বিশ্বকাপ হকি বাছাইয়ের প্লে-অফ
বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার প্লে-অফ সিরিজে পাকিস্তানের কাছে তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ। তিন ম্যাচে ২৬ গোল হজম করেছে স্বাগতিকরা। রোববার,(১৬ নভেম্বর ২০২৫) মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০-৩ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ গোলে।
রোববার ম্যাচের সময় যত গড়িয়েছে তত আরও শানিত হয়েছে পাকিস্তান। তাদের তুলনায় বাংলাদেশ তলানীতে। আক্রমণভাগ, রক্ষণভাগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি স্বাগতিকরা। বিশেষ করে অতীতে পুস্কর খিসা মিমো কিংবা হাসান যুবায়ের নিলয়ের যে কানেক্টগুলো দেখা গেছে তার ছিটেফোটাও ছিল না শেষ ম্যাচে। ৬, ১৩, ২৪, ৪৪ ও ৫৯ মিনিটে কানেক্টগুলো মিস করেন যথাক্রমে রাকিবুল, আবদুল্লাহ, সবুজ, ওবায়দুল জয়। ১৫ মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ সোহানুর সবুজ। এমনিতেই যোজন যোজন পিছিয়ে স্বাগতিকরা। তার ওপর এমন মিসগুলো আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে রেজাউল করিম বাবু বাহিনীকে।
এদিন পাকিস্তান ১৫টি পিসি থেকে ৯টি গোল আদায় করে নেন। এর মধ্যে সুফিয়ান একাই করেন ৬টি গোল, আবদুর রহমান দুটি এবং নাদিম আহমেদ একটি গোল করেন। একমাত্র ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ। বাংলাদেশের তিন গোলের মধ্যে দুটিই ছিল ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। টুর্নামেন্ট আটটি পিসি মেরে একমাত্র গোলটি করেন এই আসরে নিস্প্রভ আশরাফুল ইসলাম।
‘ম্যাচের চাপটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না’
সিরিজে পাকিস্তানের কাছে বড় হারে হতাশ অধিনায়ক রাকিবুল হাসান। খেলা শেষে তিনি বলেন, ‘আমরা চিন্তা করছিলাম যে ভালো হকি খেলবো। আমরা চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত, আমাদের কিছু ভুলে অনেক গোল হজম করেছি। ইনশাআল্লাহ সামনে যে টুর্নামেন্টগুলো আছে, আমাদের যে সুযোগগুলো থাকবে তাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’ রাকিবুল যোগ করেন, ‘আমাদের একটি সমস্যা রয়েছে, ম্যাচের চাপটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। এগিয়ে থাকলেও শেষ মূহুর্তে আমরা গোল হজম করে বসি। এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে আমাদের।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বিশ্বকাপ হকি বাছাইয়ের প্লে-অফ
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার প্লে-অফ সিরিজে পাকিস্তানের কাছে তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ। তিন ম্যাচে ২৬ গোল হজম করেছে স্বাগতিকরা। রোববার,(১৬ নভেম্বর ২০২৫) মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০-৩ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ গোলে।
রোববার ম্যাচের সময় যত গড়িয়েছে তত আরও শানিত হয়েছে পাকিস্তান। তাদের তুলনায় বাংলাদেশ তলানীতে। আক্রমণভাগ, রক্ষণভাগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি স্বাগতিকরা। বিশেষ করে অতীতে পুস্কর খিসা মিমো কিংবা হাসান যুবায়ের নিলয়ের যে কানেক্টগুলো দেখা গেছে তার ছিটেফোটাও ছিল না শেষ ম্যাচে। ৬, ১৩, ২৪, ৪৪ ও ৫৯ মিনিটে কানেক্টগুলো মিস করেন যথাক্রমে রাকিবুল, আবদুল্লাহ, সবুজ, ওবায়দুল জয়। ১৫ মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ সোহানুর সবুজ। এমনিতেই যোজন যোজন পিছিয়ে স্বাগতিকরা। তার ওপর এমন মিসগুলো আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে রেজাউল করিম বাবু বাহিনীকে।
এদিন পাকিস্তান ১৫টি পিসি থেকে ৯টি গোল আদায় করে নেন। এর মধ্যে সুফিয়ান একাই করেন ৬টি গোল, আবদুর রহমান দুটি এবং নাদিম আহমেদ একটি গোল করেন। একমাত্র ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ। বাংলাদেশের তিন গোলের মধ্যে দুটিই ছিল ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। টুর্নামেন্ট আটটি পিসি মেরে একমাত্র গোলটি করেন এই আসরে নিস্প্রভ আশরাফুল ইসলাম।
‘ম্যাচের চাপটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না’
সিরিজে পাকিস্তানের কাছে বড় হারে হতাশ অধিনায়ক রাকিবুল হাসান। খেলা শেষে তিনি বলেন, ‘আমরা চিন্তা করছিলাম যে ভালো হকি খেলবো। আমরা চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত, আমাদের কিছু ভুলে অনেক গোল হজম করেছি। ইনশাআল্লাহ সামনে যে টুর্নামেন্টগুলো আছে, আমাদের যে সুযোগগুলো থাকবে তাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’ রাকিবুল যোগ করেন, ‘আমাদের একটি সমস্যা রয়েছে, ম্যাচের চাপটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। এগিয়ে থাকলেও শেষ মূহুর্তে আমরা গোল হজম করে বসি। এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে আমাদের।’