জামালপুরের মাদারগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজ করানোর ঘটনায় রাজনীতি থেকে বহিষ্কারের পর এবার কর্মস্থল থেকে বদলি হলেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। জানা যায়, গ্রামীণ ব্যাংকের শেরপুরের ভেলুয়া শাখা ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে পিরোজপুর জেলার পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে চাকরি ও ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে গচ্ছিত অর্থ আত্মসাতের অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাকে নিয়ে নানা আলোচনা- সমালোচনা চলছে মাদারগঞ্জ উপজেলাজুড়ে। স্থানীয় এলাকাবাসী জানান, গত ১১ জানুয়ারি ভোরে বিএনপি নেতা ও তার সহযোগীরা উপজেলার খামার মাগুরার কৃষক এফাজ উদ্দিনের একটি গরু চুরি করে মহিলা দলের কর্মী-সমর্থকদের জন্য সকাল থেকেই খিচুড়ি তৈরি করছিল। চুরি করা গরু দিয়ে খিচুড়ির আয়োজনে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী খিচুড়ি লুটপাট করে নেয়। খিচুড়ি লুটপাটের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে মাদারগন্জ উপজেলার খামার মাগুরা গ্রামের মরহুম সৈয়দ আলী মন্ডলের ছেলে মো. এফাজ মন্ডল বাদী হয়ে যুবদল কর্মী সুমন মলকে প্রধান আসামি এবং মাহমুদুল হাসান মুক্তাসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে, পুলিশ যুবদল কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ সময় গরুর চামড়া ও ২০ কেজি মাংস জব্দ করে পুলিশ। এই ঘটনায় গত ১১ জানুয়ারি মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে সাময়িক অব্যাহতি প্রদান করে মাদারগন্জ উপজেলা বিএনপি এবং ১৩ জানুয়ারি রাতে জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদকের পদ থেকে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর স্ত্রী লায়লা খাতুন ইতিকে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণœ হয়োর সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। এলাকাবাসীর অভিযোগ, মুক্তা গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে ফিরোজকে গ্রামীণ ব্যাংকে চাকরি দেয়ার কথা বলে ৩ বছর আগে ২ লাখ টাকা নিয়েছেন। অথচ এখনও তার চাকরি অথবা টাকা কোনোটাই ফিরে পায়নি ফিরোজ। এছাড়া এলাকাবাসির অভিযোগ মুক্তা চৌধুরী ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে একটি সমিতি করে হাফিজুর রহমানসহ বহু লোকের গচ্ছিত ও সঞ্চিত অর্থ প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব ব্যাপারে জানতে চাইলে মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার ও ষড়যন্ত্রের শিকার। আমাকে আর আপনারা মারবেন না। গ্রামীণ ব্যাংকের শেরপুরের ভেলুয়া শাখার অতিরিক্ত ব্যবস্থাপক ও প্রোগ্রাম অফিসার মো. নাছির উদ্দীন জানান, স্থানীয় বিএনপির পদ-পদবিকে কেন্দ্র করে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজ করানোর ঘটনায় মামলা ও প্রকাশিত খবর দেশবাসীর ন্যায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নজরেও এসেছে। ফলে জনমনে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে। তাই তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোনের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন জানান, ইতোপূর্বে গরু চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অর্থ আত্মসাতের কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
জামালপুরের মাদারগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজ করানোর ঘটনায় রাজনীতি থেকে বহিষ্কারের পর এবার কর্মস্থল থেকে বদলি হলেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। জানা যায়, গ্রামীণ ব্যাংকের শেরপুরের ভেলুয়া শাখা ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে পিরোজপুর জেলার পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে চাকরি ও ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে গচ্ছিত অর্থ আত্মসাতের অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাকে নিয়ে নানা আলোচনা- সমালোচনা চলছে মাদারগঞ্জ উপজেলাজুড়ে। স্থানীয় এলাকাবাসী জানান, গত ১১ জানুয়ারি ভোরে বিএনপি নেতা ও তার সহযোগীরা উপজেলার খামার মাগুরার কৃষক এফাজ উদ্দিনের একটি গরু চুরি করে মহিলা দলের কর্মী-সমর্থকদের জন্য সকাল থেকেই খিচুড়ি তৈরি করছিল। চুরি করা গরু দিয়ে খিচুড়ির আয়োজনে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী খিচুড়ি লুটপাট করে নেয়। খিচুড়ি লুটপাটের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে মাদারগন্জ উপজেলার খামার মাগুরা গ্রামের মরহুম সৈয়দ আলী মন্ডলের ছেলে মো. এফাজ মন্ডল বাদী হয়ে যুবদল কর্মী সুমন মলকে প্রধান আসামি এবং মাহমুদুল হাসান মুক্তাসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে, পুলিশ যুবদল কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ সময় গরুর চামড়া ও ২০ কেজি মাংস জব্দ করে পুলিশ। এই ঘটনায় গত ১১ জানুয়ারি মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে সাময়িক অব্যাহতি প্রদান করে মাদারগন্জ উপজেলা বিএনপি এবং ১৩ জানুয়ারি রাতে জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদকের পদ থেকে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর স্ত্রী লায়লা খাতুন ইতিকে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণœ হয়োর সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। এলাকাবাসীর অভিযোগ, মুক্তা গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে ফিরোজকে গ্রামীণ ব্যাংকে চাকরি দেয়ার কথা বলে ৩ বছর আগে ২ লাখ টাকা নিয়েছেন। অথচ এখনও তার চাকরি অথবা টাকা কোনোটাই ফিরে পায়নি ফিরোজ। এছাড়া এলাকাবাসির অভিযোগ মুক্তা চৌধুরী ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে একটি সমিতি করে হাফিজুর রহমানসহ বহু লোকের গচ্ছিত ও সঞ্চিত অর্থ প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব ব্যাপারে জানতে চাইলে মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার ও ষড়যন্ত্রের শিকার। আমাকে আর আপনারা মারবেন না। গ্রামীণ ব্যাংকের শেরপুরের ভেলুয়া শাখার অতিরিক্ত ব্যবস্থাপক ও প্রোগ্রাম অফিসার মো. নাছির উদ্দীন জানান, স্থানীয় বিএনপির পদ-পদবিকে কেন্দ্র করে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজ করানোর ঘটনায় মামলা ও প্রকাশিত খবর দেশবাসীর ন্যায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নজরেও এসেছে। ফলে জনমনে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে। তাই তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোনের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন জানান, ইতোপূর্বে গরু চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অর্থ আত্মসাতের কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।