alt

মুক্ত আলোচনা

‘মতি মামা গেলো ঘরে, রিনি-ঝিনি খেলা করে’

আসফাক বীন রহমান

: শনিবার, ১৪ মে ২০২২

মতি ভাই হ্যাভী মুড নিয়ে ব্যাট ঘুরাতে ঘুরাতে মাঠের পিচে যাচ্ছেন । মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ডেভিড বুন আজিমপুরের ৪২ নাম্বার মাঠে খেলতে নেমে গেছেন । খুব পোজ দিয়ে ষ্টান্স নিয়ে দাঁড়ালেন । বাংলাদেশ জাতীয় দলের পেসার কিশোরদা দৌঁড়ে এসে দুধভাত কোয়ালিটির বলটি ছুঁড়ে দিতেই সামনে-পিছনে দুই বার চেষ্টা করে বলটি টাচ করতেই দর্শকরা উল্লাসে ফেটে পরলো । আবার কোরাস শুরু করলো

‘ মতি মামা ঘোড়া চড়ে, বাঘ ভাল্লুক শিকার করে ।

আজিমপুর কলোনীর ৪২ নম্বর মাঠে ক্রিকেট খেলা হচ্ছে । প্রতি শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মাঠের টিমের মধ্যে ক্রিকেট ম্যাচ হতো । আজকে ২৭ নাম্বার মাঠের টিমে বিমান , সূর্যতরুণ, মোহামেডান-আবাহনী টিমে খেলা এবং জাতীয় দল ঘুরে আসা বেশ কয়েকজন তারকা প্লেয়ার খেলছেন । সারোয়ার ইমরান ভাই , মনির ভাই , মোহাম্মদ আলী এদের অন্যতম । ২৭ নাম্বার মাঠের অন্যান্য প্লেয়াররাও প্রথম বিভাগ ও প্রিমিয়ার লীগে খেলে । এদিকে আমাদের ৪২ নাম্বার মাঠের ফাইভস্টার স্পোর্টিং ক্লাবে আছেন আবাহনী, জিএমসিসি, ইয়াং পেগাসাস , আজাদ স্পোর্টিংয়ের বেশ কয়েকজন প্লেয়ার । এদের মধ্যে অন্যতম কিশোরদা , বাবুল ভাই । খেলার মাঝখানে এলবিডব্লিউ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়ায় একপাশে ইমরান ভাই, কিশোরদা , মনির ভাইয়েরা আম্পায়ারদের সাথে আলাপ-আলোচনা করছেন । দূর থেকে দর্শকরা উনাদের রিলাক্স মুডে হাস্য-পরিহাস দেখে ক্রিকেট যে ভদ্র লোকের খেলা সেটা বুঝতে পারছেন । এই আলাপ আলোচনার ফাঁকে ৪২ নাম্বার বিল্ডিং এর জনপ্রিয় মুখ মতি ভাই মাঠে ঢুকে পড়েন । দর্শকরা করতালি দিয়ে ওনাকে সাদরে গ্রহণ করলেন।

আজিমপুর কলোনীর বড় বড় মাঠগুলোতে আশেপাশের বিল্ডিং এর ছেলেরা খেলতো । তাদের অনেকেই প্রথম বিভাগ, প্রিমিয়ার লীগে খেলতেন । পার্টিহাউজ মাঠে ইয়াং পেগাসাস , আজাদ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা অনেক সকালে প্র্যাকটিস করতেন। ইয়াং পেগাসাস দলের প্রায় সবাই ছিল আজিমপুর কলোনীর ।পুরো কলোনীতে ছিলো একটা শিক্ষা-বান্ধব ,ক্রীড়া -বান্ধব , সাংস্কৃতিক -বান্ধব পরিবেশ । ১২ নাম্বার মাঠের আনিস , ফরহাদ ভাইসহ অসংখ্য প্লেয়ার এখান থেকে উঠে এসেছেন । জাতীয় দলে সেবা দিয়েছেন । এখানে স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়া ছাত্ররা নির্মাণ স্কুল টুর্ণামেন্টে হাতে খড়ি দিয়ে পরবর্তীতে সিনিয়রদের সহযোগিতায় সেকেন্ড ডিভিশন হয়ে ফার্স্ট ডিভিশন ও প্রিমিয়ার লীগে ক্রিকেট খেলতো । চায়না বিল্ডিঙের গলি থেকে আসতেন জি,এম,নওশের প্রিন্স ভাইসহ আরো অনেকে । এরা সবাই তাদের শিক্ষাজীবনে ওয়েস্ট এন্ড হাই স্কুল ,গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,উদয়ন স্কুল , ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পরস্পরের সহপাঠী ; পরবর্তীতে ঢাকা কলেজ ,সিটি কলেজ , জগন্নাথ কলেজ হয়ে ঢাকা ভার্সিটি ,বুয়েট, ডিএমসিতে পড়াশোনার সুবাদে যে কোন সমস্যায় পরস্পরের প্রতি হিংস্র মনোভাব না দেখিয়ে বরং বন্ধুসুলভ সহনশীলতায় অপরকে ছাড় দেয়ার শিক্ষা পেয়েছেন ।

বিকেলে আবার ক্রিকেট গ্রুপ এর পরিবর্তে ফুটবল গ্রুপের আওতায় থাকতো মাঠগুলো । আমরা ২৭ নাম্বার, ১০নাম্বার , কমিউনিটি সেন্টার মাঠে ফুটবল টুর্নামেন্টগুলো দেখতে যেতাম । এই টুর্নামেন্টগুলোর আকর্ষণ ছিল রং-বেরঙের জার্সি পরিহিত প্লেয়াররা । এখান থেকেও উঠে এসেছেন দেশ বরেণ্য অনেক প্লেয়ার। এখানে রহমতগঞ্জ , ফরাসগঞ্জ, লালবাগ , শেখ সাহেব বাজার থেকে অনেক টিম খেলতে আসতো । ফার্স্ট ডিভিশন , সেকেন্ড ডিভিশন ও জাতীয় দলের প্লেয়ারদের দৃষ্টিনন্দন খেলা আমরা সরাসরি উপভোগ করতাম । মোহামেডান ও জাতীয় দলের গোলরক্ষক পনির ভাইয়ের কঠোর পরিশ্রম আমাদেরকে অনুপ্রেরণা দিতো । কোচ মালা ভাই বিভিন্ন মাঠে খেলারত স্কুলছাত্রদের বাজপাখি চোখ দিয়ে পর্যবেক্ষণ করতেন ; পরে তাদের মধ্যে কয়েকজনকে বেছে ওনার কোচিং এর আওতায় নিয়ে আসতেন । কমিউনিটি সেন্টার ও ছাপড়া মসজিদসংলগ্ন এলাকায় টেবিল টেনিস প্লেয়ারদের আনাগোনা ছিল ।

ফুটবল , ক্রিকেট, টেবিল টেনিসের বাইরে ব্যাডমিন্টন ও হকি খেলাও প্রচুর হতো । কিন্তু, ওই সময়ের ট্রেন্ড ছিল মহল্লার মারামারিতে ছেলেপেলেদের হকিস্টিক নিয়ে দৌড়াদৌড়ি । প্রায় টিমেই সবার খেলার জন্য হকিস্টিক থাকতো না । বিভিন্ন হুল্লোড়ে স্টিকগুলো প্রায়ই ভেঙে যেতো । আমাদের দুর্বার ক্রীড়া চক্রের ( শত্রুপক্ষের ভাষ্য দুর্বল ক্রীড়া চক্র ) হকিস্টিকগুলোর প্রায় সবগুলোই সিনিয়ররা মহড়া দিতে গিয়ে ভেঙে ফেলায় এক সময় আমরা লম্বা লাকড়িকে হকিস্টিকের মতো ব্যবহার করে খেলতাম ।

ফুটবল- ক্রিকেটের ফাঁকে- ফুকে মার্বেল ,ডাঙ্গুলী, লাট্টু (লাটিম), বোম্বাস্টিং , সাতচাড়া আর ঘুড্ডি( ঘুড়ি)উড়ানোটাও চলতো । মার্বেল খেলায় কচি-কাঁচাদের ইনভল্বমেন্ট থাকলেও এর মাখন খেতো মিডিয়াম সাইজের ভাইয়েরা (ক্লাশ নাইন-টেন) । বিভিন্ন বাগানের মাঝে মাটিতে গর্ত করে গায়ে - কাপড়ে মাটি লাগিয়ে মার্বেল খেলার মজাটাই আলাদা ! চুগ্গি(খুব ছোট) , ডাগ্গি (খুব বড় ), টেমা (পুরোপুরি গোল নয়) , কামরাঙ্গা (রঙিন ) ইত্যাদি নামের বিভিন্ন শেপের মার্বেল দিয়ে খেলায় হঠাৎ করে মাসুদ ভাই- শিমুল ভাইয়েরা চিলের মতো হানা দিতো । জানে- পরানে মার্বেল ফেলে সবাই ঝেড়ে দৌঁড় । দু-একজনকে হাতেনাতে ধরতে পারলে কান ধরিয়ে দুই-তিনবার উঠ-বস করিয়ে কিছু মার্বেল ড্রেনে ফেলে দিয়ে বাকীগুলো সীজ করতো ।কোন একদিন শিমুল ভাইদের একুরিয়ামে আমাদের মার্বেল দেখে খালাম্মার কাছে বিচার দেয়ায় সবগুলো ফেরত পেয়ে ছিলাম ।

লাটিম খেলাটা বেশ দক্ষতার সাথে খেলতে হতো । খেলোয়াড়দের আশেপাশে বেশ কয়েকজন দর্শকও জুটে যেতো । লালবাগ, চকবাজার থেকে ভালো ভালো বড় সাইজের লাটিম এনে শিমুল ভাইয়েরা তাক লাগিয়ে দিতেন । বোম্বাষ্টিং খেলাটা টেনিস বল দিয়ে ফ্রি-ষ্টাইল খেলা । যে যাকে মারতে পারে ! শরতের সাদা মেঘওয়ালা আকাশটা ভরে যেতো পঙ্খিরাজ , চাঁদিয়াল, ডায়মন্ড ইত্যাদি নামের লাল- নীল -সাদা -সবুজ -বেগুনি ঘুড়িতে । মাঞ্জা দেওয়ার জন্য লালবাগ , নবাবগঞ্জ বাজার পর্যন্ত যেতে হতো । যে যত বড় সাইজের নাটাই ব্যবহার করতো সে ততো বড় কুতুব ! প্রতিটি বিল্ডিং -এর ছাদ থেকে দুই-একজন করে ঘুড়ি উড়াতো । যখন কাটাকাটিতে ছাপ্পা (ভোকাট্টা ) হয়ে যেতো বিরাট একদঙ্গল ছেলে-পুলে হাতে বাঁশের আকশি নিয়ে হৈ- হুল্লোড় করতে করতে ছুটতো। বিরাট আনন্দ !

সন্ধ্যায় রেশন শপের পাশ থেকে ভেসে আসতো গিটারের সাথে সাথে

‘দ্বীপ জালা রাত

জানি আসবে আবার , কেটে যাবে জীবনের

সকল আঁধার ।

কিংবা

‘ আবার এলো যে সন্ধ্যা

শুধু দুজনে ‘- গানের সুর ।

হ্যাপী ভাইয়ের ( হ্যাপী আখন্দ ) ওই গানে পড়ার টেবিলে আমরা উদাস হয়ে যেতাম । বিকাল বা সন্ধ্যায় দুলাল ভাইয়ের কাছে হ্যাপী ভাই, লাকী ভাই ( লাকী আখন্দ ) আসতেন । ১০ নাম্বার ,১২ নাম্বার মাঠের আশে-পাশে কাওসার আহমেদ চৌধুরী বন্ধুদের নিয়ে হাঁটতেন । সব সময় উনার মাথায় একটা টুইড ক্যাপ ; মোটা ফ্রেমের চশমার সাথে সাথে মুচকি হাসি অন্যদের থেকে আলাদা মনে হতো । মনে হতো শার্লক হোমসের বন্ধু ডাঃ ওয়াটসন ।

আমরা দুই ভাই দিনের এক থেকে দেড় ঘণ্টা আমাদের বিল্ডিঙের দুইতলার সিঁড়িতে ক্রিকেট খেলতাম । ইমন ব্যাটিংয়ে খুব ভালো ছিলো । আউট করা যেতো না। বোলিং - ব্যাটিং এর সাথে সাথে দুজনেই সমানে ধারাবিবরণী দিতাম ; " ইমরান খানের আউট স্যুইং -এ কুপোকাত ব্যাটসম্যান", এর পাল্টা জবাব ,"গাভাস্কার দেখেশুনে ব্যাকফুটে অবস্থান নিয়ে সজোরে ছক্কা হাঁকালেন"। মাঝে মাঝে বল পাশের বাসার রাখি আপাদের দরজায় আঘাত হানার সাথে সাথে খালাম্মার বাজখাই কণ্ঠস্বর "এই কেরে বল খেলে"- শুনে ব্যাট-বল ফেলে আমরা একজন উপরতলা অন্যজন নীচতলার সিঁড়িতে চলে যেতাম । খালাম্মা মাঝেমাঝে দরজা খুলে আমাদের বল-ব্যাট সীজ করতেন দশ পনেরো মিনিট পর রাখি আপা দরজা খুলে আস্তে করে আমাদের বল- ব্যাট ফেরত দিতেন। খেলার মাঝে অনেক সময় নীচতলা থেকে ভেসে আসত,"ভাইয়া একটু খেলা থামাও ,আমি আসছি"। সামিনা নবি অথবা ফাহমিদা নবি আপা রাখি আপার বান্ধবী । দুজনকে একইরকম মনে হতো । কখনো কখনো চায়না বিল্ডিঙের গলি, ছাপড়া মসজিদ এর আশেপাশে দেখতাম ঝাঁকড়া চুলের ভাস্কর রাসা, সকাল-সন্ধ্যার মাখনা ভাই কিংবা গায়ক আজম খানকে ।কবরস্থান সংলগ্ন নিউ পল্টন গলি দিয়ে উন্মাদের আহসান হাবিব ভাইকে দেখলে মনটা আনন্দে ভরে যেতো। এক নাম্বার বিল্ডিং এ সকাল-সন্ধ্যার রচয়িতা বেগম মমতাজ হোসেন আর হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি নাটক জনপ্রিয় হবার পর এর পরিচালক মোস্তাফিজুর রহমান সাহেব পোস্টাল কলোনীসংলগ্ন যে বিল্ডিঙে থাকতেন সেটাও দ্রষ্টব্য হয়ে উঠে । পলাশীর আশেপাশে মাঝে মাঝে হেঁটে যেতে দেখতাম কবি নির্মলেন্দু গুণ ,মহাদেব সাহাকে ।উনাদের কালচে এবং সোনালী লম্বা চুল খুব আকর্ষণীয় ছিল । মাঝে মাঝে মনে হতো এগুলো সত্তিকারের চুল নাকি নকল !

সন্ধ্যায় আব্বা-আম্মার সাথে হোম ইকোনমিক্স কলেজ সংলগ্ন কলোনীর উত্তর পাশের খালার বাসা থেকে ফেরত আসার সময় বেবি আইসক্রিম মোড় পেরোতেই কানে ভেসে আসতো

‘ একটা চাবি মাইরা

দিছে ছাইড়া

জনম ভইরা চলতে আছে ,

মন একটা দেহ ঘড়ি-ই-ই-ই।।’

একটু এগোতেই আজিমপুর স্কুল ,আজিমপুর মেটারনিটি। আরো প্রবল হয়ে কানে বাজে গানের শব্দ। সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মার্কেটের স্টুডিও হিলটনের পাশে তেঁতুল গাছের নীচে আব্দুর রহমান বয়াতী সঙ্গী-সাথীদের নিয়ে উদাত্ত কণ্ঠে একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন । ডুগি-হারমোনিয়াম-করতালের সুরে আচ্ছন্ন উনাকে ঘিরে গোল হয়ে দাঁড়ানো একদল মানুষ । আম্মা মাঝে মাঝে রিকশা থামিয়ে গান শুনতে চাইলেও আব্বা রাজী ছিলেন না । সবাই আমাদের কত আপন ছিলেন ।

কমিউনিটি সেন্টারের পশ্চিম দিকে ছিলো একটি বিশাল পুকুর । সন্ধ্যার পর এলাকাটি খুবই নির্জন হয়ে যেতো। পুকুরের পশ্চিমে আজিমপুর কবরস্থান ,উত্তরে আজিমপুর লেডিস ক্লাব, অগ্রনি স্কুল তারও উত্তরে পার্টিহাউজ মাঠ। নির্জনতা পুরো এলাকাকে সন্ধ্যার পর রহস্যময় করে তুলতো । এত সিকিউরড এলাকা হবার পরও কিছু কিছু অঘটন ঘটে যেতো এই পুকুরকে ঘিরে । পরবর্তীতে এই পুকুর ভরাট করে জজেস কোয়ার্টার তৈরি হয় । কমিউনিটি সেন্টার মাঠে ছেলেরা খেলা শেষ করে ইচ্ছে করেই ফুটবলটিকে কিক করে পুকুরে ফেলতো । এযেনো বাংলা রচনার সেই ’ গরুকে নদীতে ফেলা’! ভাবটা এমন বলটা হঠাৎ করেই পড়ে গেছে । বল উঠাতেতো কাউকে নামতেই হয় ! যেহেতু ভয়ঙ্কর এলাকা এজন্য একজন নামলেতো হয় না ! তাই, দলেবলে পুরো ব্যাটেলিয়ানই নেমে পড়তো; হুটোপুটি করে বাসায় ফিরতো ।

টিনের তৈরি দৃষ্টিনন্দন পার্টিহাউজ কলোনীর পূর্বে বিশাল একটি পুকুর ,দক্ষিনে পার্টিহাউজ মাঠ এবং এর পূর্বে ছোট গোল তৃতীয় পুকুরটি আজিমপুর কলোনীর ভিতরে গ্রামীণ পরিবেশ তৈরি করেছিল । ছাপড়া মসজিদ থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত অসংখ্য কৃষ্ণচূড়া, কনকচূড়া, জারুল গাছ গরমের দিনে এলাকাটিকে সম্পূর্ণ রঙিন করে তুলতো ।প্রায় প্রতিটি বাগানে ছিলো সজনে,আতাসহ বিভিন্ন ধরনের সবজী ও ফলগাছ। কোপারেটিভ শপ থেকে শুরু করে আরো উত্তরে বিশাল বিশাল আকাশমনি ,কড়ই, কদম ও ছাতার মতো কাঠবাদাম গাছ কলোনীটিকে আশেপাশের লালবাগ- শেখ সাহেব বাজার এলাকার লোকজনের হাঁটাহাঁটি এবং জগিংয়ের অন্যতম স্পট করে দিয়েছিল । সন্ধ্যার পর কমিউনিটি সেন্টার লাগোয়া আজব বিল্ডিংয়ের কোনায় ‘নোয়াখাইল্লা মামুর চটপটি’ খাবার জন্য ইডেন -হোম ইকোনমিক্স কলেজের মেয়েরা ভীড় জমাতো । আজিমপুর গার্লস স্কুলের উত্তর দিকে পলাশী ব্যারাকের টিনের কোয়ার্টারকে মনে হতো মফস্বল বা গ্রামের একটি বিশাল সেটআপ । প্রচুর গাছ ও বাগান এই এলাকাটিকে খুবই মনোহর করে তুলেছিল ।

লিটিল এন্জেলস স্কুলের আশে পাশে পুলিশ কর্মকর্তাদের বাসা, নিউমার্কেট ঘেঁষে উত্তর সীমান্তে ডাক বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি সেন্টারসংলগ্ন জজ সাহেবের বাসা বরাদ্দ ছিলো । আজিমপুরের নব্বইটি বিল্ডিং- এর মধ্যে ব্যতিক্রম ছিল ‘আজব বিল্ডিং’ । কমিউনিটি সেন্টারসংলগ্ন এই ডুপ্লেক্স কলোনীটি ছিলো ষাট-সত্তর দশকের একটি বিষ্ময় । কনসেপ্টটিই ছিলো আলাদা । আমরা কলোনীর অন্যান্য ফ্ল্যাটে যারা থাকতাম তারা ‘ আজব বিল্ডিং’ এর নীচতলা থেকে‘ উঁকিঝুঁকি’ দিয়ে দেখার চেষ্টা করতাম বাসার ভিতর সিঁড়ি দিয়ে কিভাবে দুই তলায় উঠে যাওয়া যায় !

তৎকালীন সময়ে চীনাদের বাড়ির আদলে তৈরি চায়না বিল্ডিংটা ছিল বেশ বড়। একটা টানা বারান্দা হতে একের পর এক ফ্ল্যাট। চায়না বিল্ডিঙের ছাদে আমরা ক’জন দাবারু বন্ধু ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলতাম। মাঝে মাঝে ঐ বিল্ডিঙে থাকা আম্মার কলিগ লাইলি খালার মেয়ে উর্মি আপা খেলার গতিপ্রকৃতি দেখে যেতেন -বলতেন ,"তোর হাতি- ঘোড়া সবই তো কেটে ফেললো, কিভাবে জিতবি ?" কী মায়া আর উদ্বিগ্নতা । কোথায় পাবো ?

[লেখক: সহকারী অধ্যাপক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।]

মুজিবনগরে স্বাধীনতার সূর্যোদয়

বঙ্গাব্দ প্রচলনের ইতিকথা

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব

কেউতো অপেক্ষায় নেই

ফরগেট মি নট

ছবি

বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীমা শিল্পের গুরুত্ব

একুশে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের দিন

দিদি, আপা, “বু” খালা

হিজল-করচ-আড়াংবন

ছবি

শেখ হাসিনা, এক উৎসারিত আলোকধারা

মনমাঝি

সেই ইটনা

ছবি

আংকর ওয়াট : উন্নত সভ্যতার স্মৃতিচিহ্ন যেখানে

নিয়ত ও নিয়তি

হারিয়ে যাওয়া ট্রেন

টম সয়ার না রবিনহুড

ছবি

‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি তোমার সাথে’

বাংলাদেশ-জাপান সহযোগিতা স্মারক: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনন্য মাইলফলক

রাষ্ট্রের কূটনৈতিক মিশনের পরিবর্তন আশু প্রয়োজন

কুয়েতের জীবনযাত্রার সাতকাহন: পর্ব-১-বিয়ে

বিবেকের লড়াই

ছবি

ছবি যেন শুধু ছবি নয়

বাত ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা

ছবি

স্বাধীন স্বদেশে মুক্ত বঙ্গবন্ধু

ছবি

মহান নেতার স্বভূমিতে ফিরে আসা

ছবি

মেট্রোরেল : প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফসল

ছবি

আমার মা

ডিজিটাল বাংলাদেশ: প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি

ছবি

৩ নভেম্বর: ১৫ আগস্টের হত্যাকান্ডের ধারাবাহিকতা

দেশের ইতিহাসে কলঙ্কজনক দ্বিতীয় অধ্যায়

এইচ এস সি ও সমমান পরীক্ষার্থীদের অনুশীলন

ছবি

ত্রিশ বছর পূর্তিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

শিল্প কারখানার পানি সম্পদ ব্যবস্থাপনায় এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং

অসুর: এক পরাজিত বিপ্লবী

অসুর জাতির ইতিহাস

tab

মুক্ত আলোচনা

‘মতি মামা গেলো ঘরে, রিনি-ঝিনি খেলা করে’

আসফাক বীন রহমান

শনিবার, ১৪ মে ২০২২

মতি ভাই হ্যাভী মুড নিয়ে ব্যাট ঘুরাতে ঘুরাতে মাঠের পিচে যাচ্ছেন । মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ডেভিড বুন আজিমপুরের ৪২ নাম্বার মাঠে খেলতে নেমে গেছেন । খুব পোজ দিয়ে ষ্টান্স নিয়ে দাঁড়ালেন । বাংলাদেশ জাতীয় দলের পেসার কিশোরদা দৌঁড়ে এসে দুধভাত কোয়ালিটির বলটি ছুঁড়ে দিতেই সামনে-পিছনে দুই বার চেষ্টা করে বলটি টাচ করতেই দর্শকরা উল্লাসে ফেটে পরলো । আবার কোরাস শুরু করলো

‘ মতি মামা ঘোড়া চড়ে, বাঘ ভাল্লুক শিকার করে ।

আজিমপুর কলোনীর ৪২ নম্বর মাঠে ক্রিকেট খেলা হচ্ছে । প্রতি শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মাঠের টিমের মধ্যে ক্রিকেট ম্যাচ হতো । আজকে ২৭ নাম্বার মাঠের টিমে বিমান , সূর্যতরুণ, মোহামেডান-আবাহনী টিমে খেলা এবং জাতীয় দল ঘুরে আসা বেশ কয়েকজন তারকা প্লেয়ার খেলছেন । সারোয়ার ইমরান ভাই , মনির ভাই , মোহাম্মদ আলী এদের অন্যতম । ২৭ নাম্বার মাঠের অন্যান্য প্লেয়াররাও প্রথম বিভাগ ও প্রিমিয়ার লীগে খেলে । এদিকে আমাদের ৪২ নাম্বার মাঠের ফাইভস্টার স্পোর্টিং ক্লাবে আছেন আবাহনী, জিএমসিসি, ইয়াং পেগাসাস , আজাদ স্পোর্টিংয়ের বেশ কয়েকজন প্লেয়ার । এদের মধ্যে অন্যতম কিশোরদা , বাবুল ভাই । খেলার মাঝখানে এলবিডব্লিউ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়ায় একপাশে ইমরান ভাই, কিশোরদা , মনির ভাইয়েরা আম্পায়ারদের সাথে আলাপ-আলোচনা করছেন । দূর থেকে দর্শকরা উনাদের রিলাক্স মুডে হাস্য-পরিহাস দেখে ক্রিকেট যে ভদ্র লোকের খেলা সেটা বুঝতে পারছেন । এই আলাপ আলোচনার ফাঁকে ৪২ নাম্বার বিল্ডিং এর জনপ্রিয় মুখ মতি ভাই মাঠে ঢুকে পড়েন । দর্শকরা করতালি দিয়ে ওনাকে সাদরে গ্রহণ করলেন।

আজিমপুর কলোনীর বড় বড় মাঠগুলোতে আশেপাশের বিল্ডিং এর ছেলেরা খেলতো । তাদের অনেকেই প্রথম বিভাগ, প্রিমিয়ার লীগে খেলতেন । পার্টিহাউজ মাঠে ইয়াং পেগাসাস , আজাদ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা অনেক সকালে প্র্যাকটিস করতেন। ইয়াং পেগাসাস দলের প্রায় সবাই ছিল আজিমপুর কলোনীর ।পুরো কলোনীতে ছিলো একটা শিক্ষা-বান্ধব ,ক্রীড়া -বান্ধব , সাংস্কৃতিক -বান্ধব পরিবেশ । ১২ নাম্বার মাঠের আনিস , ফরহাদ ভাইসহ অসংখ্য প্লেয়ার এখান থেকে উঠে এসেছেন । জাতীয় দলে সেবা দিয়েছেন । এখানে স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়া ছাত্ররা নির্মাণ স্কুল টুর্ণামেন্টে হাতে খড়ি দিয়ে পরবর্তীতে সিনিয়রদের সহযোগিতায় সেকেন্ড ডিভিশন হয়ে ফার্স্ট ডিভিশন ও প্রিমিয়ার লীগে ক্রিকেট খেলতো । চায়না বিল্ডিঙের গলি থেকে আসতেন জি,এম,নওশের প্রিন্স ভাইসহ আরো অনেকে । এরা সবাই তাদের শিক্ষাজীবনে ওয়েস্ট এন্ড হাই স্কুল ,গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,উদয়ন স্কুল , ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পরস্পরের সহপাঠী ; পরবর্তীতে ঢাকা কলেজ ,সিটি কলেজ , জগন্নাথ কলেজ হয়ে ঢাকা ভার্সিটি ,বুয়েট, ডিএমসিতে পড়াশোনার সুবাদে যে কোন সমস্যায় পরস্পরের প্রতি হিংস্র মনোভাব না দেখিয়ে বরং বন্ধুসুলভ সহনশীলতায় অপরকে ছাড় দেয়ার শিক্ষা পেয়েছেন ।

বিকেলে আবার ক্রিকেট গ্রুপ এর পরিবর্তে ফুটবল গ্রুপের আওতায় থাকতো মাঠগুলো । আমরা ২৭ নাম্বার, ১০নাম্বার , কমিউনিটি সেন্টার মাঠে ফুটবল টুর্নামেন্টগুলো দেখতে যেতাম । এই টুর্নামেন্টগুলোর আকর্ষণ ছিল রং-বেরঙের জার্সি পরিহিত প্লেয়াররা । এখান থেকেও উঠে এসেছেন দেশ বরেণ্য অনেক প্লেয়ার। এখানে রহমতগঞ্জ , ফরাসগঞ্জ, লালবাগ , শেখ সাহেব বাজার থেকে অনেক টিম খেলতে আসতো । ফার্স্ট ডিভিশন , সেকেন্ড ডিভিশন ও জাতীয় দলের প্লেয়ারদের দৃষ্টিনন্দন খেলা আমরা সরাসরি উপভোগ করতাম । মোহামেডান ও জাতীয় দলের গোলরক্ষক পনির ভাইয়ের কঠোর পরিশ্রম আমাদেরকে অনুপ্রেরণা দিতো । কোচ মালা ভাই বিভিন্ন মাঠে খেলারত স্কুলছাত্রদের বাজপাখি চোখ দিয়ে পর্যবেক্ষণ করতেন ; পরে তাদের মধ্যে কয়েকজনকে বেছে ওনার কোচিং এর আওতায় নিয়ে আসতেন । কমিউনিটি সেন্টার ও ছাপড়া মসজিদসংলগ্ন এলাকায় টেবিল টেনিস প্লেয়ারদের আনাগোনা ছিল ।

ফুটবল , ক্রিকেট, টেবিল টেনিসের বাইরে ব্যাডমিন্টন ও হকি খেলাও প্রচুর হতো । কিন্তু, ওই সময়ের ট্রেন্ড ছিল মহল্লার মারামারিতে ছেলেপেলেদের হকিস্টিক নিয়ে দৌড়াদৌড়ি । প্রায় টিমেই সবার খেলার জন্য হকিস্টিক থাকতো না । বিভিন্ন হুল্লোড়ে স্টিকগুলো প্রায়ই ভেঙে যেতো । আমাদের দুর্বার ক্রীড়া চক্রের ( শত্রুপক্ষের ভাষ্য দুর্বল ক্রীড়া চক্র ) হকিস্টিকগুলোর প্রায় সবগুলোই সিনিয়ররা মহড়া দিতে গিয়ে ভেঙে ফেলায় এক সময় আমরা লম্বা লাকড়িকে হকিস্টিকের মতো ব্যবহার করে খেলতাম ।

ফুটবল- ক্রিকেটের ফাঁকে- ফুকে মার্বেল ,ডাঙ্গুলী, লাট্টু (লাটিম), বোম্বাস্টিং , সাতচাড়া আর ঘুড্ডি( ঘুড়ি)উড়ানোটাও চলতো । মার্বেল খেলায় কচি-কাঁচাদের ইনভল্বমেন্ট থাকলেও এর মাখন খেতো মিডিয়াম সাইজের ভাইয়েরা (ক্লাশ নাইন-টেন) । বিভিন্ন বাগানের মাঝে মাটিতে গর্ত করে গায়ে - কাপড়ে মাটি লাগিয়ে মার্বেল খেলার মজাটাই আলাদা ! চুগ্গি(খুব ছোট) , ডাগ্গি (খুব বড় ), টেমা (পুরোপুরি গোল নয়) , কামরাঙ্গা (রঙিন ) ইত্যাদি নামের বিভিন্ন শেপের মার্বেল দিয়ে খেলায় হঠাৎ করে মাসুদ ভাই- শিমুল ভাইয়েরা চিলের মতো হানা দিতো । জানে- পরানে মার্বেল ফেলে সবাই ঝেড়ে দৌঁড় । দু-একজনকে হাতেনাতে ধরতে পারলে কান ধরিয়ে দুই-তিনবার উঠ-বস করিয়ে কিছু মার্বেল ড্রেনে ফেলে দিয়ে বাকীগুলো সীজ করতো ।কোন একদিন শিমুল ভাইদের একুরিয়ামে আমাদের মার্বেল দেখে খালাম্মার কাছে বিচার দেয়ায় সবগুলো ফেরত পেয়ে ছিলাম ।

লাটিম খেলাটা বেশ দক্ষতার সাথে খেলতে হতো । খেলোয়াড়দের আশেপাশে বেশ কয়েকজন দর্শকও জুটে যেতো । লালবাগ, চকবাজার থেকে ভালো ভালো বড় সাইজের লাটিম এনে শিমুল ভাইয়েরা তাক লাগিয়ে দিতেন । বোম্বাষ্টিং খেলাটা টেনিস বল দিয়ে ফ্রি-ষ্টাইল খেলা । যে যাকে মারতে পারে ! শরতের সাদা মেঘওয়ালা আকাশটা ভরে যেতো পঙ্খিরাজ , চাঁদিয়াল, ডায়মন্ড ইত্যাদি নামের লাল- নীল -সাদা -সবুজ -বেগুনি ঘুড়িতে । মাঞ্জা দেওয়ার জন্য লালবাগ , নবাবগঞ্জ বাজার পর্যন্ত যেতে হতো । যে যত বড় সাইজের নাটাই ব্যবহার করতো সে ততো বড় কুতুব ! প্রতিটি বিল্ডিং -এর ছাদ থেকে দুই-একজন করে ঘুড়ি উড়াতো । যখন কাটাকাটিতে ছাপ্পা (ভোকাট্টা ) হয়ে যেতো বিরাট একদঙ্গল ছেলে-পুলে হাতে বাঁশের আকশি নিয়ে হৈ- হুল্লোড় করতে করতে ছুটতো। বিরাট আনন্দ !

সন্ধ্যায় রেশন শপের পাশ থেকে ভেসে আসতো গিটারের সাথে সাথে

‘দ্বীপ জালা রাত

জানি আসবে আবার , কেটে যাবে জীবনের

সকল আঁধার ।

কিংবা

‘ আবার এলো যে সন্ধ্যা

শুধু দুজনে ‘- গানের সুর ।

হ্যাপী ভাইয়ের ( হ্যাপী আখন্দ ) ওই গানে পড়ার টেবিলে আমরা উদাস হয়ে যেতাম । বিকাল বা সন্ধ্যায় দুলাল ভাইয়ের কাছে হ্যাপী ভাই, লাকী ভাই ( লাকী আখন্দ ) আসতেন । ১০ নাম্বার ,১২ নাম্বার মাঠের আশে-পাশে কাওসার আহমেদ চৌধুরী বন্ধুদের নিয়ে হাঁটতেন । সব সময় উনার মাথায় একটা টুইড ক্যাপ ; মোটা ফ্রেমের চশমার সাথে সাথে মুচকি হাসি অন্যদের থেকে আলাদা মনে হতো । মনে হতো শার্লক হোমসের বন্ধু ডাঃ ওয়াটসন ।

আমরা দুই ভাই দিনের এক থেকে দেড় ঘণ্টা আমাদের বিল্ডিঙের দুইতলার সিঁড়িতে ক্রিকেট খেলতাম । ইমন ব্যাটিংয়ে খুব ভালো ছিলো । আউট করা যেতো না। বোলিং - ব্যাটিং এর সাথে সাথে দুজনেই সমানে ধারাবিবরণী দিতাম ; " ইমরান খানের আউট স্যুইং -এ কুপোকাত ব্যাটসম্যান", এর পাল্টা জবাব ,"গাভাস্কার দেখেশুনে ব্যাকফুটে অবস্থান নিয়ে সজোরে ছক্কা হাঁকালেন"। মাঝে মাঝে বল পাশের বাসার রাখি আপাদের দরজায় আঘাত হানার সাথে সাথে খালাম্মার বাজখাই কণ্ঠস্বর "এই কেরে বল খেলে"- শুনে ব্যাট-বল ফেলে আমরা একজন উপরতলা অন্যজন নীচতলার সিঁড়িতে চলে যেতাম । খালাম্মা মাঝেমাঝে দরজা খুলে আমাদের বল-ব্যাট সীজ করতেন দশ পনেরো মিনিট পর রাখি আপা দরজা খুলে আস্তে করে আমাদের বল- ব্যাট ফেরত দিতেন। খেলার মাঝে অনেক সময় নীচতলা থেকে ভেসে আসত,"ভাইয়া একটু খেলা থামাও ,আমি আসছি"। সামিনা নবি অথবা ফাহমিদা নবি আপা রাখি আপার বান্ধবী । দুজনকে একইরকম মনে হতো । কখনো কখনো চায়না বিল্ডিঙের গলি, ছাপড়া মসজিদ এর আশেপাশে দেখতাম ঝাঁকড়া চুলের ভাস্কর রাসা, সকাল-সন্ধ্যার মাখনা ভাই কিংবা গায়ক আজম খানকে ।কবরস্থান সংলগ্ন নিউ পল্টন গলি দিয়ে উন্মাদের আহসান হাবিব ভাইকে দেখলে মনটা আনন্দে ভরে যেতো। এক নাম্বার বিল্ডিং এ সকাল-সন্ধ্যার রচয়িতা বেগম মমতাজ হোসেন আর হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি নাটক জনপ্রিয় হবার পর এর পরিচালক মোস্তাফিজুর রহমান সাহেব পোস্টাল কলোনীসংলগ্ন যে বিল্ডিঙে থাকতেন সেটাও দ্রষ্টব্য হয়ে উঠে । পলাশীর আশেপাশে মাঝে মাঝে হেঁটে যেতে দেখতাম কবি নির্মলেন্দু গুণ ,মহাদেব সাহাকে ।উনাদের কালচে এবং সোনালী লম্বা চুল খুব আকর্ষণীয় ছিল । মাঝে মাঝে মনে হতো এগুলো সত্তিকারের চুল নাকি নকল !

সন্ধ্যায় আব্বা-আম্মার সাথে হোম ইকোনমিক্স কলেজ সংলগ্ন কলোনীর উত্তর পাশের খালার বাসা থেকে ফেরত আসার সময় বেবি আইসক্রিম মোড় পেরোতেই কানে ভেসে আসতো

‘ একটা চাবি মাইরা

দিছে ছাইড়া

জনম ভইরা চলতে আছে ,

মন একটা দেহ ঘড়ি-ই-ই-ই।।’

একটু এগোতেই আজিমপুর স্কুল ,আজিমপুর মেটারনিটি। আরো প্রবল হয়ে কানে বাজে গানের শব্দ। সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মার্কেটের স্টুডিও হিলটনের পাশে তেঁতুল গাছের নীচে আব্দুর রহমান বয়াতী সঙ্গী-সাথীদের নিয়ে উদাত্ত কণ্ঠে একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন । ডুগি-হারমোনিয়াম-করতালের সুরে আচ্ছন্ন উনাকে ঘিরে গোল হয়ে দাঁড়ানো একদল মানুষ । আম্মা মাঝে মাঝে রিকশা থামিয়ে গান শুনতে চাইলেও আব্বা রাজী ছিলেন না । সবাই আমাদের কত আপন ছিলেন ।

কমিউনিটি সেন্টারের পশ্চিম দিকে ছিলো একটি বিশাল পুকুর । সন্ধ্যার পর এলাকাটি খুবই নির্জন হয়ে যেতো। পুকুরের পশ্চিমে আজিমপুর কবরস্থান ,উত্তরে আজিমপুর লেডিস ক্লাব, অগ্রনি স্কুল তারও উত্তরে পার্টিহাউজ মাঠ। নির্জনতা পুরো এলাকাকে সন্ধ্যার পর রহস্যময় করে তুলতো । এত সিকিউরড এলাকা হবার পরও কিছু কিছু অঘটন ঘটে যেতো এই পুকুরকে ঘিরে । পরবর্তীতে এই পুকুর ভরাট করে জজেস কোয়ার্টার তৈরি হয় । কমিউনিটি সেন্টার মাঠে ছেলেরা খেলা শেষ করে ইচ্ছে করেই ফুটবলটিকে কিক করে পুকুরে ফেলতো । এযেনো বাংলা রচনার সেই ’ গরুকে নদীতে ফেলা’! ভাবটা এমন বলটা হঠাৎ করেই পড়ে গেছে । বল উঠাতেতো কাউকে নামতেই হয় ! যেহেতু ভয়ঙ্কর এলাকা এজন্য একজন নামলেতো হয় না ! তাই, দলেবলে পুরো ব্যাটেলিয়ানই নেমে পড়তো; হুটোপুটি করে বাসায় ফিরতো ।

টিনের তৈরি দৃষ্টিনন্দন পার্টিহাউজ কলোনীর পূর্বে বিশাল একটি পুকুর ,দক্ষিনে পার্টিহাউজ মাঠ এবং এর পূর্বে ছোট গোল তৃতীয় পুকুরটি আজিমপুর কলোনীর ভিতরে গ্রামীণ পরিবেশ তৈরি করেছিল । ছাপড়া মসজিদ থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত অসংখ্য কৃষ্ণচূড়া, কনকচূড়া, জারুল গাছ গরমের দিনে এলাকাটিকে সম্পূর্ণ রঙিন করে তুলতো ।প্রায় প্রতিটি বাগানে ছিলো সজনে,আতাসহ বিভিন্ন ধরনের সবজী ও ফলগাছ। কোপারেটিভ শপ থেকে শুরু করে আরো উত্তরে বিশাল বিশাল আকাশমনি ,কড়ই, কদম ও ছাতার মতো কাঠবাদাম গাছ কলোনীটিকে আশেপাশের লালবাগ- শেখ সাহেব বাজার এলাকার লোকজনের হাঁটাহাঁটি এবং জগিংয়ের অন্যতম স্পট করে দিয়েছিল । সন্ধ্যার পর কমিউনিটি সেন্টার লাগোয়া আজব বিল্ডিংয়ের কোনায় ‘নোয়াখাইল্লা মামুর চটপটি’ খাবার জন্য ইডেন -হোম ইকোনমিক্স কলেজের মেয়েরা ভীড় জমাতো । আজিমপুর গার্লস স্কুলের উত্তর দিকে পলাশী ব্যারাকের টিনের কোয়ার্টারকে মনে হতো মফস্বল বা গ্রামের একটি বিশাল সেটআপ । প্রচুর গাছ ও বাগান এই এলাকাটিকে খুবই মনোহর করে তুলেছিল ।

লিটিল এন্জেলস স্কুলের আশে পাশে পুলিশ কর্মকর্তাদের বাসা, নিউমার্কেট ঘেঁষে উত্তর সীমান্তে ডাক বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি সেন্টারসংলগ্ন জজ সাহেবের বাসা বরাদ্দ ছিলো । আজিমপুরের নব্বইটি বিল্ডিং- এর মধ্যে ব্যতিক্রম ছিল ‘আজব বিল্ডিং’ । কমিউনিটি সেন্টারসংলগ্ন এই ডুপ্লেক্স কলোনীটি ছিলো ষাট-সত্তর দশকের একটি বিষ্ময় । কনসেপ্টটিই ছিলো আলাদা । আমরা কলোনীর অন্যান্য ফ্ল্যাটে যারা থাকতাম তারা ‘ আজব বিল্ডিং’ এর নীচতলা থেকে‘ উঁকিঝুঁকি’ দিয়ে দেখার চেষ্টা করতাম বাসার ভিতর সিঁড়ি দিয়ে কিভাবে দুই তলায় উঠে যাওয়া যায় !

তৎকালীন সময়ে চীনাদের বাড়ির আদলে তৈরি চায়না বিল্ডিংটা ছিল বেশ বড়। একটা টানা বারান্দা হতে একের পর এক ফ্ল্যাট। চায়না বিল্ডিঙের ছাদে আমরা ক’জন দাবারু বন্ধু ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলতাম। মাঝে মাঝে ঐ বিল্ডিঙে থাকা আম্মার কলিগ লাইলি খালার মেয়ে উর্মি আপা খেলার গতিপ্রকৃতি দেখে যেতেন -বলতেন ,"তোর হাতি- ঘোড়া সবই তো কেটে ফেললো, কিভাবে জিতবি ?" কী মায়া আর উদ্বিগ্নতা । কোথায় পাবো ?

[লেখক: সহকারী অধ্যাপক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।]

back to top