মতামতের জন্য সম্পাদক দায়ী নন
জীবনে সাফল্য, সমৃদ্ধি, উন্নতি, বিকাশ সব কিছুর জন্য কখনো না কখনো প্রয়োজন পড়ে একটু অনুপ্রেরণার। চাবিকাঠি পরিশ্রম হলেও হোঁচট খেয়ে পড়লে দরকার পড়ে আবার উঠে দাঁড়ানোর মতো একটি কারণের। ব্যর্থতার পরের প্রথম চেষ্টায় পুরো অংশেই যেনো থাকে শুধু সংশয় আর কিছুটা সাহস। স্বল্প সাহসের পূর্বের অনুপ্রেরণা ক্ষণিকের ওষুধ হলেও দুঃসময়ের পথ পাড়ি দেয়ার জন্যে আবশ্যক। তাই হয়তো মানুষ সেই সময়টাতে সবচাইতে ইতিবাচক কিছুই শুনতে চায় হোক তা অসম্ভব। তবে সেই উৎসাহ জোগানে যেনো না থাকে তুলনার ভার।
ব্যক্তি যখন অন্যের সাথে ক্রমাগত নিজের তুলনা করে তখন সে নিজেকে হারায়, স্বতন্ত্রতা হারায়। প্রত্যেকের সফলতার উপাখ্যান ভিন্ন তবুও আমরা অন্যের অবিকল হতে চাই সেই সমৃদ্ধি লাভের আকাক্সক্ষায়। এই অনুকরণই ব্যাক্তির অনন্যের ভঙ্গুরতা ঘটায়। প্রত্যেকের আলাদা গুণাবলী, আলাদা ত্রুটি ও আলাদা দৃষ্টিভঙ্গিই তো তাকে বিশেষ করে তোলে। অথচ সেই গুণাবলীকে উৎসাহিত না করে যখন সামাজিক মাপকাঠিতে অধিক গ্রহণযোগ্য এমন উৎকর্ষতাকেই প্রাধান্য দেয়া হয় তা ব্যক্তিত্বের বিকাশে বাধা দেয়। পড়ালেখায় আদর্শ ছাত্রের নম্বরের তুলনা ছবি আকায় পারদর্শী ছাত্রকে কখনো অনুপ্রাণিত করবেনা বরং নিরুৎসাহিত করবে।
মাঝামাঝি ধরণের ফলাফল করা ছাত্র হয়তো লেখালেখি, আবৃত্তি কিংবা ভিন্ন কিছুতে শ্রেয়। তার স্বতন্ত্রতাকে সাধুবাদ জানানোর মাধ্যমেই তাকে অনুপ্রাণিত করা যাবে। যেকোনো ক্ষেত্রেই অপরের থেকে ভালো নাকি খারাপ ক্রমাগত তা বিচারের মনোভাব কোনো কিছুতে সেরা দেয়ার পরও অতৃপ্তি অনুভূতির মূল কারণ। অপ্রাপ্তির হতাশা থেকে বেরিয়ে আসতে হলে এরকম নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। আর চর্চা করতে হবে ইতিবাচক দিক গুলোর। অনুপ্রেরণার মাধ্যমে কেবল নিজের দক্ষতা ও স্বতন্ত্রতাকে উদযাপন করতে হবে। তুলনা হবে শুধু নিজের সাথে, প্রতিদিন একটু একটু করে নিজেকে আরো ভালো করার দৃঢ় মনোবলই সমৃদ্ধি আর বিকাশ বয়ে আনে।
সামিহা তাসনিম
শিক্ষার্থী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
জীবনে সাফল্য, সমৃদ্ধি, উন্নতি, বিকাশ সব কিছুর জন্য কখনো না কখনো প্রয়োজন পড়ে একটু অনুপ্রেরণার। চাবিকাঠি পরিশ্রম হলেও হোঁচট খেয়ে পড়লে দরকার পড়ে আবার উঠে দাঁড়ানোর মতো একটি কারণের। ব্যর্থতার পরের প্রথম চেষ্টায় পুরো অংশেই যেনো থাকে শুধু সংশয় আর কিছুটা সাহস। স্বল্প সাহসের পূর্বের অনুপ্রেরণা ক্ষণিকের ওষুধ হলেও দুঃসময়ের পথ পাড়ি দেয়ার জন্যে আবশ্যক। তাই হয়তো মানুষ সেই সময়টাতে সবচাইতে ইতিবাচক কিছুই শুনতে চায় হোক তা অসম্ভব। তবে সেই উৎসাহ জোগানে যেনো না থাকে তুলনার ভার।
ব্যক্তি যখন অন্যের সাথে ক্রমাগত নিজের তুলনা করে তখন সে নিজেকে হারায়, স্বতন্ত্রতা হারায়। প্রত্যেকের সফলতার উপাখ্যান ভিন্ন তবুও আমরা অন্যের অবিকল হতে চাই সেই সমৃদ্ধি লাভের আকাক্সক্ষায়। এই অনুকরণই ব্যাক্তির অনন্যের ভঙ্গুরতা ঘটায়। প্রত্যেকের আলাদা গুণাবলী, আলাদা ত্রুটি ও আলাদা দৃষ্টিভঙ্গিই তো তাকে বিশেষ করে তোলে। অথচ সেই গুণাবলীকে উৎসাহিত না করে যখন সামাজিক মাপকাঠিতে অধিক গ্রহণযোগ্য এমন উৎকর্ষতাকেই প্রাধান্য দেয়া হয় তা ব্যক্তিত্বের বিকাশে বাধা দেয়। পড়ালেখায় আদর্শ ছাত্রের নম্বরের তুলনা ছবি আকায় পারদর্শী ছাত্রকে কখনো অনুপ্রাণিত করবেনা বরং নিরুৎসাহিত করবে।
মাঝামাঝি ধরণের ফলাফল করা ছাত্র হয়তো লেখালেখি, আবৃত্তি কিংবা ভিন্ন কিছুতে শ্রেয়। তার স্বতন্ত্রতাকে সাধুবাদ জানানোর মাধ্যমেই তাকে অনুপ্রাণিত করা যাবে। যেকোনো ক্ষেত্রেই অপরের থেকে ভালো নাকি খারাপ ক্রমাগত তা বিচারের মনোভাব কোনো কিছুতে সেরা দেয়ার পরও অতৃপ্তি অনুভূতির মূল কারণ। অপ্রাপ্তির হতাশা থেকে বেরিয়ে আসতে হলে এরকম নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। আর চর্চা করতে হবে ইতিবাচক দিক গুলোর। অনুপ্রেরণার মাধ্যমে কেবল নিজের দক্ষতা ও স্বতন্ত্রতাকে উদযাপন করতে হবে। তুলনা হবে শুধু নিজের সাথে, প্রতিদিন একটু একটু করে নিজেকে আরো ভালো করার দৃঢ় মনোবলই সমৃদ্ধি আর বিকাশ বয়ে আনে।
সামিহা তাসনিম
শিক্ষার্থী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা