যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা ঘটেছে। সোশ্যাল মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর রাতেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করেছে যশোর জেলা ছাত্রদল।
গত মঙ্গলবার দুপুরে চৌগাছা থানার পাশের পাঁচনামনা মোড়ে মেসার্স আর এস ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন এদিন দুপুরে তিনি ওই পেট্রোল পাম্পে মোটরসাইকেলের তেল নিতে যন।
তেল নেয়ার সময় হঠাৎ করেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রকি তেল নিতে মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে আছেন। হঠাৎ চার থেকে পাঁচজন যুবক রকিকে আক্রমণ করে কিল ঘুষি মারতে থাকে। একজন লাথিও মারে। একজন আগে আঘাত শুরু করলে বাকিরাও একযোগে মারধরে অংশ নেয়। রকি মোটরসাইকেলের ওপর থেকে নামতেও পারেননি।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের সাংগঠনিক পদ স্থগিত করেছে যশোর জেলা ছাত্রদল। রাতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির অনুমোদিত স্থগিতাদেশের কথা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
তবে ইমন হাসান রকি জানিয়েছেন, দলীয় সিনিয়র নেতারা কি সিদ্ধান্ত নেন দেখে পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা ঘটেছে। সোশ্যাল মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর রাতেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করেছে যশোর জেলা ছাত্রদল।
গত মঙ্গলবার দুপুরে চৌগাছা থানার পাশের পাঁচনামনা মোড়ে মেসার্স আর এস ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন এদিন দুপুরে তিনি ওই পেট্রোল পাম্পে মোটরসাইকেলের তেল নিতে যন।
তেল নেয়ার সময় হঠাৎ করেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রকি তেল নিতে মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে আছেন। হঠাৎ চার থেকে পাঁচজন যুবক রকিকে আক্রমণ করে কিল ঘুষি মারতে থাকে। একজন লাথিও মারে। একজন আগে আঘাত শুরু করলে বাকিরাও একযোগে মারধরে অংশ নেয়। রকি মোটরসাইকেলের ওপর থেকে নামতেও পারেননি।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের সাংগঠনিক পদ স্থগিত করেছে যশোর জেলা ছাত্রদল। রাতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির অনুমোদিত স্থগিতাদেশের কথা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
তবে ইমন হাসান রকি জানিয়েছেন, দলীয় সিনিয়র নেতারা কি সিদ্ধান্ত নেন দেখে পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।