মতামতের জন্য সম্পাদক দায়ী নন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মান ৪র্থ বর্ষের পরীক্ষা ১২ নভেম্বর শুরু হয়েছে। উক্ত পরীক্ষাটি সরকারি ৭ কলেজের ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনেই দেখা গেলো অবহেলা ও বিশৃৃঙ্খলা। ইডেন কলেজ কেন্দ্রে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রথম দিনের পরীক্ষায় হলো বৈষম্যের শিকার। সমাজবিজ্ঞানের পরীক্ষা গুলো ৪ ঘণ্টার হলেও কিছু কিছু হলে পরীক্ষা নেয়া হয়েছে ৩ ঘণ্টার। ফলে সৃষ্টি হয় ঝামেলার। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান যে, হলে কর্তব্যরত শিক্ষকদের বিষয়টি জানানো হলেও তারা কোন সদুত্তর দিতে পারেনি। তাই প্রথমদিনের পরীক্ষাতেই শিক্ষার্থীদের সঙ্গে অনিয়ম ও বৈষম্যের ঘটনা ঘটে।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরেই এসব অনিয়ম ও দুর্নীতির বিপক্ষে প্রতিবাদ করে আসছে। সাম্প্রতিক সময়ে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন ও করে এবং শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করে। পরীক্ষার এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবারো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজের সঙ্গে কিভাবে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য করা হয় তা একেবারেই দৃৃশ্যমান। তাই অধিভুক্তির এই অভিশাপ থেকে মুক্ত হতে সাত কলেজ নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানায়।
রাকিব হাসান
ঢাকা কলেজ
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মান ৪র্থ বর্ষের পরীক্ষা ১২ নভেম্বর শুরু হয়েছে। উক্ত পরীক্ষাটি সরকারি ৭ কলেজের ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনেই দেখা গেলো অবহেলা ও বিশৃৃঙ্খলা। ইডেন কলেজ কেন্দ্রে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রথম দিনের পরীক্ষায় হলো বৈষম্যের শিকার। সমাজবিজ্ঞানের পরীক্ষা গুলো ৪ ঘণ্টার হলেও কিছু কিছু হলে পরীক্ষা নেয়া হয়েছে ৩ ঘণ্টার। ফলে সৃষ্টি হয় ঝামেলার। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান যে, হলে কর্তব্যরত শিক্ষকদের বিষয়টি জানানো হলেও তারা কোন সদুত্তর দিতে পারেনি। তাই প্রথমদিনের পরীক্ষাতেই শিক্ষার্থীদের সঙ্গে অনিয়ম ও বৈষম্যের ঘটনা ঘটে।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরেই এসব অনিয়ম ও দুর্নীতির বিপক্ষে প্রতিবাদ করে আসছে। সাম্প্রতিক সময়ে তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন ও করে এবং শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করে। পরীক্ষার এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবারো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজের সঙ্গে কিভাবে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য করা হয় তা একেবারেই দৃৃশ্যমান। তাই অধিভুক্তির এই অভিশাপ থেকে মুক্ত হতে সাত কলেজ নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানায়।
রাকিব হাসান
ঢাকা কলেজ