image

সারাদেশে ঈদের জামাতে করোনামুক্তির দোয়া

শুক্রবার, ১৪ মে ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

সারাদেশে ভাবগাম্বীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মসজিদে মসজিদে ধর্মপ্রান মুসল্লিরা আদায় করেছেন ঈদের নামাজ । ঈদের জামাত শেষে সবাই করোনা মহামারি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন। সবাই কান্নাজড়িত কন্ঠে মহামারি থেকে বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন।

আজ সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জামাত শুরু হয়। ঈদের প্রধান এই জামাতে সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।

করোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে মুসল্লিরা মাস্ক পরে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।

এদিকে সারাদেশে মসজিদে ঈদের জামাত চলার সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। মসজিদে প্রবেশের সময় সবাইকে তল্লাসি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা কওে দোয়া করা হয়। ।

ইসলামিক ফাউেন্ডশন জানিয়েছে, এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। তৃতীয় জামাত হয় সকাল ৯টায়। চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি