alt

চিঠিপত্র

ডিজিটাল উপনিবেশ : অদৃশ্য শৃঙ্খলের শাসন

: শনিবার, ১৬ আগস্ট ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

‘আগে মানুষ মাটি হারাতো, এখন হারায় নিজস্বতা। একসময় উপনিবেশ ছিল ভূখ-ে, আজ তা গড়ে উঠছে তথ্যের পাতায়...’Ñমানব ইতিহাসে উপনিবেশের ধারণা নতুন নয়। একসময় ধনসম্পদ, জমি কিংবা মানুষ দখল করাই ছিল শক্তির প্রকাশ; কিন্তু এখন সময় বদলেছে। আজকের বিশ্বে যিনি তথ্য নিয়ন্ত্রণ করেন, তিনিই সবচেয়ে ক্ষমতাধর। অস্ত্র, রাজনীতি বা অর্থনীতি নয়Ñবর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী উপনিবেশ হলো ডিজিটাল কলোনি, যার শাসক বৃহৎ প্রযুক্তি করপোরেশন ও তথ্য নিয়ন্ত্রক শক্তিগুলো।

আমরা যখন ফেসবুকে পোস্ট দিই, গুগলে কিছু খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি কিংবা টিকটকে স্ক্রল করিÑভাবি সবকিছু করছি নিজের ইচ্ছায়। অথচ বাস্তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের আগেভাগে বিশ্লেষণ করে নিয়েছেÑআমাদের পছন্দ, অবস্থান, বয়স, ভাষা, এমনকি মন-মেজাজ পর্যন্ত। প্রতিটি ক্লিক, লাইক, সার্চ ও দেখার সময় অনুযায়ী তারা প্রোফাইল তৈরি করে। আমরা অজান্তেই হয়ে উঠছি নতুন প্রজন্মের ডেটা-দাস।

গার্টনারের এক গবেষণা অনুযায়ী, প্রতিদিন বিশ্বে প্রায় ৩.৫ কুয়িন্টিলিয়ন (৩.৫ মিলিয়ন টেরাবাইট) তথ্য তৈরি হয়, যার ৯০% নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানÑগুগল, মেটা (ফেসবুক), অ্যামাজন, অ্যাপল ও মাইক্রোসফট। তারা শুধু তথ্য জমা রাখে না, বরং প্রভাবিত করেÑআমরা কীভাবে ভাববো, কী কিনবো, এমনকি কাকে ভোট দেবো। ২০১৮ সালের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে দেখা গেছে, প্রায় আট কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করে, ডিজিটাল দুনিয়া শুধু বিনোদনের নয়Ñএটি এক ভয়াবহ নিয়ন্ত্রণ কাঠামো।

বাংলাদেশও এর বাইরে নয়। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটির বেশি হবে। কিন্তু ২০২৪ সালে বিআইআইডির এক গবেষণায় দেখা গেছে, ৬৫% ব্যবহারকারী জানেন না তাদের তথ্য কোথায় যাচ্ছে বা কীভাবে ব্যবহার হচ্ছে। তরুণ প্রজন্ম যখন টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আসক্ত হয়ে পড়ে, তখন তা শুধু সময়ের অপচয় নয়Ñচিন্তার স্বাধীনতাও সীমিত হয়ে পড়ে, আর সেই সুযোগে তারা অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে চলে যায়।

আমরা গর্ব করি ‘ডিজিটাল বাংলাদেশ’ নিয়ে, কিন্তু খুব কম মানুষই ভাবিÑএই প্রযুক্তির কতটুকু আমাদের নিজস্ব? নীতিনির্ধারণ, নিরাপত্তা, অ্যালগরিদম ও সার্ভারÑসবই যদি বিদেশি নিয়ন্ত্রণে থাকে, তবে এই উন্নয়ন কতটা স্বাধীনতা দেয়?

এই পরিস্থিতি মোকাবিলায় দেশীয় প্রযুক্তি উন্নয়ন অপরিহার্যÑযেমন নিজস্ব সার্চ ইঞ্জিন, অ্যাপস ও সামাজিক মাধ্যম। তথ্য সুরক্ষা আইনকে আরও কার্যকর করতে হবে এবং ডিজিটাল শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করতে হবে, যেন প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা যায়।

ডিজিটাল কলোনি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তবতা। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম অদৃশ্য শৃঙ্খলের বন্দি হয়ে পড়বে। তথ্যের এই যুগে টিকে থাকতে হলে শুধু ব্যবহারকারী নয়, হতে হবে সচেতন নাগরিক।

ওম্মে হাবিবা তৃষা

দর্শন বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মতিঝিল-গুলিস্তান রুটে চক্রাকার বাস সার্ভিস : শৃঙ্খল ও স্বস্তির সম্ভাবনা

ভাঙ্গা-খুলনা সড়ক দ্রুত চার লেনে উন্নীত করুন

বাউফল থেকে লোহালিয়া ব্রিজ পর্যন্ত সড়কের বেহাল দশা

পরিবেশ বিপর্যয়ের অজানা মুখ

মেয়াদোত্তীর্ণ ওষুধের শেষ কোথায়?

টেকসই উন্নয়ন ও আদিবাসীদের অধিকার

শব্দদূষণ বন্ধ হবে কবে?

চট্টগ্রাম দোহাজারী অংশে রেল চালু হোক

দেশের প্রথম শহীদ মিনারের উপেক্ষিত ইতিহাস

তরুণদের হীনমন্যতা ও মত প্রকাশে অনীহা

বন সংরক্ষণ ও উন্নয়ন

শুধু ফেব্রুয়ারিতে ভাষার দরদ?

ভাষা ও সাহিত্যের মিলনমেলা

জমি দখলের ক্ষতিপূরণ চাই

পুরান ঢাকায় মশার উৎপাত

গুইমারায় স্বাস্থ্যসেবা সংকট : অবিলম্বে সমাধান প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

পানিতে ডুবে শিশুর মৃত্যু : একটি জাতীয় সংকট

নাম পাল্টে গেলে কত কী যে হয়

অনুপ্রেরণা হোক তুলনাহীন

দূষণ রোধে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা হ্রাস জরুরি

পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ান

গণরুম প্রথার বিলুপ্তি কবে?

রেলসেবার মান বাড়ান

নওগাঁ সরকারি কলেজের সংকট

টিকিটের দাম আকাশচুম্বী

জকিগঞ্জে গ্রামীণ সড়কের দুরবস্থা

রেলে দুর্নীতি

নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই

পথশিশুদের ভয়ঙ্কর নেশাদ্রব্য থেকে রক্ষা করুন

ঢাকা-ময়মনসিংহ ননস্টপ ট্রেন ও ডাবল লাইন নির্মাণের দাবি

শিশুদের প্রতি প্রতিহিংসা বন্ধ করুন

চরবাসীর নদী পারাপারে নিরাপত্তার প্রয়োজন

জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত অর্থ আদায় : ব্যবস্থা নিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার চাই

উন্নয়নের জন্য একটি অপরিহার্য উপাদান কারিগরি শিক্ষা

tab

চিঠিপত্র

ডিজিটাল উপনিবেশ : অদৃশ্য শৃঙ্খলের শাসন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ১৬ আগস্ট ২০২৫

‘আগে মানুষ মাটি হারাতো, এখন হারায় নিজস্বতা। একসময় উপনিবেশ ছিল ভূখ-ে, আজ তা গড়ে উঠছে তথ্যের পাতায়...’Ñমানব ইতিহাসে উপনিবেশের ধারণা নতুন নয়। একসময় ধনসম্পদ, জমি কিংবা মানুষ দখল করাই ছিল শক্তির প্রকাশ; কিন্তু এখন সময় বদলেছে। আজকের বিশ্বে যিনি তথ্য নিয়ন্ত্রণ করেন, তিনিই সবচেয়ে ক্ষমতাধর। অস্ত্র, রাজনীতি বা অর্থনীতি নয়Ñবর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী উপনিবেশ হলো ডিজিটাল কলোনি, যার শাসক বৃহৎ প্রযুক্তি করপোরেশন ও তথ্য নিয়ন্ত্রক শক্তিগুলো।

আমরা যখন ফেসবুকে পোস্ট দিই, গুগলে কিছু খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি কিংবা টিকটকে স্ক্রল করিÑভাবি সবকিছু করছি নিজের ইচ্ছায়। অথচ বাস্তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের আগেভাগে বিশ্লেষণ করে নিয়েছেÑআমাদের পছন্দ, অবস্থান, বয়স, ভাষা, এমনকি মন-মেজাজ পর্যন্ত। প্রতিটি ক্লিক, লাইক, সার্চ ও দেখার সময় অনুযায়ী তারা প্রোফাইল তৈরি করে। আমরা অজান্তেই হয়ে উঠছি নতুন প্রজন্মের ডেটা-দাস।

গার্টনারের এক গবেষণা অনুযায়ী, প্রতিদিন বিশ্বে প্রায় ৩.৫ কুয়িন্টিলিয়ন (৩.৫ মিলিয়ন টেরাবাইট) তথ্য তৈরি হয়, যার ৯০% নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানÑগুগল, মেটা (ফেসবুক), অ্যামাজন, অ্যাপল ও মাইক্রোসফট। তারা শুধু তথ্য জমা রাখে না, বরং প্রভাবিত করেÑআমরা কীভাবে ভাববো, কী কিনবো, এমনকি কাকে ভোট দেবো। ২০১৮ সালের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে দেখা গেছে, প্রায় আট কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করে, ডিজিটাল দুনিয়া শুধু বিনোদনের নয়Ñএটি এক ভয়াবহ নিয়ন্ত্রণ কাঠামো।

বাংলাদেশও এর বাইরে নয়। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটির বেশি হবে। কিন্তু ২০২৪ সালে বিআইআইডির এক গবেষণায় দেখা গেছে, ৬৫% ব্যবহারকারী জানেন না তাদের তথ্য কোথায় যাচ্ছে বা কীভাবে ব্যবহার হচ্ছে। তরুণ প্রজন্ম যখন টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আসক্ত হয়ে পড়ে, তখন তা শুধু সময়ের অপচয় নয়Ñচিন্তার স্বাধীনতাও সীমিত হয়ে পড়ে, আর সেই সুযোগে তারা অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে চলে যায়।

আমরা গর্ব করি ‘ডিজিটাল বাংলাদেশ’ নিয়ে, কিন্তু খুব কম মানুষই ভাবিÑএই প্রযুক্তির কতটুকু আমাদের নিজস্ব? নীতিনির্ধারণ, নিরাপত্তা, অ্যালগরিদম ও সার্ভারÑসবই যদি বিদেশি নিয়ন্ত্রণে থাকে, তবে এই উন্নয়ন কতটা স্বাধীনতা দেয়?

এই পরিস্থিতি মোকাবিলায় দেশীয় প্রযুক্তি উন্নয়ন অপরিহার্যÑযেমন নিজস্ব সার্চ ইঞ্জিন, অ্যাপস ও সামাজিক মাধ্যম। তথ্য সুরক্ষা আইনকে আরও কার্যকর করতে হবে এবং ডিজিটাল শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করতে হবে, যেন প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা যায়।

ডিজিটাল কলোনি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তবতা। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম অদৃশ্য শৃঙ্খলের বন্দি হয়ে পড়বে। তথ্যের এই যুগে টিকে থাকতে হলে শুধু ব্যবহারকারী নয়, হতে হবে সচেতন নাগরিক।

ওম্মে হাবিবা তৃষা

দর্শন বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

back to top