alt

সারাদেশ

‘আর বিশ্বাস করি না, নিরাপদ সড়ক আন্দোলন চলবেই’

মাসুদ রানা : রোববার, ২৮ নভেম্বর ২০২১

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যে নয় দফা দাবি তুলে ধরা হয়েছিল, সেগুলোই বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে ৯ দফা তুলে ধরেছি, সেগুলো বাস্তবায়ন হবে কবে? আমরা আর বিশ্বাস করি না, নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। যদি মঙ্গলবারের মধ্যে সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমরাই যা করার করবো। ৪র্থ দিনের মতো রোববার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ কথা বলেন।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ধানমন্ডি-২৭ নম্বর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। শুধু ধানমন্ডি-২৭ নম্বর নয়, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল, শান্তিনগর ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রত্যেক জায়গা থেকেই নিরাপদ সড়ক ও নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনার বিচার নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ সময় সব ধরনের যানবাহনের কাগজ ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করে শিক্ষার্থীরা। কোন গাড়ির কাগজ না থাকলে বা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে সার্জেন্ট ডেকে মামলা দেয়াতে দেখা যায়। পাশাপাশি বেসরকারি বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস নেয়া হচ্ছে কিনা তা চেক করা হয়।

সরজমিনে দেখা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মিরপুর সড়ক অবরোধ করে লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজের অর্ধশত শিক্ষার্থী। প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও পরে সরকারি বিজ্ঞান কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়।

এ সময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’- স্লোগান দিতে দেখা গেছে। শত শত শিক্ষার্থীর জোরালো কণ্ঠস্বরে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। এ সময় ধানমন্ডি ও আসাদগেট এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়তে হয়েছে শত শত মানুষকে। বিকেল পৌনে ৩টার দিকে ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত’ আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

এদিকে, বিক্ষোভ চলাকালীন সময়ে সড়ক দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন আটকিয়ে কাগজপত্র যাচাই করতে দেখা যায় শিক্ষার্থীদের। কোন গাড়ির ঠিকঠাক কাগজ না পেলে ‘প্রশাসন হাই হাই’, ‘এই গাড়ির লাইসেন্স নাই’ প্রভৃতি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে সার্জেন্ট ডেকে গাড়িগুলোতে মামলা দেয়াতে বাধ্য করে তারা। রোববার পুলিশ, বিচারকের গাড়িসহ বেশ কয়েকটি বাস ও প্রাইভেটকারে কাগজপত্র না পেয়ে মামলা দেয়ায় শিক্ষার্থীরা।

এরইমধ্যে, শিক্ষার্থীরা সাভার চন্দ্রা থেকে সদরঘাট রুটে চলাচল করা ঠিকানা পরিবহনের একটি বাসের চালকের লাইসেন্স দেখতে চাইলে, চালকের আসনে থাকা ব্যক্তি জানান, তিনি বাসের আসল চালক নন। গাড়ির মূল চালক বাসায় গেছেন। বাসের সহকারী গাড়ি চালাচ্ছেন। চালকের আসনে থাকা ব্যক্তিটি মূল চালককে ফোন দেয়ার কথা বলে সুযোগ বুঝে সটকে পড়েন।

এ সময় শিক্ষার্থীদের সহায়তায় গাড়ির ভাড়া সংগ্রহকারীকে আটক করে পুলিশ। একপর্যায়ে সংসদ সদস্য হাজী সেলিমের ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-২১-০৫০৬) আটকায় শিক্ষার্থীরা। প্রথমে চালক কাগজপত্র না দেয়ায়, শিক্ষার্থীরা স্লোগান দেয়া শুরু করে। একপর্যায়ে চালক কাগজপত্র দেখালে শিক্ষার্থীরা গাড়িটি ছেড়ে দেয়। এ সময় হাজী সেলিম গাড়ির মধ্যেই ছিলেন। কোন কাগজ না থাকায় সুপ্রিমকোর্টের এক বিচারকের গাড়ি আটকে রাখে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা চালক মো. মুকুল উকিল জানান, বিচারপতি জাহাঙ্গীর উদ্দিনের গাড়ি এটি। ভুল করে গাড়ির কাগজ নিয়ে বের হতে ভুলে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির তেজগাঁও জোনের এডিসি রুবায়েত জামান বলেন, শিক্ষার্থীরা শন্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছে। গত কয়েকদিনের মতোই তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি, আন্দোলনের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ করে হাবীবুল্লাহ্ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা দেড়টা থেকে তারা সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রিতা নাহার নামে এক শিক্ষার্থী বলেন, ক্লিনারের হাতে কীভাবে গাড়ির চাবি তুলে দেয়া হয়। অথচ সেই ক্লিনারের অভিভাবক নাকি নিরাপদ সড়ক গড়বেন। এ জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে নীলক্ষেত মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন। নিউমার্কেট থানার ওসি এসএম কাইয়ুম জানান, স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নীলক্ষেত থেকে একটি মিছিল নিয়ে সিটি কলেজ পর্যন্ত গিয়েছে। কয়েকদিন যাবত ছাত্ররা যেসব দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছিল সেই সব দাবি নিয়ে তারা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছিল।

উল্লেখ্য, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। এছাড়া গত বৃহস্পতিবার নিহত দৈনিক সংবাদের কর্মী আহসান কবির খান মগবাজার থেকে রাইড শেয়ারিং ‘পাঠাও’ এর মোটরসাইকেলে করে মিরপুরের দিকে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে পান্থপথ শাপলা ফার্নিচার দোকানের সামনে পৌঁছলে ডিএনসিসির একটি ময়লা বহনকারী ডাম্পিং ট্রাক দাঁড়িয়ে থাকা তার বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ময়লার গাড়ির চাকা কবির খানের মাথার উপর দিয়ে উঠে যায়। এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে তার স্ত্রী নাদিরা পারভীন কলাবাগান থানায় মামলা করেন।

ছবি

৭৬ বছরের রেকর্ড ভাঙলো তাপপ্রবাহ

সেনবাগে কলেজছাএ ও সুধারামে প্রবাসী খুনের পর বেপরোয়া কিশোর গ্যাং

ছবি

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্বৃত্তের হামলায় ‘গুরুতর’ আহত যুবলীগ নেতা

ছবি

গাজীপুরে কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪

ছবি

হাসপাতালে হিট ষ্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ৫ দিনে ২২ জনের মৃত্যু

ছবি

লালমনিরহাটে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু

ছবি

গাজীপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ছবি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ছবি

প্রিলি পরীক্ষায় ৩ লাখ ৩৮ হাজার প্রার্থী বসেছে পরীক্ষায়

ছবি

মায়ানমার ফেরতঃ কারাগারে দুপুরে এক বেলা খাবার, সারাদিন ব্যস্ত ভারি কাজে

ছবি

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক প্রশিক্ষণ

ছবি

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে আগুন

ছবি

গাজীপুরে মরে যাচ্ছে মুরগি

ছবি

মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন জেল

ছবি

দাবদাহে গলে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের পিচ

ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে তালা

ছবি

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি

তাপপ্রবাহের সতর্কবার্তা, মেয়াদ আরও বাড়লো

হিটস্ট্রোকে ৪ জনের মৃত্যু

ছবি

ঈদযাত্রা : মোটরসাইকেলের দুর্ঘটনা ৫১ শতাংশ, সাড়ে ৪২ শতাংশ নিহত

ছবি

১৫ শ্রমিক নিয়ে সাজেকের খাদে ট্রাক, নিহত ৯

ছবি

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

ছবি

থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত

ছবি

বাসের ধাক্কায় চুয়েট শিক্ষার্থীর মৃত্যু নরসিংদীর বাড়িতে কান্নার রোল

ছবি

অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলার চেয়ারম্যান

ছবি

রাজশাহীতে বৃষ্টি নামাতে বিয়ের পিঁড়িতে দুই ব্যঙ

ছবি

রংপুরে সাজাপ্রাপ্ত দুই যুবদল নেতাকে কারাগাওে পাঠানোর নির্দেশে বিক্ষোভ

ছবি

আনসার সদস্যের ‘আত্মহত্যা’র কারণ অনুসন্ধানে পুলিশ

ছবি

পরিবার পাবে ১০ লাখ টাকা চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, আল্টিমেটাম

তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দাবিতে বাসদের লং মার্চ

ছবি

লালমনিরহাটে বৃষ্টির জন্য কাঁদলেন হাজার হাজার মুসল্লি

ছবি

অসহায় পরিবারের নিরুপায় নির্মমতা! চুরি ঠেকাতে ৩ বছর শেকল বন্দি কিশোর

ছবি

ছাত্র হত্যায় যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড

হোটেলে আটকে রেখে কিশোর ধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড

tab

সারাদেশ

‘আর বিশ্বাস করি না, নিরাপদ সড়ক আন্দোলন চলবেই’

মাসুদ রানা

রোববার, ২৮ নভেম্বর ২০২১

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যে নয় দফা দাবি তুলে ধরা হয়েছিল, সেগুলোই বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে ৯ দফা তুলে ধরেছি, সেগুলো বাস্তবায়ন হবে কবে? আমরা আর বিশ্বাস করি না, নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। যদি মঙ্গলবারের মধ্যে সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমরাই যা করার করবো। ৪র্থ দিনের মতো রোববার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ কথা বলেন।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ধানমন্ডি-২৭ নম্বর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। শুধু ধানমন্ডি-২৭ নম্বর নয়, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল, শান্তিনগর ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রত্যেক জায়গা থেকেই নিরাপদ সড়ক ও নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনার বিচার নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ সময় সব ধরনের যানবাহনের কাগজ ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করে শিক্ষার্থীরা। কোন গাড়ির কাগজ না থাকলে বা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে সার্জেন্ট ডেকে মামলা দেয়াতে দেখা যায়। পাশাপাশি বেসরকারি বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস নেয়া হচ্ছে কিনা তা চেক করা হয়।

সরজমিনে দেখা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মিরপুর সড়ক অবরোধ করে লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজের অর্ধশত শিক্ষার্থী। প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও পরে সরকারি বিজ্ঞান কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়।

এ সময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’- স্লোগান দিতে দেখা গেছে। শত শত শিক্ষার্থীর জোরালো কণ্ঠস্বরে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। এ সময় ধানমন্ডি ও আসাদগেট এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়তে হয়েছে শত শত মানুষকে। বিকেল পৌনে ৩টার দিকে ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত’ আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

এদিকে, বিক্ষোভ চলাকালীন সময়ে সড়ক দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন আটকিয়ে কাগজপত্র যাচাই করতে দেখা যায় শিক্ষার্থীদের। কোন গাড়ির ঠিকঠাক কাগজ না পেলে ‘প্রশাসন হাই হাই’, ‘এই গাড়ির লাইসেন্স নাই’ প্রভৃতি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে সার্জেন্ট ডেকে গাড়িগুলোতে মামলা দেয়াতে বাধ্য করে তারা। রোববার পুলিশ, বিচারকের গাড়িসহ বেশ কয়েকটি বাস ও প্রাইভেটকারে কাগজপত্র না পেয়ে মামলা দেয়ায় শিক্ষার্থীরা।

এরইমধ্যে, শিক্ষার্থীরা সাভার চন্দ্রা থেকে সদরঘাট রুটে চলাচল করা ঠিকানা পরিবহনের একটি বাসের চালকের লাইসেন্স দেখতে চাইলে, চালকের আসনে থাকা ব্যক্তি জানান, তিনি বাসের আসল চালক নন। গাড়ির মূল চালক বাসায় গেছেন। বাসের সহকারী গাড়ি চালাচ্ছেন। চালকের আসনে থাকা ব্যক্তিটি মূল চালককে ফোন দেয়ার কথা বলে সুযোগ বুঝে সটকে পড়েন।

এ সময় শিক্ষার্থীদের সহায়তায় গাড়ির ভাড়া সংগ্রহকারীকে আটক করে পুলিশ। একপর্যায়ে সংসদ সদস্য হাজী সেলিমের ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-২১-০৫০৬) আটকায় শিক্ষার্থীরা। প্রথমে চালক কাগজপত্র না দেয়ায়, শিক্ষার্থীরা স্লোগান দেয়া শুরু করে। একপর্যায়ে চালক কাগজপত্র দেখালে শিক্ষার্থীরা গাড়িটি ছেড়ে দেয়। এ সময় হাজী সেলিম গাড়ির মধ্যেই ছিলেন। কোন কাগজ না থাকায় সুপ্রিমকোর্টের এক বিচারকের গাড়ি আটকে রাখে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা চালক মো. মুকুল উকিল জানান, বিচারপতি জাহাঙ্গীর উদ্দিনের গাড়ি এটি। ভুল করে গাড়ির কাগজ নিয়ে বের হতে ভুলে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির তেজগাঁও জোনের এডিসি রুবায়েত জামান বলেন, শিক্ষার্থীরা শন্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছে। গত কয়েকদিনের মতোই তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি, আন্দোলনের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ করে হাবীবুল্লাহ্ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা দেড়টা থেকে তারা সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রিতা নাহার নামে এক শিক্ষার্থী বলেন, ক্লিনারের হাতে কীভাবে গাড়ির চাবি তুলে দেয়া হয়। অথচ সেই ক্লিনারের অভিভাবক নাকি নিরাপদ সড়ক গড়বেন। এ জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে নীলক্ষেত মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন। নিউমার্কেট থানার ওসি এসএম কাইয়ুম জানান, স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নীলক্ষেত থেকে একটি মিছিল নিয়ে সিটি কলেজ পর্যন্ত গিয়েছে। কয়েকদিন যাবত ছাত্ররা যেসব দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছিল সেই সব দাবি নিয়ে তারা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছিল।

উল্লেখ্য, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। এছাড়া গত বৃহস্পতিবার নিহত দৈনিক সংবাদের কর্মী আহসান কবির খান মগবাজার থেকে রাইড শেয়ারিং ‘পাঠাও’ এর মোটরসাইকেলে করে মিরপুরের দিকে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে পান্থপথ শাপলা ফার্নিচার দোকানের সামনে পৌঁছলে ডিএনসিসির একটি ময়লা বহনকারী ডাম্পিং ট্রাক দাঁড়িয়ে থাকা তার বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ময়লার গাড়ির চাকা কবির খানের মাথার উপর দিয়ে উঠে যায়। এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে তার স্ত্রী নাদিরা পারভীন কলাবাগান থানায় মামলা করেন।

back to top