দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন নাটক মঞ্চে আনল উৎস নাট্যদল। গত বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয় ঢাকার বেইলি রোডে অবস্থিত মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এটি উৎস নাট্যদলের দলের ৪র্থ প্রযোজনা। মমতাজউদ্দীন আহমদের রচনায় এর নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। নির্দেশক হামিদুর রহমান পাপ্পু এ নাটক প্রসঙ্গে বলেন, ‘মমতাজউদ্দীন আহমদ স্বাধীনতাউত্তর বাংলাদেশের নাট্যআন্দোলনের পথিকৃৎ। মমতাজউদ্দীন আহমদের মতো নাট্যকারেরাই জাগরণ সৃষ্টি করেছেন এদেশের নাট্যাঙ্গনে।
পূর্ব পাকিস্তানের নাট্য আন্দোলন থেকে শুরু যার সূচনা। তারপর একাধারে ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, গ্রুপ থিয়েটার আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সমস্ত আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারির মানুষ। যিনি বাংলাদেশে নাটককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আশির দশকের লেখা তার ইদানীং শুভবিবাহ নাটকটির বিষয়বস্তু আজও প্রাসঙ্গিক এবং যুগপোযোগী। বিংশ শতাব্দীর ২০২৪ সালে এসেও আমরা যৌতুকের থাবা থেকে মুক্তি পাচ্ছি না। সামাজিক ব্যাধি যৌতুক নিয়ে নাটকটি রচিত।’
নাটকে অভিনয় করেছেন রাহাত হোসেন, হাসিনা আকতার নিপা, মোহাম্মদ ফিরোজ আল মামুন, লাভলী আক্তার, সজল চৌধুরী, মাজেদ আহমেদ, দূর্জয় রায়, অঙ্কিত বিপুল, মিতু রহমান, রোদেলা আহমেদ, তন্ময় আহমেদ ও অর্থী দাশ।
নাটকের নেপথ্যে কাজ করেছেন আলো পরিকল্পনায় ঠান্ডু রায়হান, আবহ সংগীত পরিকল্পনায় মো. আলমগীর, মঞ্চ পরিকল্পনায় তানজিকুন, কোরিওগ্রাফিতে জয়নুল ইসলাম সৈকত, রূপসজ্জায় শুভাশিষ দত্ত তন্ময়, প্রকাশনা ডিজাইন ও পুঁথি রচনায় হামিদুর রহমান পাপ্পু, আলোক প্রেক্ষাপণে লামিয়া, প্রযোজনা সমন্বায়ক দূর্জয় রয় এবং প্রযোজনা অধিকর্তায় উজ্জ্বল কুমার মুখার্জি এবং বি এম সুবীর।