alt

মতামত » চিঠিপত্র

বন সংরক্ষণ ও উন্নয়ন

: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

উন্নয়নের নামে বনভূমি নিধন নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে এটা যেন বেড়েই চলেছে। শিল্প কারখানা নির্মাণ, জ্বালানি চাহিদা মেটানো, জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধির ফলে আবাসস্থল তৈরি করতে গিয়ে মানুষ প্রতিনিয়ত বনভূমি নিধন চালিয়ে যাচ্ছে। এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী, বিভিন্ন চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যাপকহারে বনভূমি উজাড় করে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। ঋঅঙ এর মতে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট ভূমির প্রায় ১০ শতাংশ, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ।

বর্তমানের এই যুগে এসে উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি ক্ষেত্রেই। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আধুনিক সব স্থাপনা, কলকারখানা, ইটভাটা এবং বসতবাড়ি। ফলে ব্যাপক পরিমাণ কাঠের চাহিদা মেটাতে গিয়ে বন সংরক্ষণ প্রক্রিয়া আজ হিমশিম খাচ্ছে। ব্যাপক মাত্রায় বন নিধনের ফলে জলবাছুর ভারসাম্যহীনতা হ্রাস, মাটি ক্ষয়, বন্যা, বন্য জীবন বিলুপ্তি এবং জনজীবনের মান হ্রাস পাচ্ছে। এছাড়াও বন জঙ্গলে বসবাসকারী জীবজন্তুরা আবাসস্থলের সমস্যায় ভুগছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ১১% এর জন্য বন উজাড় দায়ী। গ্রীষ্মম-লীয় বন উজাড় থেকে কার্বন নির্গমন ত্বরান্বিত হচ্ছে। ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ, ক্রমশ ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতি থেকে উত্তোলনের উপায় কী? আর কিভাবেই বা আমরা বন সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি?

আর্থিক এবং পরিবেশগত উভয় দিক থেকেই বনের গুরুত্ব অবর্ণনীয়। আমরা জানি, গাছ পরিবেশের ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে অক্সিজেন প্রবাহের মাধ্যমে আমাদের জীবন ধারণে ভূমিকা রাখে। এছাড়া

বন সৌর বিকিরণের তীব্রতা হ্রাস, আবহাওয়া শীতলীকরণ, তাপমাত্রা পরিবর্তন, মাটি থেকে বাষ্পীভবন হ্রাস এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করে জলবাছুর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর মোট ভূমির ৩১% জুড়ে রয়েছে বনভূমি। প্রতি বছর, ৭৫,৭০০ বর্গকিলোমিটার (১৮.৭ মিলিয়ন একর) বনভূমি হারিয়ে যাচ্ছে। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাথমিক গ্রীষ্মমন্ডলীয় বনভূমির ক্ষতি ১২% বৃদ্ধি পেয়েছে। বন উজাড়ের অনেক কারণ এবং চালিকাশক্তি রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়: কৃষিকাজ , গবাদি পশুচারণ, কাঠের জন্য কাঠ কাটা এবং দাবানল। সম্প্রতি লস এঞ্জেলেসে সংঘটিত দাবানলে ৪০ হাজার একরেরও বেশি জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরিতে কাঠ চোর চক্রের থাবায় উজার হচ্ছে বনভূমি। যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, তাই চাহিদা পূরণে বনের উপর প্রভাব পড়াটাও স্বাভাবিক। কেননা আমরা এখনো বন থেকে প্রাপ্ত কাঠ, ফলমূল, মধু, ভেষজ, ঔষধি গাছ, জৈব সারের ওপর নির্ভরশীল।

ইচ্ছায়-অনিচ্ছায় বন উজাড় প্রক্রিয়া চলছে। যদিও মানুষেরই প্রয়োজনে এই মূল্যবান সম্পদ উজাড় করা হচ্ছে তবে আমাদের চাহিদা পূরণ যেন আমাদের অস্তিত্বের বিলুপ্তির কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টিপাত করতে হবে। এক্ষেত্রে আমরা কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন: কাঠের বিকল্প হিসেবে যথাসম্ভব রডের ব্যবহার করা, রাস্তা ও রেললাইনের দুই পাশে, বাসা বাড়ির ছাদে এবং বারান্দায় গাছ লাগানো, চাহিদা পূরণে কাঠের বিকল্প হিসেবে গ্যাসের ব্যবহার বৃদ্ধিসহ আরও বেশ কিছু কাজ করতে পারি। তবেই আশা করা যায় বন সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করে আমরা সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে পারব।

আয়শা আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়

গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান

শহরের পাখিরা যখন মরার প্রহর গুনে

ধর্মের নামে বর্বরতা

টেকসই শহরের একান্ত প্রয়োজন

সুষ্ঠু প্রতিযোগিতা সংস্কৃতি গড়ে তোলা জরুরি

সুন্দরবনের বাঘ ও জলবায়ু পরিবর্তনের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তা : আর্শীবাদ নাকি অভিশাপ

সমুদ্রগবেষণায় পশ্চাৎপদতা মৎস্য খাতের ভবিষ্যৎকেই ঝুঁকিতে ফেলছে

কিশোর গ্যাং–সংস্কৃতি: সমাজের জন্য বাড়তে থাকা অশনি সংকেত

ডিগ্রি হাতে, চাকরি স্বপ্নে: শিক্ষিত বেকারদের মানসিক ক্ষয়

সরকারি কর্মচারীদের কর্মেই মুক্তি নাকি আন্দোলনে?

কর্মজীবী নারীর অদৃশ্য মানসিক বোঝা

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তাই কি যথেষ্ট?

সুলতানপুরে করতোয়া নদীর তাণ্ডব: নদীভাঙনে মানুষের জীবন বিপন্ন

ফ্রিল্যান্সিংয়ে সম্ভাবনা বিস্তৃত, অনিয়মের ছায়াও গভীর

গেন্ডারিয়ায় সড়ক ও ড্রেন সংস্কারে অনিয়ম: জনদূর্ভোগ বৃদ্ধি

প্রবীণদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি

পলিভিনাইলের ব্যবহার প্রতিরোধ জরুরি

বৈধ সনদধারীদের অধিকার নিশ্চিত করা জরুরি

টেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

জলবায়ু পরিবর্তন ও নারী ও কিশোরীদের ঝুঁকি

মেধা হারাচ্ছে দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয় : অযৌক্তিক ফি, সেশনজট ও প্রশাসনিক বিশৃঙ্খলায় বিপর্যস্ত শিক্ষার্থী

সামাজিক মাধ্যমের ভুবনে জনতুষ্টিবাদের নতুন রূপ

ভেজাল খেজুরগুড় ও স্বাস্থ্যঝুঁকি

হাসপাতাল ব্যবস্থাপনায় প্রশাসনিক ক্যাডারের প্রয়োজনীয়তা

প্লাস্টিক বর্জ্যে মাছের মৃত্যু: সমাধান কোথায়

খোলা ম্যানহোল: ঢাকার রাজপথে এক নীরব মরণফাঁদ

গণপরিবহন: প্রতিদিনের যন্ত্রণার শেষ কবে?

ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনর্জাগরণ

সাইবার বুলিং ও ভার্চুয়াল অপরাধ: তরুণদের অদৃশ্য বিপদ

ওয়াসার খোঁড়াখুঁড়িতে নগরজীবনের চরম ভোগান্তি

রাবি মেডিকেল সেন্টারের সংস্কার চাই

চিংড়ি শিল্পের পরিবেশগত প্রভাব

কক্সবাজার: উন্নয়নের পথে, বিপন্ন প্রকৃতি

tab

মতামত » চিঠিপত্র

বন সংরক্ষণ ও উন্নয়ন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

উন্নয়নের নামে বনভূমি নিধন নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে এটা যেন বেড়েই চলেছে। শিল্প কারখানা নির্মাণ, জ্বালানি চাহিদা মেটানো, জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধির ফলে আবাসস্থল তৈরি করতে গিয়ে মানুষ প্রতিনিয়ত বনভূমি নিধন চালিয়ে যাচ্ছে। এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী, বিভিন্ন চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যাপকহারে বনভূমি উজাড় করে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। ঋঅঙ এর মতে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট ভূমির প্রায় ১০ শতাংশ, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ।

বর্তমানের এই যুগে এসে উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি ক্ষেত্রেই। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আধুনিক সব স্থাপনা, কলকারখানা, ইটভাটা এবং বসতবাড়ি। ফলে ব্যাপক পরিমাণ কাঠের চাহিদা মেটাতে গিয়ে বন সংরক্ষণ প্রক্রিয়া আজ হিমশিম খাচ্ছে। ব্যাপক মাত্রায় বন নিধনের ফলে জলবাছুর ভারসাম্যহীনতা হ্রাস, মাটি ক্ষয়, বন্যা, বন্য জীবন বিলুপ্তি এবং জনজীবনের মান হ্রাস পাচ্ছে। এছাড়াও বন জঙ্গলে বসবাসকারী জীবজন্তুরা আবাসস্থলের সমস্যায় ভুগছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ১১% এর জন্য বন উজাড় দায়ী। গ্রীষ্মম-লীয় বন উজাড় থেকে কার্বন নির্গমন ত্বরান্বিত হচ্ছে। ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ, ক্রমশ ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতি থেকে উত্তোলনের উপায় কী? আর কিভাবেই বা আমরা বন সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি?

আর্থিক এবং পরিবেশগত উভয় দিক থেকেই বনের গুরুত্ব অবর্ণনীয়। আমরা জানি, গাছ পরিবেশের ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে অক্সিজেন প্রবাহের মাধ্যমে আমাদের জীবন ধারণে ভূমিকা রাখে। এছাড়া

বন সৌর বিকিরণের তীব্রতা হ্রাস, আবহাওয়া শীতলীকরণ, তাপমাত্রা পরিবর্তন, মাটি থেকে বাষ্পীভবন হ্রাস এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করে জলবাছুর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর মোট ভূমির ৩১% জুড়ে রয়েছে বনভূমি। প্রতি বছর, ৭৫,৭০০ বর্গকিলোমিটার (১৮.৭ মিলিয়ন একর) বনভূমি হারিয়ে যাচ্ছে। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাথমিক গ্রীষ্মমন্ডলীয় বনভূমির ক্ষতি ১২% বৃদ্ধি পেয়েছে। বন উজাড়ের অনেক কারণ এবং চালিকাশক্তি রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়: কৃষিকাজ , গবাদি পশুচারণ, কাঠের জন্য কাঠ কাটা এবং দাবানল। সম্প্রতি লস এঞ্জেলেসে সংঘটিত দাবানলে ৪০ হাজার একরেরও বেশি জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরিতে কাঠ চোর চক্রের থাবায় উজার হচ্ছে বনভূমি। যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, তাই চাহিদা পূরণে বনের উপর প্রভাব পড়াটাও স্বাভাবিক। কেননা আমরা এখনো বন থেকে প্রাপ্ত কাঠ, ফলমূল, মধু, ভেষজ, ঔষধি গাছ, জৈব সারের ওপর নির্ভরশীল।

ইচ্ছায়-অনিচ্ছায় বন উজাড় প্রক্রিয়া চলছে। যদিও মানুষেরই প্রয়োজনে এই মূল্যবান সম্পদ উজাড় করা হচ্ছে তবে আমাদের চাহিদা পূরণ যেন আমাদের অস্তিত্বের বিলুপ্তির কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টিপাত করতে হবে। এক্ষেত্রে আমরা কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন: কাঠের বিকল্প হিসেবে যথাসম্ভব রডের ব্যবহার করা, রাস্তা ও রেললাইনের দুই পাশে, বাসা বাড়ির ছাদে এবং বারান্দায় গাছ লাগানো, চাহিদা পূরণে কাঠের বিকল্প হিসেবে গ্যাসের ব্যবহার বৃদ্ধিসহ আরও বেশ কিছু কাজ করতে পারি। তবেই আশা করা যায় বন সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করে আমরা সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে পারব।

আয়শা আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়

back to top