মতামতের জন্য সম্পাদক দায়ী নন
ইদানীং দেশের নানা ব্রিজ, রাস্তাসহ বিভিন্ন স্থানের নাম পাল্টানোর মহোৎসব চলছে। এখন কথা হলো- এর সঙ্গে সঙ্গে কি সংশ্লিষ্ট অধিবাসীদেরও পরিচিতি ডকুমেন্টগুলো পাল্টে নিতে হয়? নাকি পুরোনো পরিচয়পত্রগুলো অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিতে যে ঠিকানা দেওয়া আছে সেটাকেই মান্যতা দেওয়া হয়? এছাড়াও গ্যাসের গ্রাহক বই, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পোস্টাল ঠিকানার তথ্যে কি পরিবর্তিত স্থান বা রাস্তার নাম পরিবর্তন করা জরুরি?
আজ পর্যন্ত অনেক স্থান বা রাস্তার নাম, ব্রিজের নাম পাল্টাতে দেখেছি -শুনেছি। কিন্তু কোথাও এই প্রশ্ন উঠতে দেখিনি যে তার ফলে সংশ্লিষ্ট অধিবাসীদেরও সমস্ত ডকুমেন্টে নাম পাল্টাতে হবে কিনা। সব সময় নাম পাল্টানোর সিদ্ধান্ত নেয় সরকার বা প্রশাসন। যদি এই পরিবর্তনের জন্য এলাকার অধিবাসী বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রের ঠিকানাও বদল আনতে হয় তাহলে তো অধিবাসীদের অনেক হ্যাপা পোহাতে হয়। আরও একটা কথা, অনেক সময়ে খুব পরিচিত ব্রিজ, রাস্তা বা স্থানের নাম পাল্টে গেলেও দেখা যায়, নতুন নাম মানুষ ব্যবহার করছেন না, তাঁরা পুরনো নামটাই বজায় রেখেছেন। জনগণ কখন কীভাবে এই নাম পরিবর্তন গ্রহণ করবে তা বলা মুশকিল।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ।
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
ইদানীং দেশের নানা ব্রিজ, রাস্তাসহ বিভিন্ন স্থানের নাম পাল্টানোর মহোৎসব চলছে। এখন কথা হলো- এর সঙ্গে সঙ্গে কি সংশ্লিষ্ট অধিবাসীদেরও পরিচিতি ডকুমেন্টগুলো পাল্টে নিতে হয়? নাকি পুরোনো পরিচয়পত্রগুলো অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিতে যে ঠিকানা দেওয়া আছে সেটাকেই মান্যতা দেওয়া হয়? এছাড়াও গ্যাসের গ্রাহক বই, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পোস্টাল ঠিকানার তথ্যে কি পরিবর্তিত স্থান বা রাস্তার নাম পরিবর্তন করা জরুরি?
আজ পর্যন্ত অনেক স্থান বা রাস্তার নাম, ব্রিজের নাম পাল্টাতে দেখেছি -শুনেছি। কিন্তু কোথাও এই প্রশ্ন উঠতে দেখিনি যে তার ফলে সংশ্লিষ্ট অধিবাসীদেরও সমস্ত ডকুমেন্টে নাম পাল্টাতে হবে কিনা। সব সময় নাম পাল্টানোর সিদ্ধান্ত নেয় সরকার বা প্রশাসন। যদি এই পরিবর্তনের জন্য এলাকার অধিবাসী বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রের ঠিকানাও বদল আনতে হয় তাহলে তো অধিবাসীদের অনেক হ্যাপা পোহাতে হয়। আরও একটা কথা, অনেক সময়ে খুব পরিচিত ব্রিজ, রাস্তা বা স্থানের নাম পাল্টে গেলেও দেখা যায়, নতুন নাম মানুষ ব্যবহার করছেন না, তাঁরা পুরনো নামটাই বজায় রেখেছেন। জনগণ কখন কীভাবে এই নাম পরিবর্তন গ্রহণ করবে তা বলা মুশকিল।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ।