিকল্পনা অনুযায়ী সরোয়ারকে মারতে গুলি করা হয়েছিল জানিয়ে র্যাব-৭ অধিনায়ক বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হয়েছে, সরোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে। যেহেতু তার ঘাড়ের মধ্যেই অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে।’
গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় এলোপাথাড়ি গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা। আহত হন এরশাদ উল্লাহসহ চারজন।
এ ঘটনায় সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে শুক্রবার বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল যথাক্রমে ৫ ও ৬ নম্বর আসামি। বিএনপি প্রার্থীর গণসংযোগে দুর্বৃত্তরা কয়জনকে নিশানা করেছিল তা এখনও র্যাবের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘এখানে টার্গেট দুইজন নাকি একজন সেটা এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে। উল্লেখযোগ্য দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে মূল ইনটেনশন কী, সেটা জানা যাবে।’ সেদিন ৪-৫ জনকে গুলি চালিয়েছে বলে জানান র্যাব-৭ অধিনায়ক হাফিজুর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরোয়ার বাবলার সঙ্গে ছোট সাজ্জাদের একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। এর আগেও বাকলিয়াতে এবং পতেঙ্গা সৈকতে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। যেহেতু বাবলা মারা গেছে এবং ছোট সাজ্জাদের সঙ্গে তার কনফ্লিক্ট ছিল। সেহেতু সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক।’
র্যাব অধিনায়ক হাফিজুরের ভাষ্য, ‘সম্পূর্ণ তদন্ত না করে এ বিষয়গুলো ধারণামূলকভাবে একজনকে সরাসরি অপরাধী বলাটা ঠিক হবে না।’ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন ও হেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে র্যাব-৭ অধিনায়ক হাফিজুর বলেন, ‘দুইজন নিজের মুখে কোনো কিছুই স্বীকার করেনি। তবে তারা ছোট সাজ্জাদের সঙ্গে চলাচল করতো এ রকম আমরা জানতে পেরেছি।’
আলাউদ্দিন ও হেলালকে বাসা থেকে তুলে নেয়া হয়েছে বলে স্বজনরা যে দাবি করেছেন, সে বিষয়ে জানতে চাইলে র্যাব-৭ অধিনায়ক হাফিজুর রহমান বলেন, ‘আসামি তো আসামি বাসায় থাকা বাজারে থাক, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাসা থেকে গ্রেপ্তার করাটা তো অপরাধ না।’
এদিকে আলাউদ্দিন ও হেলালকে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্প কার্যালয়ে নেয়ার পর বাইরে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। আলাউদ্দিনের স্ত্রী দোলা বলেন, আলাউদ্দিন ইট-বালুর ব্যবসা করেন। ব্যবসার কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় আলাউদ্দিন বাসায় ছিলেন।
ছোট সাজ্জাদের সঙ্গে আলাউদ্দিনের ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে দোলা বলেন, ‘আমার স্বামী ব্যবসা করেন। ব্যবসার জন্য তার বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ থাকবে, সেটাই স্বাভাবিক।’ আলাউদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তার স্ত্রী বলেন, ‘একবার আওয়ামী লীগ করার অভিযোগ তুলে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। এবার আবার মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
র্যাব কার্যালয়ের বাইরে আলাউদ্দিনের চাচাত ভাই মনজুরুল আলম মঞ্জু নিজেকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দাবি করে বলেন, ‘আলাউদ্দিন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। আমি বিএনপির সদস্য সচিব। ‘আমরা এরশাদ উল্লাহর গ্রুপ করি। শুক্রবার রাতেও আলাউদ্দিন আমাকে নিয়ে হাসপাতালে এরশাদ উল্লাহকে দেখতে গিয়েছিলেন।’ আলাউদ্দিন কেন এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা করবে- প্রশ্ন তোলেন মঞ্জু। এদিকে র্যাব কার্যালয়ের সামনে হেলালের মামা মো. ফারুক দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে হেলাল সম্পৃক্ত নয়। তিনি ১৭ দিন আগে জামিনে কারগারমুক্ত হয়েছেন।