করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ ভারতে করোনার সংক্রমণ মাঝখানে কিছুটা কমে ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও বেড়ে দাড়িয়েছে ১২৫৮ জনে।
রোববার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে। করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।
দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। একইদিন মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের।
অন্যদিকে একদিনে ভারতে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন।
রোববার, ২৭ জুন ২০২১
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ ভারতে করোনার সংক্রমণ মাঝখানে কিছুটা কমে ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও বেড়ে দাড়িয়েছে ১২৫৮ জনে।
রোববার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে। করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।
দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। একইদিন মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের।
অন্যদিকে একদিনে ভারতে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন।