গাজীপুরের ভাসমান পান ও সিগারেট বিক্রেতা আল আমিনকে (৩৫) হত্যার আসামি মাইদ হোসেনকে (২২) গ্রেপ্তারসহ মামলার মূল রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
গত বৃহস্পতিবার সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার সকাল সোয়া ১০টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা (পূর্বপাড়া) মফিজ উদ্দিনের টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে চৌকির ওপর ভাসমান পান ও সিগারেট বিক্রেতা আল আমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভিকটিম আল আমিন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া (ফকিরপাড়া) গ্রামের আসাব আলী মীরের ছেলে। সে প্রায় পাঁচ বছর যাবৎ চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থেকে পান ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
গ্রেপ্তারকৃত আসামী মাইদ হোসেন ময়নসিংহের হালুয়াঘাট উপজেলার লতিফপুর (খলিশাকুড়ি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে কাজের সন্ধানে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আসেল ভিকটিম আল আমিনের সাথে পরিচয় হয়। তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের বাচ্চু মিয়ার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলাটি গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচালনা করেছে।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড।
ভিকটিম আল আমিন আসামী মাইদ হোসেনের সাথে বিকৃত কাম লালসা চরিতার্থ করলে তাকে গলা টিপে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে। আসামি মাইদ হোসেন হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
গাজীপুরের ভাসমান পান ও সিগারেট বিক্রেতা আল আমিনকে (৩৫) হত্যার আসামি মাইদ হোসেনকে (২২) গ্রেপ্তারসহ মামলার মূল রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
গত বৃহস্পতিবার সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার সকাল সোয়া ১০টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা (পূর্বপাড়া) মফিজ উদ্দিনের টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে চৌকির ওপর ভাসমান পান ও সিগারেট বিক্রেতা আল আমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভিকটিম আল আমিন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া (ফকিরপাড়া) গ্রামের আসাব আলী মীরের ছেলে। সে প্রায় পাঁচ বছর যাবৎ চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থেকে পান ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
গ্রেপ্তারকৃত আসামী মাইদ হোসেন ময়নসিংহের হালুয়াঘাট উপজেলার লতিফপুর (খলিশাকুড়ি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে কাজের সন্ধানে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আসেল ভিকটিম আল আমিনের সাথে পরিচয় হয়। তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের বাচ্চু মিয়ার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলাটি গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচালনা করেছে।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড।
ভিকটিম আল আমিন আসামী মাইদ হোসেনের সাথে বিকৃত কাম লালসা চরিতার্থ করলে তাকে গলা টিপে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে। আসামি মাইদ হোসেন হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।