শরীয়তপুরের ডামুড্যায় একটি সড়কের পাশে পড়ে থাকা ১০টি ব্যাগ থেকে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। সোমবার(১১ নভেম্বর) সন্ধ্যায় ককটেল বোমাগুলো উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে উদ্ধারকারী দলের সদস্যরা।
এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০ টি হাতব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু ককটেল বোমা বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায়।
পরে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল বোমাগুলো নিষ্ক্রিয় করে।
ভেদরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, কিছু দুষ্কৃতিকারীরা রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেল বোমা ভর্তি দশটি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে গিয়ে এলাকাটি নিরাপত্তার বেষ্টনীতে রাখে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট এসে ব্যাগগুলো উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে ১২৩টি ককটেল বোমা পাওয়া যায়। পরে ককটেল বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে বোম ডিস্পোজাল ইউনিট। দুষ্কৃতকারীরা কি উদ্দেশ্যে ককটেল বোমাগুলো ফেলে গেছে এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার, ১১ নভেম্বর ২০২৪
শরীয়তপুরের ডামুড্যায় একটি সড়কের পাশে পড়ে থাকা ১০টি ব্যাগ থেকে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। সোমবার(১১ নভেম্বর) সন্ধ্যায় ককটেল বোমাগুলো উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে উদ্ধারকারী দলের সদস্যরা।
এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০ টি হাতব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু ককটেল বোমা বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায়।
পরে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল বোমাগুলো নিষ্ক্রিয় করে।
ভেদরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, কিছু দুষ্কৃতিকারীরা রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেল বোমা ভর্তি দশটি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে গিয়ে এলাকাটি নিরাপত্তার বেষ্টনীতে রাখে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট এসে ব্যাগগুলো উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে ১২৩টি ককটেল বোমা পাওয়া যায়। পরে ককটেল বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে বোম ডিস্পোজাল ইউনিট। দুষ্কৃতকারীরা কি উদ্দেশ্যে ককটেল বোমাগুলো ফেলে গেছে এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।