এক বছরেরও বেশি সময় ধরে টিভি নাটকে অনুপস্থিত চিত্রনায়ক রিয়াজ। সেই বিরতি কাটিয়ে নাটকের অভিনয়ে ফিরছেন তিনি। আগামী ঈদের দুটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। লকডাউন শেষ হলেই নাটক দুটির শুটিংয়ে যোগ দেবেন বলে রিয়াজ।
এ প্রসঙ্গে রিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘গত এক মাস ধরে নিয়ম একক নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু প্রত্যাশা অনুয়ায়ী গল্প পাচ্ছিলাম না। যেসব গল্প হাতে এসেছে এর মধ্যে থেকে দুটি নাটকে অভিনয়ের পরিকল্পনা করছি। ঈদের পর অভিনয়ের ব্যস্ততা বাড়াতে পারি।’
কিছুদিন আগে রিয়াজ এসএম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ নামের একটি ধারাবাহিক নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেন। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
এক বছরেরও বেশি সময় ধরে টিভি নাটকে অনুপস্থিত চিত্রনায়ক রিয়াজ। সেই বিরতি কাটিয়ে নাটকের অভিনয়ে ফিরছেন তিনি। আগামী ঈদের দুটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। লকডাউন শেষ হলেই নাটক দুটির শুটিংয়ে যোগ দেবেন বলে রিয়াজ।
এ প্রসঙ্গে রিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘গত এক মাস ধরে নিয়ম একক নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু প্রত্যাশা অনুয়ায়ী গল্প পাচ্ছিলাম না। যেসব গল্প হাতে এসেছে এর মধ্যে থেকে দুটি নাটকে অভিনয়ের পরিকল্পনা করছি। ঈদের পর অভিনয়ের ব্যস্ততা বাড়াতে পারি।’
কিছুদিন আগে রিয়াজ এসএম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ নামের একটি ধারাবাহিক নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেন। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।