জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে পাঁচ দফা দাবির প্রেক্ষিতে কাল ১২ টায় বৈঠক করে রূপরেখা দেয়া হবে।
আজ সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ জনের একটি প্রতিনিধিদল ও শিক্ষকদের একটি দল মন্ত্রণালয়ে শিক্ষা উপ উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয় গণমাধ্যমে এ তথ্য জানায়। এসময় শিক্ষকদের পক্ষ থেকে ৬ শিক্ষক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান সংবাদকে বলেন, ‘আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য ও প্রজেক্ট ডিরেক্টর দ্বিতীয় ক্যাম্পাসের সকল কাগজপত্র নিয়ে আসবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধিও উপস্থিত থাকবে। সেখানে সিদ্ধান্ত হবে কীভাবে সেনাবাহিনীকে কাজ দেওয়া যায়।’
শিক্ষকদের পক্ষ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইছ উদ্দিন সংবাদকে বলেন, ‘মঙ্গলবার বৈঠকে শিক্ষা উপ উপদেষ্টা, উপদেষ্টা নাহিদ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে সকল কাগজপত্র দেখে সিদ্ধান্ত হবে।’
আরেক শিক্ষক ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ সংবাদকে বলেন, ‘বৈঠকে আমাদের জানানো হয়েছে, ইউজিসির পাইলট প্রকল্প সেটার কার্যক্রম এখনও শুরু হয় নাই। যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে।’
আন্দোলনকারীদের প্রতিনিধিদল সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে বৈঠকের আলোচনা সম্পর্কে জানানোর পর বিকাল ৫ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের রাস্তা ছেড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যায়।
সোমবার, ১১ নভেম্বর ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে পাঁচ দফা দাবির প্রেক্ষিতে কাল ১২ টায় বৈঠক করে রূপরেখা দেয়া হবে।
আজ সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ জনের একটি প্রতিনিধিদল ও শিক্ষকদের একটি দল মন্ত্রণালয়ে শিক্ষা উপ উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয় গণমাধ্যমে এ তথ্য জানায়। এসময় শিক্ষকদের পক্ষ থেকে ৬ শিক্ষক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান সংবাদকে বলেন, ‘আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য ও প্রজেক্ট ডিরেক্টর দ্বিতীয় ক্যাম্পাসের সকল কাগজপত্র নিয়ে আসবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধিও উপস্থিত থাকবে। সেখানে সিদ্ধান্ত হবে কীভাবে সেনাবাহিনীকে কাজ দেওয়া যায়।’
শিক্ষকদের পক্ষ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইছ উদ্দিন সংবাদকে বলেন, ‘মঙ্গলবার বৈঠকে শিক্ষা উপ উপদেষ্টা, উপদেষ্টা নাহিদ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে সকল কাগজপত্র দেখে সিদ্ধান্ত হবে।’
আরেক শিক্ষক ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ সংবাদকে বলেন, ‘বৈঠকে আমাদের জানানো হয়েছে, ইউজিসির পাইলট প্রকল্প সেটার কার্যক্রম এখনও শুরু হয় নাই। যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে।’
আন্দোলনকারীদের প্রতিনিধিদল সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে বৈঠকের আলোচনা সম্পর্কে জানানোর পর বিকাল ৫ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের রাস্তা ছেড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যায়।