বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, মিনি স্টেডিয়াম নির্মাণসহ উন্নয়নের ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও গণজমায়েত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো নারী-পুরুষ অংশ নেয়। শেরপুর উপজেলা স্বার্থ রক্ষা পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ। তিনি বলেন, বিগত সরকারের সময় শেরপুর উপজেলায় কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। যার ফলে শেরপুর উপজেলা সম্ভাবনাময় হওয়া স্বত্ত্বেও পিছিয়ে পড়েছে। তাই শেরপুরের উন্নয়নে ১১ দফা দাবি পেশ করা হয়েছে। তা এলাকার মানুষের প্রাণের দাবি। এগুলো বাস্তবায়ন হলে শেরপুরের সব শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, পৌরসভার সীমানা বৃদ্ধি, পৌর কিচেন মার্কেট চালু, করতোয়া নদী খনন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা, বাস টার্মিনাল নির্মাণ, ষ্টেডিয়াম নির্মাণ, শিশু পার্ক চালুসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, মিনি স্টেডিয়াম নির্মাণসহ উন্নয়নের ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও গণজমায়েত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো নারী-পুরুষ অংশ নেয়। শেরপুর উপজেলা স্বার্থ রক্ষা পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ। তিনি বলেন, বিগত সরকারের সময় শেরপুর উপজেলায় কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। যার ফলে শেরপুর উপজেলা সম্ভাবনাময় হওয়া স্বত্ত্বেও পিছিয়ে পড়েছে। তাই শেরপুরের উন্নয়নে ১১ দফা দাবি পেশ করা হয়েছে। তা এলাকার মানুষের প্রাণের দাবি। এগুলো বাস্তবায়ন হলে শেরপুরের সব শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, পৌরসভার সীমানা বৃদ্ধি, পৌর কিচেন মার্কেট চালু, করতোয়া নদী খনন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা, বাস টার্মিনাল নির্মাণ, ষ্টেডিয়াম নির্মাণ, শিশু পার্ক চালুসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।