মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর আজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে টেউটিয়া জেলে পাড়া এলাকায় তার মরদেহ পাওয়ার কথা জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
কোস্টগার্ড কর্মকর্তা আব্দুর রহমান জানান, গতকাল ৯৯৯-এ বেলা সোয়া ১২টার দিকে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পান তারা। এরপর তাদের ছয়জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সব্যসাচী সোম্য (২৯) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, গতকাল কোস্টগার্ড একজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকা নাফিকে উদ্ধারে তাদের তল্লাশি চলছিল। পরবর্তীতে আজ দুপুরে ঘটনাস্থল থেকে অনেক দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
আজ উদ্ধার হওয়া শিক্ষার্থীার নাম নূরুল হক নাফি (২৪)। তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র এবং ঢাকার ভাটারা থানা এলাকার বাসিন্দা।
মারা যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে কোস্টগার্ড।
শনিবার, ০৩ জুন ২০২৩
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর আজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে টেউটিয়া জেলে পাড়া এলাকায় তার মরদেহ পাওয়ার কথা জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
কোস্টগার্ড কর্মকর্তা আব্দুর রহমান জানান, গতকাল ৯৯৯-এ বেলা সোয়া ১২টার দিকে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পান তারা। এরপর তাদের ছয়জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সব্যসাচী সোম্য (২৯) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, গতকাল কোস্টগার্ড একজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকা নাফিকে উদ্ধারে তাদের তল্লাশি চলছিল। পরবর্তীতে আজ দুপুরে ঘটনাস্থল থেকে অনেক দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
আজ উদ্ধার হওয়া শিক্ষার্থীার নাম নূরুল হক নাফি (২৪)। তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র এবং ঢাকার ভাটারা থানা এলাকার বাসিন্দা।
মারা যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে কোস্টগার্ড।