টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : নির্মাণাধীন বাড়ি -সংবাদত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার একেবারে পাশ ঘেঁষে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, ভবনটি সড়কের এত কাছাকাছি হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাদশা মিয়া শেখ নিয়ম বহির্ভূত ভাবে ভবনটি নির্মাণ করেছে। মঙ্গলবার, (১১ নভেম্বর ২০২৫) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের দ্বিতীয় তলায় রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠাদিয়া গ্রামে সড়কের পাশে দ্রুতগতিতে ভবনটির নির্মাণকাজ শেষ করা হয়েছে। সড়কের পাশ থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে ভবনের দেয়াল উঠানো হলেও উপরের তলায় রাস্তার উপরে চলে এসেছে। ফলে যানবাহনের চলাচলে এবং পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়েছেন। এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা সরু, বড় গাড়ি গেলে মানুষকে একপাশে সরে দাঁড়াতে হয়। এখন ভবনটি উঠায় রাস্তা আরও সরু হয়ে গেছে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এব্যাপারে কথা বলতে রাজি হয়নি বাদশা মিয়া শেখ। তার ভাই সুমন বলেন, আমরা নিজেদের জমিতে ভবন নির্মাণ করেছি, বক্তব্য দেওয়ার কিছু নাই।
উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, সড়কের পাশে ভবন নির্মাণের ক্ষেত্রে মিনিমাম ৩ফুট দূরত্বে তুলতে হবে। যদি এটুকু জায়গা না রেখে ভবন নির্মাণ করা হয় তবে সেটা বেআইনি। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধ হয় এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : নির্মাণাধীন বাড়ি -সংবাদত
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার একেবারে পাশ ঘেঁষে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, ভবনটি সড়কের এত কাছাকাছি হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাদশা মিয়া শেখ নিয়ম বহির্ভূত ভাবে ভবনটি নির্মাণ করেছে। মঙ্গলবার, (১১ নভেম্বর ২০২৫) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের দ্বিতীয় তলায় রাস্তার দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠাদিয়া গ্রামে সড়কের পাশে দ্রুতগতিতে ভবনটির নির্মাণকাজ শেষ করা হয়েছে। সড়কের পাশ থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে ভবনের দেয়াল উঠানো হলেও উপরের তলায় রাস্তার উপরে চলে এসেছে। ফলে যানবাহনের চলাচলে এবং পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়েছেন। এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা সরু, বড় গাড়ি গেলে মানুষকে একপাশে সরে দাঁড়াতে হয়। এখন ভবনটি উঠায় রাস্তা আরও সরু হয়ে গেছে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এব্যাপারে কথা বলতে রাজি হয়নি বাদশা মিয়া শেখ। তার ভাই সুমন বলেন, আমরা নিজেদের জমিতে ভবন নির্মাণ করেছি, বক্তব্য দেওয়ার কিছু নাই।
উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, সড়কের পাশে ভবন নির্মাণের ক্ষেত্রে মিনিমাম ৩ফুট দূরত্বে তুলতে হবে। যদি এটুকু জায়গা না রেখে ভবন নির্মাণ করা হয় তবে সেটা বেআইনি। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধ হয় এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত হয়।