আজ বৃহস্পতিবার সকালে বায়ুদূষণের মাত্রা অনুযায়ী বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ২১৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ভারতের কলকাতা ৩১০ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে ছিল।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক সূচকের মাধ্যমে মানুষের কাছে দূষণের তথ্য সরবরাহ করে।
এ সপ্তাহে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বিশেষত সোমবার ও বৃহস্পতিবার ছিল বিপজ্জনক পর্যায়ে। বায়ুমান ৩০০-এর ওপরে গেলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আজ ঢাকার বায়ুর প্রধান দূষণকারী উপাদান হলো পিএম ২.৫, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ২৬ শতাংশ বেশি। রাজধানীর যেসব এলাকায় আজ দূষণের মাত্রা সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৭২), মহাখালীর আইসিডিডিআরবি (২৩০) এবং কল্যাণপুর (২২৭)।
এছাড়া দেশের অন্য বিভাগীয় শহরগুলোতেও বায়ুদূষণ উদ্বেগজনক। আজ রাজশাহীতে বায়ুমান ছিল ১৬৮, খুলনায় ১৬৬, রংপুরে ১৬৫, ময়মনসিংহে ১৫৮, বরিশালে ১৪১ এবং চট্টগ্রামে ১৩৫।
আইকিউএয়ার দূষণ থেকে রক্ষার জন্য পরামর্শ দিয়েছে, বাইরে গেলে মাস্ক পরা, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা বন্ধ রাখার জন্য।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
আজ বৃহস্পতিবার সকালে বায়ুদূষণের মাত্রা অনুযায়ী বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ২১৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ভারতের কলকাতা ৩১০ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে ছিল।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক সূচকের মাধ্যমে মানুষের কাছে দূষণের তথ্য সরবরাহ করে।
এ সপ্তাহে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বিশেষত সোমবার ও বৃহস্পতিবার ছিল বিপজ্জনক পর্যায়ে। বায়ুমান ৩০০-এর ওপরে গেলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আজ ঢাকার বায়ুর প্রধান দূষণকারী উপাদান হলো পিএম ২.৫, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ২৬ শতাংশ বেশি। রাজধানীর যেসব এলাকায় আজ দূষণের মাত্রা সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৭২), মহাখালীর আইসিডিডিআরবি (২৩০) এবং কল্যাণপুর (২২৭)।
এছাড়া দেশের অন্য বিভাগীয় শহরগুলোতেও বায়ুদূষণ উদ্বেগজনক। আজ রাজশাহীতে বায়ুমান ছিল ১৬৮, খুলনায় ১৬৬, রংপুরে ১৬৫, ময়মনসিংহে ১৫৮, বরিশালে ১৪১ এবং চট্টগ্রামে ১৩৫।
আইকিউএয়ার দূষণ থেকে রক্ষার জন্য পরামর্শ দিয়েছে, বাইরে গেলে মাস্ক পরা, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা বন্ধ রাখার জন্য।