alt

জাতীয়

এক দশক পর আলোয় বর্জ্য থেকে বিদ্যুৎ

ফয়েজ আহমেদ তুষার : বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বর্জ্য দূষিত করছে নদীর পানি ও পরিবেশ। তবে এখন বর্জ্যকে বিকল্প ব্যবস্থায় ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে, তৈরি হবে বিদ্যুৎ। বুড়িগঙ্গার তীরের চিত্র -সোহরাব আলম

এক দশক ধরে আটকে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে ঢাকার আমিন বাজারে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের (ভস্মীকরণ কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ২০ জুলাই। ২০২৫ সালের অক্টোবর নাগাদ এখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুলাই এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকাসহ সারাদেশে দৈনিক প্রায় ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়। দেশের এই বিপুল বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের পাশাপাশি পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। শুরুতে ৪৮ মেগাওয়াট, পর্যায়ক্রমে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা ছিল তখন। তবে নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।

সভায় এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেয়া হবে।

সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, চুক্তির আওতায় প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের এখানে কোন আর্থিক বিনিয়োগ থাকবে না। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আমিন বাজারের মতো একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেয়া হয়েছে জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, এগুলো প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।

বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের ক্রয়মূল্য তুলনামূলক বেশি হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘আমরা বর্জ্য থেকে তৈরি বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার ওপরে পড়বে। সরকার এখানে একটা সাবসিডি (ভর্তুকি) দেবে।’

দাম একটু বেশি হলেও এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে, অন্যদিকে পরিবেশের জন্য হুমকিতে থাকা বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা হবে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দিনে সাড়ে তিন হাজার টন মিশ্র বর্জ্য তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রী, হিউম্যান ও অ্যানিম্যাল বডি বাদ দিয়ে অন্যান্য বর্জ্য প্ল্যান্টে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একই ভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।’

এক দশক আগে ইতালিয়ান কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদকে বলেন, ‘ইতালির কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে চুক্তি করেছিল এলজিআরডি। এটা ২০১৩ সালে। ঢাকার বর্জ্য দিয়ে দৈনিক ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল কোম্পানিটির। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ১০০ মেগাওয়াট করার পরিকল্পনাও ছিল।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গত এক দশকে এলজিআরডি আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে অনেক চিঠি চালাচালি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবার পরে বাতিলও হয়েছে। তবে প্রকল্প গ্রহণ আটকেই ছিল।’

এদিকে এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করা ইতালিয়ান কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণা করায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

দেরিতে হলেও প্রকল্পটি শুরু হতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে বহুবার, গত প্রায় ১০-১১ বছর যাবত চেষ্টা হচ্ছিল। স্থানীয় সরকারের উদ্যোগ ও সহযোগিতার কারণে আজকে এটা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘কেবলমাত্র ঢাকা শহরের উত্তর না, আমরা চেষ্টা করছি ঢাকার দক্ষিণ অঞ্চলে করার। ইতোমধ্যে ময়মনসিংহ, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে প্রায় ৪ বছর আগে দেয়া হয়েছে; কোভিডের কারণে সেখানকার ঠিকাদার এখনও জায়গা বুঝে নিয়েছেন কিন্তু কাজ শুরু করতে পারেননি।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, কেরানীগঞ্জ, দোহার অঞ্চলগুলো প্রথম বর্জ্যরে ব্যবস্থা নেয়া। তার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরে খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরে ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সরকার তার উদ্যোগ নিয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আমি মনে করি, শুরু হয়েছে এখন। ধীরে ধীরে সেগুলো সম্পন্ন করতে পারব। আগামী ১৮ মাস আমরা সময় রেখেছি। প্রায় ২৪ মাসের মধ্যে আমরা আশা করছি যে, এটা হলে আমরা অন্তত কিছুটা বিদ্যুৎ পাব। ঢাকা উত্তরের পরিবেশ সুন্দর হবে’।

শহরের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সিটি করপোরেশনের ওপর। তবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশন চাইলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পারে না। কারণ, সিটি করপোরেশন, পৌরসভাগুলো এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে।

এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনেক বার বৈঠক করা হয়েছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব সিটিতেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

ছবি

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ

ছবি

‘অনিয়ম, দুর্নীতি আড়াল করতেই’ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা, সাংবাদিক নেতাদের অভিমত

ছবি

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

ছবি

২ দিনের সতর্কবার্তা, গরম বাড়ারও আভাস: আবহাওয়া অফিস

ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না: কাদের

ছবি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আমি এসেছি : ডোনাল্ড লু

ছবি

বিএনপির সময় স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে: প্রধানমন্ত্রী

ছবি

মডেল ঘরে ফসল সংরক্ষণ

ছবি

হজযাত্রীদের কাছ থেকে কুরবানির টাকা নেয়ার বিষয়ে সতর্ক করলো মন্ত্রণালয়

ছবি

মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ নিতে পারবে, জানতে চেয়েছেন লু

ছবি

সারাদেশে ৫ বছরে ৩৪ হাজার ধর্ষনের মামলা : ৬ হাজার মামলায় ৯ হাজার ধর্ষককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

ছবি

ঢাকায় এসেছেন ডোনাল্ড লু

ছবি

আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ছবি

৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে এমভি আবদুল্লাহ

ছবি

হজযাত্রীর ভিসার সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

গরম কমলেও আছে লোডশেডিং, ভুক্তভোগী গ্রাম

ছবি

শ্রম আইন সংশোধনে আইএলও’র সঙ্গে আলোচনা চলছে : আইনমন্ত্রী

ছবি

ঢাকায় নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে : পরিবেশমন্ত্রী

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মনোয়ার হোসেন ‘জাতীয় পরিবেশ পদক ২০২৩’-এর জন্য মনোনীত

ছবি

‘সংখ্যায় ছেলেরা কম’ এবং ‘ফলাফলে পিছিয়ে’ কেন, খুঁজে দেখতে বললেন প্রধানমন্ত্রী

ছবি

পাসের হার কমেছে এসএসসি ভোকেশনালে

ছবি

শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ছবি

কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

ছবি

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

ছবি

প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

ছবি

পরিচ্ছন্ন জ্বালানি বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার প্রত্যয়

ছবি

বাঙালির শক্তির মূল জায়গা হচ্ছে সংস্কৃতি : দীপু মনি

দেশের চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ছবি

অবৈধ অভিবাসীদের ফেরার জন্য ‘নিরাপদ’ বাংলাদেশ, ইতালির ঘোষণা

ছবি

মাটি ভরাট করে হাওরে আর রাস্তা হবে না: প্রধানমন্ত্রী

ছবি

বাংলাদেশের জলসীমায় এমভি আবদুল্লাহ, সোমবার পৌঁছাবে কুতুবদিয়া

ছবি

যে পরিকল্পনা হোক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

ছবি

লঘুচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি, কমবে দিনের তাপমাত্রা

ছবি

দাম বাড়ছেই, বন্ধের দিনেও কম ক্রেতা সমাগম

ছবি

সহযোগিতা এগিয়ে নেবেন ডেভিড মিল: পররাষ্ট্রমন্ত্রীর

বিটিসিএলে চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে কর্মচারীরা

tab

জাতীয়

এক দশক পর আলোয় বর্জ্য থেকে বিদ্যুৎ

ফয়েজ আহমেদ তুষার

বর্জ্য দূষিত করছে নদীর পানি ও পরিবেশ। তবে এখন বর্জ্যকে বিকল্প ব্যবস্থায় ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে, তৈরি হবে বিদ্যুৎ। বুড়িগঙ্গার তীরের চিত্র -সোহরাব আলম

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

এক দশক ধরে আটকে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে ঢাকার আমিন বাজারে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের (ভস্মীকরণ কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ২০ জুলাই। ২০২৫ সালের অক্টোবর নাগাদ এখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুলাই এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকাসহ সারাদেশে দৈনিক প্রায় ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়। দেশের এই বিপুল বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের পাশাপাশি পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। শুরুতে ৪৮ মেগাওয়াট, পর্যায়ক্রমে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা ছিল তখন। তবে নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।

সভায় এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেয়া হবে।

সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, চুক্তির আওতায় প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের এখানে কোন আর্থিক বিনিয়োগ থাকবে না। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আমিন বাজারের মতো একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেয়া হয়েছে জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, এগুলো প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।

বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের ক্রয়মূল্য তুলনামূলক বেশি হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘আমরা বর্জ্য থেকে তৈরি বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার ওপরে পড়বে। সরকার এখানে একটা সাবসিডি (ভর্তুকি) দেবে।’

দাম একটু বেশি হলেও এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে, অন্যদিকে পরিবেশের জন্য হুমকিতে থাকা বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা হবে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দিনে সাড়ে তিন হাজার টন মিশ্র বর্জ্য তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রী, হিউম্যান ও অ্যানিম্যাল বডি বাদ দিয়ে অন্যান্য বর্জ্য প্ল্যান্টে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একই ভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।’

এক দশক আগে ইতালিয়ান কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদকে বলেন, ‘ইতালির কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে চুক্তি করেছিল এলজিআরডি। এটা ২০১৩ সালে। ঢাকার বর্জ্য দিয়ে দৈনিক ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল কোম্পানিটির। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ১০০ মেগাওয়াট করার পরিকল্পনাও ছিল।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গত এক দশকে এলজিআরডি আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে অনেক চিঠি চালাচালি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবার পরে বাতিলও হয়েছে। তবে প্রকল্প গ্রহণ আটকেই ছিল।’

এদিকে এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করা ইতালিয়ান কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণা করায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

দেরিতে হলেও প্রকল্পটি শুরু হতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে বহুবার, গত প্রায় ১০-১১ বছর যাবত চেষ্টা হচ্ছিল। স্থানীয় সরকারের উদ্যোগ ও সহযোগিতার কারণে আজকে এটা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘কেবলমাত্র ঢাকা শহরের উত্তর না, আমরা চেষ্টা করছি ঢাকার দক্ষিণ অঞ্চলে করার। ইতোমধ্যে ময়মনসিংহ, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে প্রায় ৪ বছর আগে দেয়া হয়েছে; কোভিডের কারণে সেখানকার ঠিকাদার এখনও জায়গা বুঝে নিয়েছেন কিন্তু কাজ শুরু করতে পারেননি।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, কেরানীগঞ্জ, দোহার অঞ্চলগুলো প্রথম বর্জ্যরে ব্যবস্থা নেয়া। তার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরে খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরে ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সরকার তার উদ্যোগ নিয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আমি মনে করি, শুরু হয়েছে এখন। ধীরে ধীরে সেগুলো সম্পন্ন করতে পারব। আগামী ১৮ মাস আমরা সময় রেখেছি। প্রায় ২৪ মাসের মধ্যে আমরা আশা করছি যে, এটা হলে আমরা অন্তত কিছুটা বিদ্যুৎ পাব। ঢাকা উত্তরের পরিবেশ সুন্দর হবে’।

শহরের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সিটি করপোরেশনের ওপর। তবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশন চাইলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পারে না। কারণ, সিটি করপোরেশন, পৌরসভাগুলো এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে।

এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনেক বার বৈঠক করা হয়েছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব সিটিতেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

back to top