alt

সারাদেশ

ডেঙ্গু : প্রতিদিনই রেকর্ড ভাঙছে

একদিনে মৃত্যু ১৯, আক্রান্ত ১৭৯২

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ১৯ জুলাই ২০২৩

হাসপাতালে সিট নেই, ফ্লোরেও জায়গা নেই। বাড়ছে ডেঙ্গু রোগী -সংবাদ

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে সারাদেশে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ। এতে মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৯২ জনে। বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, সেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯২২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৮৭০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে আরও ১৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৫৫২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকার বাইরে ২ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৭৯২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯৪ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। এদিকে, ভাইরাসবাহী ও সংক্রমণক্ষম এডিস মশা ভয়াবহ আকার ধারণ করছে। সপ্তাহে প্রতিদিন উপযুক্ত ও কার্যকরী কীটনাশক জরুরিভাবে না দিলে আক্রান্ত ও মৃত্যু আরও বাড়বে। এটাকে ঠেকানো যাবে না। এখন বাসাবাড়ি পরিদর্শন করে ব্যবস্থা নেয়া দরকার। আর নিয়মিত মশার লার্ভা দমন না করলে এ মশা যাকে কামড় দিবে হাসপাতালে যেতে হবে। তার জন্য ঝুঁকিও বেশি। এদিকে, দেশজুড়ে ডেঙ্গুর বিস্তারের এ সময়ে কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি-বেসরকারি সব অফিসে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এরপরও কোথাও পরিদর্শনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে করা হবে জরিমানা। বুধবার (১৯ জুলাই) সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ের ‘ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে’ গৃহীত কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু নিয়ে সচেতন করতে চিঠি পাঠাবে স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন।

সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সব সরকারি অফিসগুলোকে আজকে চিঠি দেন, এই মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। সরকারি অফিস মশা প্রজনন করছে। বেসরকারি অফিসেও একই ভাবে মশা প্রজনন হচ্ছে। তথ্য আছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয়। কিন্তু সেখানে মশা হচ্ছে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্থানীয় সরকারমন্ত্রীকে বলেন, আমরা অফিসগুলোকে চিঠি পাঠাব, আপনারাও মন্ত্রণালয় থেকে চিঠি দেন। যাতে কোথাও লার্ভা পেলেই আমরা ব্যবস্থা নিতে পারি।

থানাগুলোতে মশার লার্ভা প্রজনন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেন। জব্দকৃত যানবাহনসহ টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে, সেখানে ফাইন (জরিমানা) করার ব্যবস্থা করেন। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে সিটি করপোরেশনের কর্মীরা প্রথমবার তা পরিষ্কার করে দেবে। এরপর তা পাওয়া গেলে জরিমানা করা হবে। তারপরও লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হবে বলে জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, বারবার সতর্ক করার পরও যারা মশার প্রজনন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কোন উপায় নেই। হাসপাতালের আশপাশে মশা প্রজনন হয় জানিয়ে তিনি বলেন, এটা হতে পারে না। এছাড়া ‘তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’-এ এসএমএম বিটিআরসির মাধ্যমে সবার মোবাইলে পাঠানোর সিদ্ধান্তও এসেছে সভায়। ডেঙ্গুর জন্য ডেডিকেটেড হাসপাতাল করা হবে কি না প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশেনের হাসপাতাল চালু করতে বলেছি। সেখানে ৮০০-৯০০ রোগীর চিকিৎসা করা সম্ভব। মুগদাসহ আরও অনেকগুলো হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা করা হচ্ছে।

যদি একজন লোকও আক্রান্ত না হয় এবং একজন লোকও যদি মৃত্যুবরণ না করে তবেই আমি নিজেকে সফল বলে দাবি করব। এখন পর্যন্ত মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের থেকে আমরা ভালো আছি। ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে কি না জানতে চাইলে মন্ত্রীর ভাষ্য, ‘দুর্যোগ তখনই ঘোষণা করা হয় যখন আমরা আর করতে পারব না। এমনতো ঘটনা না নিয়ন্ত্রণ করা হচ্ছে না, কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই। আমাদের কাজ করার যোগ্যতা আছে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার মতো আমি তো দেখি নাই কোন ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার জন্য এখন এখানে যদি বড় ধরনের ডিজাস্টার হয়ে যেত, ৫০ লাখ লোক আক্রান্ত হয়েছে গেছে, ৫০ লাখ লোক মারা যাইতেছে, তাইলে সেক্ষেত্রে এ সমস্ত। আর এটি তো জাতীয় সিদ্ধান্ত। আমি তো স্থানীয় সরকারমন্ত্রী। আমি তো জাতীয় সিদ্ধান্ত নেব না।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক বলেন, যেসব বাসাবাড়িতে নির্মাণকাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে তাদের বারবার সচেতন করার পরও যদি না মানে আমরা নির্মাণকাজ বন্ধ করে দেব। তিনি বলেন, গত ৮ জুলাই গিয়েছিলাম জাপান গার্ডেনে সেখানে ২৭টি ভবন রয়েছে। এই ভবনগুলোর নিচে গাড়ি ধোঁয়ার স্থানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। এছাড়া সরকারি বেসরকারি কয়েকটি স্থানে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা। এটা হলো বাস্তব চিত্র। আমার মনে হয় অবশ্যই চিকিৎসা চলবে তবে এখন কোরামিন দেয়ার সময়। সেটা হলো সবাইকে যার যার বাসাবাড়ি, আঙিনা পরিষ্কার করতে হবে। এডিস মশার লার্ভা পাওয়ায় চলতি মাসে ১১ দিনে এক কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মেয়র।

অন্যদিকে, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। নিয়ন্ত্রণে মাসব্যাপী বিশেষ মশকনিধন অভিযানের পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্তমানে মশা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে ডিএসসিসির ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এবার আরও ১০ জন বাড়িয়ে ২০ জন ম্যাজিস্ট্রেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে। তারা নগরবাসীকে সচেতন কারার পাশাপাশি অভিযানকালে লার্ভা পাওয়া গেলে জরিমানার আওয়াতায় নিয়ে আসবেন। আতিকুল ইসলাম বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে বছরের বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে ডিএনসিসি। তারপরও বর্ষা মৌসুমের শুরু থেকে এডিসের উপদ্রব্য বেড়েছে। এখন এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, বর্তমানে ডিএনসিসি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের বর্তমানে নিজেদের অফিস পরিচালনাসহ নানা কাজ রয়েছে। অভিযানকে আরও গতিশীল করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মকবুল হোসাইন জানান, এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যেমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর

ছবি

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ছবি

দেশে কোরবানির জন্য প্রস্তুত এক কোটি ২৯ লাখ পশু

ছবি

হোসেনপুরে গরমে ক্লাসেই অসুস্থ ৩০ প্রাইমারী শিক্ষার্থী

ছবি

রাজশাহীতে চলতি মৌসুমের আম পাড়া শুরু

ছবি

বিলীনের পথে জলকদর খাল

ছবি

উখিয়ায় বাসা থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

ছবি

গাজীপুরে টিনশেড মার্কেট ও বসতবাড়িতে আগুন

ছবি

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস থেকে ‘নগর উন্নয়ন মাশুল’ চান :মেয়র

বাংলাদেশি রোগীদের জন্য আসামের গুয়াহাটিতে মানসম্মত চিকিৎসাসেবার উদ্যোগ

ছবি

নতুন দুই জাতের শিম উদ্ভাবন

মৌলভীবাজারে এ ধর্ষন ও হত্যা মামলায় দুই আসামী মৃত্যুদন্ডের রায়

ছবি

রাজশাহীতে যুবককে হত্যায় দুইজনের ফাঁসি

ছবি

ফরিদপুরে আইসক্রিম তৈরির কারখানায় অভিযান ও জরিমানা

ছবি

সব ইটভাটা বন্ধ না করায় রংপুরের বিভাগীয় কমিশনারের ব্যাখ্যা তলব: হাইকোর্ট

ছবি

গৃহকর্মীকে নির্যাতন মামলায় গৃহকর্ত্রীর বিচার শুরু

ছবি

আচরণবিধি লঙ্ঘন : শ্রীপুরের এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

ছবি

রাতভর টহলে পেরেশান তিতাস গ্যাস, আবাসিকে সংযোগ চালু করার সুপারিশ

ছবি

জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ ডাকাত আটক

ছবি

৬৪ দিনের উৎকণ্ঠার অবসান : স্বজনদের কাছে ফিরলেন ২৩ নাবিক

ছবি

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাঁশখালীর ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ

ছবি

পাহাড়ে আরসার আস্তানা, অস্ত্রসহ গ্রেপ্তার ২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

জামালপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের নামে করা রাস্তার নামফলক ভাংচুর

ছবি

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে থেকে

নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

যাত্রাবাড়ী থেকে পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১০

ছবি

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান মিঠু কারাগারে

ছবি

সিরাজগঞ্জে ভোটের আগে গোপন বৈঠক গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত শিক্ষক

ছবি

চট্টগ্রামে ২১ লক্ষাধিক টাকার অবৈধ সিগারেট উদ্ধার, গ্রেপ্তার-২, পলাতক ২

ছবি

ফসলি জমির মাটি কাটায় মামলা

ছবি

প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

ছবি

ভ্যানচালকের ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন

ছবি

স্বজনদের কাছে ফিরেছেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক

ছবি

গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

ছবি

তাড়াইলে আগুনে ৫ দোকান ৩ বসতঘর পুড়ে ছাই

tab

সারাদেশ

ডেঙ্গু : প্রতিদিনই রেকর্ড ভাঙছে

একদিনে মৃত্যু ১৯, আক্রান্ত ১৭৯২

সংবাদ অনলাইন রিপোর্ট

হাসপাতালে সিট নেই, ফ্লোরেও জায়গা নেই। বাড়ছে ডেঙ্গু রোগী -সংবাদ

বুধবার, ১৯ জুলাই ২০২৩

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে সারাদেশে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ। এতে মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৯২ জনে। বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, সেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯২২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৮৭০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে আরও ১৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৫৫২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকার বাইরে ২ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৭৯২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯৪ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। এদিকে, ভাইরাসবাহী ও সংক্রমণক্ষম এডিস মশা ভয়াবহ আকার ধারণ করছে। সপ্তাহে প্রতিদিন উপযুক্ত ও কার্যকরী কীটনাশক জরুরিভাবে না দিলে আক্রান্ত ও মৃত্যু আরও বাড়বে। এটাকে ঠেকানো যাবে না। এখন বাসাবাড়ি পরিদর্শন করে ব্যবস্থা নেয়া দরকার। আর নিয়মিত মশার লার্ভা দমন না করলে এ মশা যাকে কামড় দিবে হাসপাতালে যেতে হবে। তার জন্য ঝুঁকিও বেশি। এদিকে, দেশজুড়ে ডেঙ্গুর বিস্তারের এ সময়ে কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি-বেসরকারি সব অফিসে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এরপরও কোথাও পরিদর্শনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে করা হবে জরিমানা। বুধবার (১৯ জুলাই) সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ের ‘ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে’ গৃহীত কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু নিয়ে সচেতন করতে চিঠি পাঠাবে স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন।

সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সব সরকারি অফিসগুলোকে আজকে চিঠি দেন, এই মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। সরকারি অফিস মশা প্রজনন করছে। বেসরকারি অফিসেও একই ভাবে মশা প্রজনন হচ্ছে। তথ্য আছে বেসরকারি ব্যাংকে কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করা হয়। কিন্তু সেখানে মশা হচ্ছে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্থানীয় সরকারমন্ত্রীকে বলেন, আমরা অফিসগুলোকে চিঠি পাঠাব, আপনারাও মন্ত্রণালয় থেকে চিঠি দেন। যাতে কোথাও লার্ভা পেলেই আমরা ব্যবস্থা নিতে পারি।

থানাগুলোতে মশার লার্ভা প্রজনন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মিটিংয়ের রেফারেন্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেন। জব্দকৃত যানবাহনসহ টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করেন। স্কুলগুলোতে সভা করা হয়েছে, সেখানে ফাইন (জরিমানা) করার ব্যবস্থা করেন। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পেলে সিটি করপোরেশনের কর্মীরা প্রথমবার তা পরিষ্কার করে দেবে। এরপর তা পাওয়া গেলে জরিমানা করা হবে। তারপরও লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হবে বলে জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, বারবার সতর্ক করার পরও যারা মশার প্রজনন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কোন উপায় নেই। হাসপাতালের আশপাশে মশা প্রজনন হয় জানিয়ে তিনি বলেন, এটা হতে পারে না। এছাড়া ‘তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’-এ এসএমএম বিটিআরসির মাধ্যমে সবার মোবাইলে পাঠানোর সিদ্ধান্তও এসেছে সভায়। ডেঙ্গুর জন্য ডেডিকেটেড হাসপাতাল করা হবে কি না প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশেনের হাসপাতাল চালু করতে বলেছি। সেখানে ৮০০-৯০০ রোগীর চিকিৎসা করা সম্ভব। মুগদাসহ আরও অনেকগুলো হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা করা হচ্ছে।

যদি একজন লোকও আক্রান্ত না হয় এবং একজন লোকও যদি মৃত্যুবরণ না করে তবেই আমি নিজেকে সফল বলে দাবি করব। এখন পর্যন্ত মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের থেকে আমরা ভালো আছি। ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে কি না জানতে চাইলে মন্ত্রীর ভাষ্য, ‘দুর্যোগ তখনই ঘোষণা করা হয় যখন আমরা আর করতে পারব না। এমনতো ঘটনা না নিয়ন্ত্রণ করা হচ্ছে না, কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই। আমাদের কাজ করার যোগ্যতা আছে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার মতো আমি তো দেখি নাই কোন ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ঘোষণা করার জন্য এখন এখানে যদি বড় ধরনের ডিজাস্টার হয়ে যেত, ৫০ লাখ লোক আক্রান্ত হয়েছে গেছে, ৫০ লাখ লোক মারা যাইতেছে, তাইলে সেক্ষেত্রে এ সমস্ত। আর এটি তো জাতীয় সিদ্ধান্ত। আমি তো স্থানীয় সরকারমন্ত্রী। আমি তো জাতীয় সিদ্ধান্ত নেব না।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক বলেন, যেসব বাসাবাড়িতে নির্মাণকাজ চলছে এবং মশার লার্ভা পাওয়া যাবে তাদের বারবার সচেতন করার পরও যদি না মানে আমরা নির্মাণকাজ বন্ধ করে দেব। তিনি বলেন, গত ৮ জুলাই গিয়েছিলাম জাপান গার্ডেনে সেখানে ২৭টি ভবন রয়েছে। এই ভবনগুলোর নিচে গাড়ি ধোঁয়ার স্থানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। এছাড়া সরকারি বেসরকারি কয়েকটি স্থানে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা। এটা হলো বাস্তব চিত্র। আমার মনে হয় অবশ্যই চিকিৎসা চলবে তবে এখন কোরামিন দেয়ার সময়। সেটা হলো সবাইকে যার যার বাসাবাড়ি, আঙিনা পরিষ্কার করতে হবে। এডিস মশার লার্ভা পাওয়ায় চলতি মাসে ১১ দিনে এক কোটি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মেয়র।

অন্যদিকে, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। নিয়ন্ত্রণে মাসব্যাপী বিশেষ মশকনিধন অভিযানের পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্তমানে মশা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে ডিএসসিসির ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এবার আরও ১০ জন বাড়িয়ে ২০ জন ম্যাজিস্ট্রেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে। তারা নগরবাসীকে সচেতন কারার পাশাপাশি অভিযানকালে লার্ভা পাওয়া গেলে জরিমানার আওয়াতায় নিয়ে আসবেন। আতিকুল ইসলাম বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে বছরের বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে ডিএনসিসি। তারপরও বর্ষা মৌসুমের শুরু থেকে এডিসের উপদ্রব্য বেড়েছে। এখন এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, বর্তমানে ডিএনসিসি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের বর্তমানে নিজেদের অফিস পরিচালনাসহ নানা কাজ রয়েছে। অভিযানকে আরও গতিশীল করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মকবুল হোসাইন জানান, এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যেমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

back to top