alt

এক সপ্তাহে পেঁয়াজের দাম বাড়লো ৪০ টাকা, সবজি কিছুটা নিম্নমুখী

অর্থনৈতিক বার্তা পরিবেশক : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়ে গেছে ৪০ টাকা। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছে, তারা শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) কিনেছে ১২০ টাকা দামে। শীতের সবজি উঠতে শুরু করায় সবজির দামও কিছুটা কমেছে। এছাড়া বাজারে আমন ধানের আগমনে দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

শীতের সবজি উঠতে শুরু করায় দাম কিছুটা কমেছে

সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা

শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০ টাকায়

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়। সে হিসেবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।

সজিব হোসেন নামের একজন মুদি ব্যবসায়ী জানান, এক সপ্তাহের ব্যবধানেই পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বাড়লো। তাই বিক্রি কমে গেছে, আবার ক্রেতাদেরও জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। তিনি জানান, পাইকারি বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ১০৮-১১০ টাকা, যা গত বুধবারও একই ছিল। তবে সপ্তাহখানেক আগে পেঁয়াজের পাইকারি দাম ছিল মাত্র ৭২-৭৪ টাকা।

একই কথা বলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্যও। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে যা প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনসহ বেশ কয়েকটি সবজি এখনও ৮০ টাকার তালিকায় আছে।

শুক্রবার বাজারে দেখা গেছে, প্রতি কেজি পটল ৬০ টাকায়, মুলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৬০ টাকায়, কচুর লতি ৮০ টাকায়, আলু ৩০ টাকায়, চিচিঙ্গা ৬০ টাকায়, বরবটি ৮০ টাকায়, নতুন শালগম ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকায়, করলা ৮০ টাকায়, ঢেঁড়স ৮০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, শসা ৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৬০ টাকায়, কাঁচা মরিচ ১৬০ টাকায়, টমেটো ১২০ টাকায়, কচু ৬০ টাকায়, শিম ৮০ টাকায় এবং বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা আলামিন হক জানান, ‘বিগত কয়েক মাস সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামে সবজি কেনা গেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে। আজ আবার কিছু কিছু সবজির দাম বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ?তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম এখন কম আছে।’

এদিকে বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চালের দামে। কারণ আমনের ভরা মৌসুম শুরু হতে আর মাত্র বাকি ১০-১৫ দিন। এরইমধ্যে কোনো কোনো অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে। পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে। এই দুইয়ে মিলে চালের বাজারে স্বস্তির আভাস মিলছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে- জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজি প্রতি ১ থেকে ২ টাকা কমেছে। দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। সে হিসেবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজি প্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে। এখন বাজারে শম্পা কাটারি কিংবা নাজিরশাইলের মতো ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এছাড়া জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হচ্ছে ৭০-৭৬ টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, এই চালগুলোর দাম গত এক সপ্তাহে কেজি প্রতি ১-২ টাকা কমেছে। তবে মোটা ধরনের ব্রি-২৮ চালের দাম স্থির রয়েছে আগের মতোই কেজি প্রতি ৫৮-৬০ টাকায়। অন্যদিকে পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও কমেছে কিছুটা। এসব চাল বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা কেজিতে। গত সপ্তাহ পর্যন্ত তা ছিল ৫২-৫৩ টাকা কেজি।

টিসিবির তথ্যে দেখা গেছে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে। এখন মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৬০ টাকা কেজি, যা কয়েক দিন আগে ছিল ৫৫-৬০ টাকা।

শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা যায়- ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। গতবছরও শীতের মৌসুমে দেখা গেছে দেশি হাঁস পিস প্রতি ৫০০-৬০০ টাকা বিক্রি হয়েছে। এ বছর বিক্রেতারা কেজি হিসেবে ৫০০-৬০০ টাকা বিক্রি করছে। এছাড়া বাজারে ফার্মের মুরগির ডিম ১৪০ টাকায় ডজন বিক্রি হয়েছে শুক্রবার।

মাংসের বাজারেও দাম বেশ চড়া। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে।

অন্যদিকে, মাছের বাজারে আগের মতোই দাম রয়েছে। বড় রুই মাছ ৩৫০-৪২০ টাকা, মাঝারি রুই ৩০০-৩২০ টাকা ও ছোট রুই ২৫০-২৮০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৮০-২৩০ টাকা, তেলাপিয়া ১৫০-২২০ টাকা, সিলভার কার্প ২৫০-৩০০ টাকা, বোয়াল ৫০০-৭০০ টাকা, কালিবাউশ ৪৫০ টাকা, আইড় ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি ৪৫০ টাকা, মলা ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

ছবি

পাঁচ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীর ক্ষতিপূরণ বিবেচনা করতে পারে সরকার

ছবি

সমন্বিত ঋণ ব্যবস্থাপনা অফিস প্রতিষ্ঠার সুপারিশ আইএমএফ ও বিশ্বব্যাংকের

ছবি

নভেম্বরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ডলার

ছবি

কানাডায় তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে এক সঙ্গে কাজ করবে বিবিসিসি ও বিজিএমইএ

ছবি

নগদ লভ্যাংশ পেল বীমা খাতের বিনিয়োগকারীরা

ছবি

বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ

ছবি

মিরসরাইয়ে চার প্রতিষ্ঠানের ১১ কোটি ডলারের বিনিয়োগ

এক বছরের অভিজ্ঞতা ও ৫ লাখ টাকার বিনিয়োগ ছাড়া মিলবে না মার্জিন ঋণ

ছবি

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, যেভাবে টাকা ফেরত পাবেন আমানতকারীরা

ছবি

অর্থ উপদেষ্টা ও গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি

ছবি

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

ছবি

ই-কমার্স রপ্তানির সীমা দ্বিগুণ, ওয়ালেটে অর্থ আনার সুবিধা

ছবি

পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির প্রস্তাব

ছবি

তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে জানতে চায় আইএমএফ

ছবি

কেন্দ্রীয় ব্যাংক নিয়োগকৃত প্রশাসক পাঁচ ব্যাংক একীভূত করবে, আমানতকারীরা নিরাপদ

ছবি

মূল্যস্ফীতি সামান্য কমেছে, ৩৯ মাসে সর্বনিম্ন

ছবি

ডিএসইএক্স সূচক ৪ মাস পর পাঁচ হাজার পয়েন্টের নিচে

ছবি

আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল

ছবি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন না হলে খাদ্য সংকট বাড়বে: কর্মশালায় বক্তারা

ছবি

জার্মান রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ছবি

বন্ড ছেড়ে ২৫০০ কোটি টাকা তুলবে সরকার

ছবি

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান

ছবি

জাপানি উপকরণ ও প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু

ছবি

বাংলাদেশে তুলা রপ্তানিতে জটিলতার সমাধান চান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

ছবি

টানা তিন মাস কমলো দেশের পণ্য রপ্তানি

ছবি

শেয়ারবাজারে দরপতন চলছেই

ছবি

ডিজিটাল ব্যাংক খুলতে চায় ১২ প্রতিষ্ঠান

ছবি

নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয় ছাড়া আর্থিক খাতের সংস্কার টেকসই হবে না, আলোচনায় বক্তারা

ছবি

বে টার্মিনাল চালু হলে আমদানি-রপ্তানি খাতে নতুন যুগের সূচনা হবে: বন্দর চেয়ারম্যান

ছবি

সূচকের পতনে দাম কমল ৩০০ কোম্পানির

ছবি

বিদেশী ঋণের ১৯০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সামিট মেঘনাঘাট

ছবি

বাজুসের নতুন সভাপতি এনামুল

ছবি

পরপর দুই মাস রেমিট্যান্স এসেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি

ছবি

ডিজিটাল ব্যাংকের আবেদন করেছে আকিজ রিসোর্স

ছবি

তিন দিনের পর্যটন মেলায় ৪০ কোটি টাকার ব্যবসা

ছবি

বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ করে টাকা তোলা যাবে

tab

এক সপ্তাহে পেঁয়াজের দাম বাড়লো ৪০ টাকা, সবজি কিছুটা নিম্নমুখী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়ে গেছে ৪০ টাকা। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছে, তারা শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) কিনেছে ১২০ টাকা দামে। শীতের সবজি উঠতে শুরু করায় সবজির দামও কিছুটা কমেছে। এছাড়া বাজারে আমন ধানের আগমনে দাম কমতে শুরু করেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

শীতের সবজি উঠতে শুরু করায় দাম কিছুটা কমেছে

সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা

শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০ টাকায়

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়। সে হিসেবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।

সজিব হোসেন নামের একজন মুদি ব্যবসায়ী জানান, এক সপ্তাহের ব্যবধানেই পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বাড়লো। তাই বিক্রি কমে গেছে, আবার ক্রেতাদেরও জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। তিনি জানান, পাইকারি বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ১০৮-১১০ টাকা, যা গত বুধবারও একই ছিল। তবে সপ্তাহখানেক আগে পেঁয়াজের পাইকারি দাম ছিল মাত্র ৭২-৭৪ টাকা।

একই কথা বলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্যও। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে যা প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনসহ বেশ কয়েকটি সবজি এখনও ৮০ টাকার তালিকায় আছে।

শুক্রবার বাজারে দেখা গেছে, প্রতি কেজি পটল ৬০ টাকায়, মুলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৬০ টাকায়, কচুর লতি ৮০ টাকায়, আলু ৩০ টাকায়, চিচিঙ্গা ৬০ টাকায়, বরবটি ৮০ টাকায়, নতুন শালগম ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকায়, করলা ৮০ টাকায়, ঢেঁড়স ৮০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, শসা ৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৬০ টাকায়, কাঁচা মরিচ ১৬০ টাকায়, টমেটো ১২০ টাকায়, কচু ৬০ টাকায়, শিম ৮০ টাকায় এবং বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা ও ফুল কপি প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা আলামিন হক জানান, ‘বিগত কয়েক মাস সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামে সবজি কেনা গেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে। আজ আবার কিছু কিছু সবজির দাম বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ?তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম এখন কম আছে।’

এদিকে বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চালের দামে। কারণ আমনের ভরা মৌসুম শুরু হতে আর মাত্র বাকি ১০-১৫ দিন। এরইমধ্যে কোনো কোনো অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে। পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে। এই দুইয়ে মিলে চালের বাজারে স্বস্তির আভাস মিলছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে- জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজি প্রতি ১ থেকে ২ টাকা কমেছে। দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। সে হিসেবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজি প্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে। এখন বাজারে শম্পা কাটারি কিংবা নাজিরশাইলের মতো ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এছাড়া জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হচ্ছে ৭০-৭৬ টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, এই চালগুলোর দাম গত এক সপ্তাহে কেজি প্রতি ১-২ টাকা কমেছে। তবে মোটা ধরনের ব্রি-২৮ চালের দাম স্থির রয়েছে আগের মতোই কেজি প্রতি ৫৮-৬০ টাকায়। অন্যদিকে পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও কমেছে কিছুটা। এসব চাল বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা কেজিতে। গত সপ্তাহ পর্যন্ত তা ছিল ৫২-৫৩ টাকা কেজি।

টিসিবির তথ্যে দেখা গেছে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে। এখন মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৬০ টাকা কেজি, যা কয়েক দিন আগে ছিল ৫৫-৬০ টাকা।

শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা যায়- ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। গতবছরও শীতের মৌসুমে দেখা গেছে দেশি হাঁস পিস প্রতি ৫০০-৬০০ টাকা বিক্রি হয়েছে। এ বছর বিক্রেতারা কেজি হিসেবে ৫০০-৬০০ টাকা বিক্রি করছে। এছাড়া বাজারে ফার্মের মুরগির ডিম ১৪০ টাকায় ডজন বিক্রি হয়েছে শুক্রবার।

মাংসের বাজারেও দাম বেশ চড়া। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে।

অন্যদিকে, মাছের বাজারে আগের মতোই দাম রয়েছে। বড় রুই মাছ ৩৫০-৪২০ টাকা, মাঝারি রুই ৩০০-৩২০ টাকা ও ছোট রুই ২৫০-২৮০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৮০-২৩০ টাকা, তেলাপিয়া ১৫০-২২০ টাকা, সিলভার কার্প ২৫০-৩০০ টাকা, বোয়াল ৫০০-৭০০ টাকা, কালিবাউশ ৪৫০ টাকা, আইড় ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি ৪৫০ টাকা, মলা ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

back to top