এসএসসি পরীক্ষার্থীদের নান্দাইল ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও সমমাননা সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে অনুপ্রেরণামূলক খোলা চিঠি ও পরীক্ষার জন্যে শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। চিঠির সাথে পরীক্ষার জন্য শিক্ষা উপকরণ হিসেবে উপজেলা প্রশাসনের অর্থায়নে জনপ্রতি ছয়টি করে সামগ্রী প্রদান করা হয়। গত মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় সাড়ে চার হাজার পরীক্ষার্থীর মাঝে খোলা চিঠি ও উপকরণ বিতরণ করা হয়। ইউএনও সারমিনা সাত্তার উপজেলার ১৪টি পরীক্ষা কেন্দ্র প্রধান ও ট্যাগ অফিসারের হাতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এসব চিঠি ও উপকরণ হিসাবে ফাইল, পেন্সিল বক্স, স্কেল, কলম রাবার ও তুলে দেন। ইউএনও পরীক্ষার্থীদের নিকট খোলা চিঠিতে পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি উল্লেখ করেন, তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাইলফলকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছ। এই মুহূর্তে যা তোমাদের উজ্জল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করছে। কঠোর শ্রম, নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সাথে এগিয়ে সেই স্বপ্নের পথকে সহজ করবে তোমরা। এ পথে হতাশা ব্যর্থতা এবং গ্লানিকে আঁকড়ে ধরে বসে থাকার কোন সুযোগ নেই। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সাথে সাথে যে চাপ এবং উত্তেজনা আসে তা অতিক্রম করবে অত্যন্ত ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা এবং সৃষ্টিকর্তার প্রতি একাগ্র সাধনা এ দুইয়ের মিশ্রণে তোমরা এগিয়ে যাবে তোমাদের সফলতার পথে।
এসএসসি পরীক্ষার্থীদের নান্দাইল ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও সমমাননা সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে অনুপ্রেরণামূলক খোলা চিঠি ও পরীক্ষার জন্যে শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। চিঠির সাথে পরীক্ষার জন্য শিক্ষা উপকরণ হিসেবে উপজেলা প্রশাসনের অর্থায়নে জনপ্রতি ছয়টি করে সামগ্রী প্রদান করা হয়। গত মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় সাড়ে চার হাজার পরীক্ষার্থীর মাঝে খোলা চিঠি ও উপকরণ বিতরণ করা হয়। ইউএনও সারমিনা সাত্তার উপজেলার ১৪টি পরীক্ষা কেন্দ্র প্রধান ও ট্যাগ অফিসারের হাতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এসব চিঠি ও উপকরণ হিসাবে ফাইল, পেন্সিল বক্স, স্কেল, কলম রাবার ও তুলে দেন। ইউএনও পরীক্ষার্থীদের নিকট খোলা চিঠিতে পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি উল্লেখ করেন, তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাইলফলকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছ। এই মুহূর্তে যা তোমাদের উজ্জল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করছে। কঠোর শ্রম, নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সাথে এগিয়ে সেই স্বপ্নের পথকে সহজ করবে তোমরা। এ পথে হতাশা ব্যর্থতা এবং গ্লানিকে আঁকড়ে ধরে বসে থাকার কোন সুযোগ নেই। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সাথে সাথে যে চাপ এবং উত্তেজনা আসে তা অতিক্রম করবে অত্যন্ত ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা এবং সৃষ্টিকর্তার প্রতি একাগ্র সাধনা এ দুইয়ের মিশ্রণে তোমরা এগিয়ে যাবে তোমাদের সফলতার পথে।