শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসা প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের’ প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বলেন, “কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। নিয়োগ নিশ্চিত করতে কর্মকর্তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।"
আন্দোলনকারীরা এনটিআরসিএ থেকে সনদ অনুযায়ী শিক্ষক-প্রভাষক পদে নিয়োগের সুপারিশের দাবি জানাচ্ছিলেন। তারা প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি। ইতোমধ্যে তাদের সনদের মেয়াদও শেষ হয়ে গেছে।
আন্দোলনকারীরা দাবি করেছেন, শিক্ষক নিবন্ধনের সনদ তখন আজীবন ছিল, কিন্তু আপিল বিভাগের রায়ে তা তিন বছর নির্ধারণ করা হয়, যার কারণে সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং তারা নিয়োগ সুপারিশ পাওয়ার আবেদন করতে পারছেন না।
গত সোমবার শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর মঙ্গলবার থেকে তারা শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিবন্ধিত আব্দুর রহীম আকন বলেন, "আমরা আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমাদের সনদ আজীবন ছিল, কিন্তু এখন তিন বছর করা হয়েছে, যার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি।"
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসা প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের’ প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বলেন, “কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। নিয়োগ নিশ্চিত করতে কর্মকর্তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।"
আন্দোলনকারীরা এনটিআরসিএ থেকে সনদ অনুযায়ী শিক্ষক-প্রভাষক পদে নিয়োগের সুপারিশের দাবি জানাচ্ছিলেন। তারা প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি। ইতোমধ্যে তাদের সনদের মেয়াদও শেষ হয়ে গেছে।
আন্দোলনকারীরা দাবি করেছেন, শিক্ষক নিবন্ধনের সনদ তখন আজীবন ছিল, কিন্তু আপিল বিভাগের রায়ে তা তিন বছর নির্ধারণ করা হয়, যার কারণে সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং তারা নিয়োগ সুপারিশ পাওয়ার আবেদন করতে পারছেন না।
গত সোমবার শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর মঙ্গলবার থেকে তারা শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিবন্ধিত আব্দুর রহীম আকন বলেন, "আমরা আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমাদের সনদ আজীবন ছিল, কিন্তু এখন তিন বছর করা হয়েছে, যার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি।"