alt

জাতীয়

‘জাগো মানুষ রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’

সারাদেশে সম্প্রীতির মিছিল

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

মঙ্গলবার শাহবাগ মোড়ে লেখক, কবি, শিল্পী, সাংবাদিকদের সম্প্রীতি সমাবেশ -সংবাদ

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ, বাড়িঘর ও দোকানপাটে সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি সারাদেশে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। সংবাদের প্রতিনিধিরা এসব সমাবেশের খবর পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জাগো মানুষ রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমিল্লা, রংপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন কথাসাহিত্যিক আনিসুল হক, লেখক পারভেজ হোসেন, কথাসাহিত্যিক শাহেদ কায়েস, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, লেখক ঝর্না রহমান, মোজাফফর হোসেন, রবীন্দ্র সংগীত শিল্পী মকবুল হোসাইনসহ অনেকে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ কর্মসূচি আহ্বান করেছেন।

সমাবেশে সাহিত্যিক স্বকৃত নোমান কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা, রামু, নাসিরনগর, শাল্লা, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী ও রংপুরে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশ করা ও প্রতিটি ঘটনার বিচার করা, অতীতে সাম্প্রদায়িক হামলার হোতা অভিযুক্ত অনেক ব্যক্তিকে রাজনৈতিক দলে প্রকাশ্যে কর্মরত দেখা যায়, তাদের চিহ্নিত করে বহিষ্কার ও বিচার করা, ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মসভা তথা ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষমূলক বক্তব্য বন্ধের উদ্যোগ নেয়া, স্কুল-কলেজের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক পাঠ বিলুপ্ত করে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক প্রণয়ন করা, বহুজাতি এবং বহুধর্ম সম্প্রদায়ের এই দেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাতিল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা, সরকারি পৃষ্ঠপোষকতায় সারাদেশের সংস্কৃতিচর্চার (নাটক, গান, নৃত্য, যাত্রাপালা, পালাগান, বাউলগান) প্রসার ঘটানো, পাশাপাশি স্বাধীন সাংস্কৃতিক সংগঠনগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রাণিত করা, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা।

ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. রহমতুল্লাহের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ আখতারুজ্জামান বলেন, মাঝে মাঝেই বাংলাদেশের মতো সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠে। বিভিন্ন ঘটনা সৃষ্টি করে, যা দুঃখজনক। সম্প্রীতির বন্ধন বিনষ্ট করে এমন কোন কাজই কাম্য নয়।

উপাচার্য বলেন, সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে হবে। ঘটনাগুলো সংঘটনকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া জরুরি। এটি যদি না করা হয়, তাহলে ভবিষ্যতেও এই অপশক্তি আমাদের সম্প্রীতির বন্ধন নষ্ট করার অপতৎপরতায় লিপ্ত হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান, শিক্ষক সমিতির সদস্য সাদেকা হালিম, নীল দলের আহ্বায়ক ড. মুহম্মদ সামাদ, নীল দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা।

ঢাবিতে পথনাটকে ব্যতিক্রমী প্রতিবাদ

‘পুড়ছে বাংলাদেশ, দেখতে কি পাও?’ এমন প্রশ্ন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিবাদী পথনাটকে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর চালানো সহিংসতার চিত্র ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। সাম্যের গান গেয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান তাদের।

তারা বলেন, একটা বিশেষ গোষ্ঠী সোনার বাংলায় অরাজকতা করছে। আমরা চাচ্ছি আমাদের যার যার স্থান থেকে আমাদের ৭১-এর চেতনাকে ফিরিয়ে আনতে। আমরা প্রতিবাদ জানাচ্ছি সাম্প্রদায়িকতার। রুখে দাও সাম্প্রদায়িকতা, সম্প্রীতির বাংলাদেশ গড়ার এই মিছিলে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিতের দাবি জানান তারা।

এদিন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র ইউনিয়ন। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

জবি শিক্ষকদের মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আবদুল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জবি নীল দলের সভাপতি অধ্যাপক মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা বলেন, পাঠ্যপুস্তকে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই বিভাজন থাকবে। পাঠ্যপুস্তকে বিভাজনের নীতি নয় পাঠ্যপুস্তক হবে মানবতার নীতি, একতার নীতি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনে যে ভয়, শঙ্কা দেখা দিয়েছে তা থেকে তাদের বের করে আনা। আমরা সবাই তাদের পাশে আছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাকে) মানববন্ধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশিদ খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোবারক ও সংগঠনের সভাপতি মো. ফাইয়াজ হোসেনসহ সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। দেশের অপশক্তি দমনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জবিসাকে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোন আপোষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সাংস্কৃতিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

সাম্প্রদায়িক সহিংসতায় দেশব্যাপী আ’লীগের প্রতিবাদ

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি শোভাযাত্রা শুরুর সময় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধ শক্তিগুলোকে প্রতিহত না করা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন।

চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের তৃণমূল স্তরের প্রতিনিধিত্বমূলক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাঙালি জাতিসত্তার শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতেই বারবার সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মধ্যে বিভাজন ও বিভক্তির কারণেই স্বাধীনতাবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান ঘটেছিল। এটাই ছিল বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে বড় অপঘাত। এই অপঘাতের শিকড় আরও গভীরে যাবার আগে উপড়ে না ফেলতে পারলে জাতীয় অস্তিত্বের সুরক্ষা নিশ্চিত হবে না। এছাড়াও চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে সাম্প্রতিক সময়ে যেসব সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে তাতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ফুটে ওঠেছে। একইসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, সিলেট, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা রোধে শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়।

ছবি

বাংলাদেশের চিকিৎসা সেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চায় প্রধানমন্ত্রী

গাজীপুরে মরে যাচ্ছে মুরগি, বন্ধ হয়ে যাচ্ছে খামার

ছবি

আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি

একটানা এতদিন এত তাপ দেখেনি বাংলাদেশ

রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ‘ভিত্তিহীন’ তথ্য রয়েছে

ছবি

গণতান্ত্রিক ধারাবাহিকতা টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর ইসি

ছবি

থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

ছবি

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন এম ইউ কবীর চৌধুরী

বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মানবাধিকার কমিশন

ছবি

১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয়নি: এলজিআরডি মন্ত্রী

ছবি

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ছবি

যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

ছবি

গ্যাস সংকটে আগামীর ‘ভরসা’ এলএনজি

ছবি

রানা প্লাজা ধসের ১১ বছর : ‘আমার স্বপ্নও ভেঙে গেছে’

ছবি

এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

ছবি

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ নতুন বিচারক

ছবি

কক্সবাজারে ভোটার হওয়া রোহিঙ্গাদের তালিকা চায় হাই কোর্ট

ছবি

ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি

তাপপ্রবাহের এলাকা আরও বাড়বে

ছবি

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ছবি

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই

ছবি

ঢাকা ছাড়লেন কাতারের আমির

ছবি

সোমালি জলদস্যুদের দ্বারা জব্দ করা জাহাজ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে; ২৩ জন বাংলাদেশি নাবিকের সবাই নিরাপদ

ছবি

পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন

ছবি

পদত্যাগ না করেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন

ছবি

বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব

ছবি

তীব্র দাবদাহের মধ্যেও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড , আছে লোড শেডিংও

ছবি

বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই

ছবি

ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল

ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির

ছবি

তাপপ্রবাহের সতর্কবার্তা বাড়লো আরও ৩ দিন, দুর্ভোগে সাধারণ মানুষ

ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর যৌথ অংশগ্রহণে টিএল-২০২৪ উদ্বোধন

ছবি

শিশু অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ--স্পীকার

tab

জাতীয়

‘জাগো মানুষ রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’

সারাদেশে সম্প্রীতির মিছিল

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার শাহবাগ মোড়ে লেখক, কবি, শিল্পী, সাংবাদিকদের সম্প্রীতি সমাবেশ -সংবাদ

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ, বাড়িঘর ও দোকানপাটে সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি সারাদেশে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। সংবাদের প্রতিনিধিরা এসব সমাবেশের খবর পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জাগো মানুষ রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমিল্লা, রংপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন কথাসাহিত্যিক আনিসুল হক, লেখক পারভেজ হোসেন, কথাসাহিত্যিক শাহেদ কায়েস, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, লেখক ঝর্না রহমান, মোজাফফর হোসেন, রবীন্দ্র সংগীত শিল্পী মকবুল হোসাইনসহ অনেকে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ কর্মসূচি আহ্বান করেছেন।

সমাবেশে সাহিত্যিক স্বকৃত নোমান কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা, রামু, নাসিরনগর, শাল্লা, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী ও রংপুরে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশ করা ও প্রতিটি ঘটনার বিচার করা, অতীতে সাম্প্রদায়িক হামলার হোতা অভিযুক্ত অনেক ব্যক্তিকে রাজনৈতিক দলে প্রকাশ্যে কর্মরত দেখা যায়, তাদের চিহ্নিত করে বহিষ্কার ও বিচার করা, ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মসভা তথা ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষমূলক বক্তব্য বন্ধের উদ্যোগ নেয়া, স্কুল-কলেজের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক পাঠ বিলুপ্ত করে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক প্রণয়ন করা, বহুজাতি এবং বহুধর্ম সম্প্রদায়ের এই দেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাতিল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা, সরকারি পৃষ্ঠপোষকতায় সারাদেশের সংস্কৃতিচর্চার (নাটক, গান, নৃত্য, যাত্রাপালা, পালাগান, বাউলগান) প্রসার ঘটানো, পাশাপাশি স্বাধীন সাংস্কৃতিক সংগঠনগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রাণিত করা, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা।

ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. রহমতুল্লাহের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ আখতারুজ্জামান বলেন, মাঝে মাঝেই বাংলাদেশের মতো সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠে। বিভিন্ন ঘটনা সৃষ্টি করে, যা দুঃখজনক। সম্প্রীতির বন্ধন বিনষ্ট করে এমন কোন কাজই কাম্য নয়।

উপাচার্য বলেন, সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে হবে। ঘটনাগুলো সংঘটনকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া জরুরি। এটি যদি না করা হয়, তাহলে ভবিষ্যতেও এই অপশক্তি আমাদের সম্প্রীতির বন্ধন নষ্ট করার অপতৎপরতায় লিপ্ত হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান, শিক্ষক সমিতির সদস্য সাদেকা হালিম, নীল দলের আহ্বায়ক ড. মুহম্মদ সামাদ, নীল দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা।

ঢাবিতে পথনাটকে ব্যতিক্রমী প্রতিবাদ

‘পুড়ছে বাংলাদেশ, দেখতে কি পাও?’ এমন প্রশ্ন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিবাদী পথনাটকে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর চালানো সহিংসতার চিত্র ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। সাম্যের গান গেয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান তাদের।

তারা বলেন, একটা বিশেষ গোষ্ঠী সোনার বাংলায় অরাজকতা করছে। আমরা চাচ্ছি আমাদের যার যার স্থান থেকে আমাদের ৭১-এর চেতনাকে ফিরিয়ে আনতে। আমরা প্রতিবাদ জানাচ্ছি সাম্প্রদায়িকতার। রুখে দাও সাম্প্রদায়িকতা, সম্প্রীতির বাংলাদেশ গড়ার এই মিছিলে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিতের দাবি জানান তারা।

এদিন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র ইউনিয়ন। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

জবি শিক্ষকদের মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আবদুল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জবি নীল দলের সভাপতি অধ্যাপক মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা বলেন, পাঠ্যপুস্তকে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই বিভাজন থাকবে। পাঠ্যপুস্তকে বিভাজনের নীতি নয় পাঠ্যপুস্তক হবে মানবতার নীতি, একতার নীতি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মনে যে ভয়, শঙ্কা দেখা দিয়েছে তা থেকে তাদের বের করে আনা। আমরা সবাই তাদের পাশে আছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাকে) মানববন্ধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশিদ খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোবারক ও সংগঠনের সভাপতি মো. ফাইয়াজ হোসেনসহ সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। দেশের অপশক্তি দমনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জবিসাকে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোন আপোষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সাংস্কৃতিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

সাম্প্রদায়িক সহিংসতায় দেশব্যাপী আ’লীগের প্রতিবাদ

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি শোভাযাত্রা শুরুর সময় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধ শক্তিগুলোকে প্রতিহত না করা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন।

চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের তৃণমূল স্তরের প্রতিনিধিত্বমূলক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাঙালি জাতিসত্তার শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতেই বারবার সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মধ্যে বিভাজন ও বিভক্তির কারণেই স্বাধীনতাবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান ঘটেছিল। এটাই ছিল বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে বড় অপঘাত। এই অপঘাতের শিকড় আরও গভীরে যাবার আগে উপড়ে না ফেলতে পারলে জাতীয় অস্তিত্বের সুরক্ষা নিশ্চিত হবে না। এছাড়াও চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে সাম্প্রতিক সময়ে যেসব সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে তাতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ফুটে ওঠেছে। একইসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, সিলেট, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা রোধে শোভাযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়।

back to top