শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ
জাতীয় বডিবিল্ডিংয়ের মেন্স ফিজিকসের তিনটি ক্যাটাগরিতে ফাইনালের জন্য ১৮ জন বডিবিল্ডার চূড়ান্ত হয়েছেন। এছাড়া মাস্টার্স ক্যাটাগরিতেও সেরা ছয় নির্বাচিত হয়েছেন ফাইনালে লড়াই করার জন্য।
রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিকসের ১৭০ সেন্টিমিটারের ইভেন্টে সিলেট জিমের আরিয়ান আজিজ, সিলেট এক্স মেন ফিটনেসের শাহিন আহমেদ, প্রো-এক্স ফিটনেস জিমের মো. রবিউল, অলিম্পিয়া ফিটনেসের জাহেদুল আলম, আনসারের শাকের উদ্দিন শাওন এবং এলিট ফিটনেস সেন্টারের সবুজ হোসেন চূড়ান্ত বাছাইয়ে মনোনীত হন। ১৬৬ সেন্টিমিটারের ফাইনালে ওঠেছেন ফিউচার ফিটনেসের আবদুর রহমান, গোল্ডস জিমের তাসকিন আহমেদ, বাংলাদেশ আনসারের মো. রাসেল, একই সংস্থার রাকিব আহমেদ ও আবদুল করিম এবং রায়হান ফিটনেসের আবদুল্লাহ রাফি। ১৭০ উর্ধ্ব সেন্টিমিটারে বিগ বার্বেল জিমের মাহদি সাদিক চৌধুরী, প্রো-এক্স ফিটনেস জিমের কাজী সাকিব, ঢাকা জিমের সৈয়দ রাশেদ তূর্য, রায়হান ফিটনেসের বিপ্লব মান্দা, বিডি পাওয়ার ফিটনেসের সুমন মাদবর ও আনসারের আল আমিন চূড়ান্তভাবে বাছাই হয়েছেন।
এছাড়া মাস্টার্স ক্যাটাগরিতে ফিট বাই ফিটনেসের ইহসান উল্লাহ, আনসারের শহিদুর রহমান, জয়ার ফিটনেসের মোতাহার হোসেন, আনসারের সুমন হোসেন ও ইব্রাহিম এবং জিম জোনের নোরেন হোসেন ফাইনালে লড়বেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
জাতীয় বডিবিল্ডিংয়ের মেন্স ফিজিকসের তিনটি ক্যাটাগরিতে ফাইনালের জন্য ১৮ জন বডিবিল্ডার চূড়ান্ত হয়েছেন। এছাড়া মাস্টার্স ক্যাটাগরিতেও সেরা ছয় নির্বাচিত হয়েছেন ফাইনালে লড়াই করার জন্য।
রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিকসের ১৭০ সেন্টিমিটারের ইভেন্টে সিলেট জিমের আরিয়ান আজিজ, সিলেট এক্স মেন ফিটনেসের শাহিন আহমেদ, প্রো-এক্স ফিটনেস জিমের মো. রবিউল, অলিম্পিয়া ফিটনেসের জাহেদুল আলম, আনসারের শাকের উদ্দিন শাওন এবং এলিট ফিটনেস সেন্টারের সবুজ হোসেন চূড়ান্ত বাছাইয়ে মনোনীত হন। ১৬৬ সেন্টিমিটারের ফাইনালে ওঠেছেন ফিউচার ফিটনেসের আবদুর রহমান, গোল্ডস জিমের তাসকিন আহমেদ, বাংলাদেশ আনসারের মো. রাসেল, একই সংস্থার রাকিব আহমেদ ও আবদুল করিম এবং রায়হান ফিটনেসের আবদুল্লাহ রাফি। ১৭০ উর্ধ্ব সেন্টিমিটারে বিগ বার্বেল জিমের মাহদি সাদিক চৌধুরী, প্রো-এক্স ফিটনেস জিমের কাজী সাকিব, ঢাকা জিমের সৈয়দ রাশেদ তূর্য, রায়হান ফিটনেসের বিপ্লব মান্দা, বিডি পাওয়ার ফিটনেসের সুমন মাদবর ও আনসারের আল আমিন চূড়ান্তভাবে বাছাই হয়েছেন।
এছাড়া মাস্টার্স ক্যাটাগরিতে ফিট বাই ফিটনেসের ইহসান উল্লাহ, আনসারের শহিদুর রহমান, জয়ার ফিটনেসের মোতাহার হোসেন, আনসারের সুমন হোসেন ও ইব্রাহিম এবং জিম জোনের নোরেন হোসেন ফাইনালে লড়বেন।