মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রাস্তায় বের হলে দেখা মিলবে অভিভাবকহীন কুকুর-বিড়াল। এরা সংখ্যায় নেহাত কম না। এরা গৃহ আশ্রিত নয়, এদের নিদিষ্ট মালিক নেই। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনে এমন অমানবিক ঘটনা ঘটেছে। নিরাপত্তার দোহাই দিয়ে ৬টি কুকুর ও ১টি বিড়ালকে বিষ প্রয়োগে করা হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছে এসব পথ কুকুর আতঙ্কের জন্ম দিয়েছে। সেখানের বাচ্চাদের কামড়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। বেওয়ারিস প্রাণীদের প্রতি এমন পাষ- আচরন কখনো কাম্য নয়।
কিছুক্ষেত্রে অপ্রতিকর ঘটনা ব্যাতীত পথ কুকুর বিড়াল মানুষের ক্ষতিসাধন করে না। একটি নির্দিষ্ট সময়ে কুকুরদের ভ্যাকসিনেশন ও চিকিৎসার আওতাধীন করা। যেসব সামাজিক কল্যাণ সংস্থা পশুদের নিয়ে কাজ করে তাদের সহযোগিতা করে পথ কুকুর বিড়ালের জন্য নিরাপদ জীবন তৈরি করা সম্ভব। আমরা যদি মানবিক হই, তবেই পথ কুকুর বিড়াল রা নিরাপদ জীবন লাভ করবে। সবাইর সম্মেলিত প্রচেষ্ঠায় অভিভাবকহীন, পথ অসহায় কুকুর বিড়ালের নিরাপত্তা দেওয়া সম্ভব।
আহাম্মদ উল্লাহ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রাস্তায় বের হলে দেখা মিলবে অভিভাবকহীন কুকুর-বিড়াল। এরা সংখ্যায় নেহাত কম না। এরা গৃহ আশ্রিত নয়, এদের নিদিষ্ট মালিক নেই। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনে এমন অমানবিক ঘটনা ঘটেছে। নিরাপত্তার দোহাই দিয়ে ৬টি কুকুর ও ১টি বিড়ালকে বিষ প্রয়োগে করা হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছে এসব পথ কুকুর আতঙ্কের জন্ম দিয়েছে। সেখানের বাচ্চাদের কামড়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। বেওয়ারিস প্রাণীদের প্রতি এমন পাষ- আচরন কখনো কাম্য নয়।
কিছুক্ষেত্রে অপ্রতিকর ঘটনা ব্যাতীত পথ কুকুর বিড়াল মানুষের ক্ষতিসাধন করে না। একটি নির্দিষ্ট সময়ে কুকুরদের ভ্যাকসিনেশন ও চিকিৎসার আওতাধীন করা। যেসব সামাজিক কল্যাণ সংস্থা পশুদের নিয়ে কাজ করে তাদের সহযোগিতা করে পথ কুকুর বিড়ালের জন্য নিরাপদ জীবন তৈরি করা সম্ভব। আমরা যদি মানবিক হই, তবেই পথ কুকুর বিড়াল রা নিরাপদ জীবন লাভ করবে। সবাইর সম্মেলিত প্রচেষ্ঠায় অভিভাবকহীন, পথ অসহায় কুকুর বিড়ালের নিরাপত্তা দেওয়া সম্ভব।
আহাম্মদ উল্লাহ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।