এশিয়ান কাপ বাছাই ১৩ নভেম্বর নেপাল, ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে জামালরা
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। পরীক্ষিতদের ওপরই ভরসা রেখেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম।
গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে চোট পেয়ে ক্যাম্প ছেড়েছিলেন ইব্রাহিম। ২৮ বছর বয়সী এ উইঙ্গার এবার শুরু থেকে আছেন ক্যাম্পে।
আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল।
দুই ম্যাচেই খেলার সম্ভাবনা আছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোমের।
ক্যাম্প চলমান থাকলেও হামজা ও শমিত যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা। নেপাল ম্যাচের আগে আসার কথা রয়েছে শমিতের।
নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বুধবার,(০৫ নভেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাফুফে। সর্বশেষ হংকং ম্যাচের আগে প্রাথমিক তালিকা ছিল ২৮ জনের। সেই তালিকা থেকে পরিবর্তন কেবল দুটি। ফাহামেদুলের বাদ পরা ছাড়া মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর জায়গায় নেয়া হয়েছে আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনকে।
বুধবার স্কোয়াড ঘোষণা হলেও গত ৩০ অক্টোবর থেকে ১৪ ফুটবলার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ। যদিও প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা যোগ দেন গতকাল মঙ্গলবার।
তখনই তার কাছে জানতে চাওয়া হয় স্কোয়াড নিয়ে। এর পরদিনই স্কোয়াড ঘোষণা করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্যাম্প শুরুর আগে প্রাথমিক দল ঘোষণা করা হয় সাধারণত। এবার ব্যতীক্রম। ক্যাম্প চালু থাকলেও হাভিয়ের কাবরেরা ছুটিতে স্পেনে থাকায় এতদিন দল ঘোষণা করা হয়নি।
প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন।
মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানী, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী এবং শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন।
ভারতীয় দলে নেই সুনীল ছেত্রি!
বাংলাদেশের বিপক্ষে আসন্ন এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সুনীল ছেত্রি। ভারতীয় কোচ খালিদ জামিলের সূত্রে এই সংবাদ প্রকাশ করে এনডিটিভিসহ প্রায় সব ভারতীয় সংবাদমাধ্যম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ইতোমধ্যেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত দুই দলই। সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হারের পরই সেই আশা শেষ হয়ে যায় ভারতের। বাংলাদেশের আশা শেষ হয় হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ফলে ম্যাচটি কার্যত আনুষ্ঠানিকতা মাত্র।
ভারতের ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম এবং ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে। তবে এখনও চূড়ান্ত দল ঘোষণা হয়নি, ছেত্রির নাম পরবর্তীতে যুক্ত হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ছেত্রি কয়েক মাস আগেই অবসর ভেঙে আবার মাঠে ফিরেছিলেন জাতীয় দলের প্রয়োজনে। কিন্তু ভারত যখন মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ, তখন এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়াটাই যেন কোচিং স্টাফদের কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
এশিয়ান কাপ বাছাই ১৩ নভেম্বর নেপাল, ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে জামালরা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। পরীক্ষিতদের ওপরই ভরসা রেখেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম।
গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে চোট পেয়ে ক্যাম্প ছেড়েছিলেন ইব্রাহিম। ২৮ বছর বয়সী এ উইঙ্গার এবার শুরু থেকে আছেন ক্যাম্পে।
আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল।
দুই ম্যাচেই খেলার সম্ভাবনা আছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোমের।
ক্যাম্প চলমান থাকলেও হামজা ও শমিত যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা। নেপাল ম্যাচের আগে আসার কথা রয়েছে শমিতের।
নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বুধবার,(০৫ নভেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাফুফে। সর্বশেষ হংকং ম্যাচের আগে প্রাথমিক তালিকা ছিল ২৮ জনের। সেই তালিকা থেকে পরিবর্তন কেবল দুটি। ফাহামেদুলের বাদ পরা ছাড়া মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর জায়গায় নেয়া হয়েছে আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনকে।
বুধবার স্কোয়াড ঘোষণা হলেও গত ৩০ অক্টোবর থেকে ১৪ ফুটবলার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ। যদিও প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা যোগ দেন গতকাল মঙ্গলবার।
তখনই তার কাছে জানতে চাওয়া হয় স্কোয়াড নিয়ে। এর পরদিনই স্কোয়াড ঘোষণা করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্যাম্প শুরুর আগে প্রাথমিক দল ঘোষণা করা হয় সাধারণত। এবার ব্যতীক্রম। ক্যাম্প চালু থাকলেও হাভিয়ের কাবরেরা ছুটিতে স্পেনে থাকায় এতদিন দল ঘোষণা করা হয়নি।
প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন।
মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানী, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী এবং শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন।
ভারতীয় দলে নেই সুনীল ছেত্রি!
বাংলাদেশের বিপক্ষে আসন্ন এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সুনীল ছেত্রি। ভারতীয় কোচ খালিদ জামিলের সূত্রে এই সংবাদ প্রকাশ করে এনডিটিভিসহ প্রায় সব ভারতীয় সংবাদমাধ্যম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ইতোমধ্যেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত দুই দলই। সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হারের পরই সেই আশা শেষ হয়ে যায় ভারতের। বাংলাদেশের আশা শেষ হয় হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ফলে ম্যাচটি কার্যত আনুষ্ঠানিকতা মাত্র।
ভারতের ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম এবং ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে। তবে এখনও চূড়ান্ত দল ঘোষণা হয়নি, ছেত্রির নাম পরবর্তীতে যুক্ত হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ছেত্রি কয়েক মাস আগেই অবসর ভেঙে আবার মাঠে ফিরেছিলেন জাতীয় দলের প্রয়োজনে। কিন্তু ভারত যখন মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ, তখন এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়াটাই যেন কোচিং স্টাফদের কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।