নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ‘সংবাদ’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরের গঠিত তদন্তে দুর্নীতির সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে অন্যত্র বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তাকে রাজশাহীর দূর্গাপুরে একই পদে যোগ দেয়ার জন্য আদেশ প্রদান করেছেন খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ।
উল্লেখ্য যে, ডিমলা উপজেলা খাদ্যে নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোসাদ্দেকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত কর্মকর্তার বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করে আসছিল । এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করে ৭ কর্মদিবসে প্রতিবেদন দাখিলের আদেশ দেন খাদ্য অধিদপ্তর । প্রতিবেদন হাতে পাওয়ার পরেই উক্ত বদলির আদেশ বিকালে জারি করা হয়।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ‘সংবাদ’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরের গঠিত তদন্তে দুর্নীতির সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে অন্যত্র বদলি করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তাকে রাজশাহীর দূর্গাপুরে একই পদে যোগ দেয়ার জন্য আদেশ প্রদান করেছেন খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ।
উল্লেখ্য যে, ডিমলা উপজেলা খাদ্যে নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোসাদ্দেকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত কর্মকর্তার বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করে আসছিল । এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করে ৭ কর্মদিবসে প্রতিবেদন দাখিলের আদেশ দেন খাদ্য অধিদপ্তর । প্রতিবেদন হাতে পাওয়ার পরেই উক্ত বদলির আদেশ বিকালে জারি করা হয়।