ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুমিল্লায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবোঝাই ট্রাক গতকাল সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রাম অভিমুখে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাকটি লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জন পুরুষ ও এক জন নারীসহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী, তাদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়। আহতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটো চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। এ দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওসি জানিয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
কুমিল্লায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবোঝাই ট্রাক গতকাল সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রাম অভিমুখে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাকটি লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জন পুরুষ ও এক জন নারীসহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী, তাদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়। আহতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটো চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। এ দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওসি জানিয়েছেন।