দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে প্রায় চারগুণ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক ১ শতাংশের কাছাকাছি বা বেশি কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ মাস পর ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির। বিপরীতে কমেছে ২৬৭টির। আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫২টি, ‘বি’ ক্যাটাগরির ৬১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৪টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে নেমেছে। সূচকটি এর আগে ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছিল গত ৮ জুলাই। ওইদিন সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৮২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বুধবার দিনের ব্যবধানে ১১ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবগুলো সূচক কমলেও বুধবার ডিএসইতে গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৯১ লাখ টাকা। এদিন মোট ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবার ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হলেও একদিনের ব্যবধানে এক্সচেঞ্জের সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই বুধবার ১০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে নেমেছে।
সিএসইতে বুধবার মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দর বেড়েছে এবং কমেছে ১২১টির। আর ২৫টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। সিএসইতে বুধবার মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে প্রায় চারগুণ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক ১ শতাংশের কাছাকাছি বা বেশি কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ মাস পর ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির। বিপরীতে কমেছে ২৬৭টির। আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫২টি, ‘বি’ ক্যাটাগরির ৬১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৪টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে নেমেছে। সূচকটি এর আগে ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছিল গত ৮ জুলাই। ওইদিন সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৮২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বুধবার দিনের ব্যবধানে ১১ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবগুলো সূচক কমলেও বুধবার ডিএসইতে গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৯১ লাখ টাকা। এদিন মোট ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবার ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হলেও একদিনের ব্যবধানে এক্সচেঞ্জের সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই বুধবার ১০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে নেমেছে।
সিএসইতে বুধবার মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দর বেড়েছে এবং কমেছে ১২১টির। আর ২৫টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। সিএসইতে বুধবার মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।