image

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযানে অর্থদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, গত বুধ ও বৃহষ্পতিবার এসব অভিযান পরিচালনা করেছেন বলে নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ রাজানগর ও পদুয়া ইউনিয়নে দ্বারিকোপ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটা, টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংস করার কারনে এবং অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় জড়িতদের এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও আগের দিন বুধবার উপজেলা প্রশাসনের অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সহযোগিতায় দক্ষিণ রাজানগর ইউনিয়নে এসএবি নামে একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন উপজেলার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা এলাকায় অবৈধ একটি ইটভাটার পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা এবং পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে ক্ষতিকর ড্রাম চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অবৈধ ইটভাটা, পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের কারণে এই অভিযান পরিচালনা করা হয়। দুই দিনে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

» পত্নীতলায় বিপুল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য জব্দ

» সৈয়দপুরে শিক্ষায় আলোকিত করার বাতিঘর এফ ও এইচ স্কুল

সম্প্রতি