alt

সারাদেশ

‘বৈসাবি’ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

পার্বত্য জেলার প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষ্যে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি’র আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করে। উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর চাকমা সভাপতিত্বে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা ম্রাসাথোয়াই মারমা, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সমন্বয়ক রুমেল মারমা, উদযাপন কমিটির সমন্বয়ক ভোলাস ত্রিপুরাসহ বিভিন্ন স্তরে ব্যক্তিরা অংশ গ্রহণ করে।

বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি) উৎসব : বৈসাবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষ বরণ উৎসব। এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরণও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে।

চাকমা সম্প্রদায়ের বিজু : চাকমা ও তঞ্চঙ্গ্যারা এ উৎসবটি ৩দিন ধরে বিজু পালন করেন। এ ৩দিন হল চৈত্রের শেষ ২দিন ও বৈশাখের প্রথম দিন। এর মাঝে চৈত্রের শেষ দিনটি এই উৎসবের মূল আকর্ষণ। এ দিন ঘরে ঘরে পঁয়ত্রিশ প্রকারের সবজি সহকারে বিশেষ খাদ্য পাজন রাঁধা হয়। তারা বিশ্বাস করেন এই পাঁচনের দৈব গুণাবলী আগত বছরের অসুস্থতা ও দুর্ভাগ্য দূর করবে। এদিন বিকেলে খেলা হয় ঐতিহ্যবাহী খেলা ঘিলা, বৌচি ইত্যাদি। তরুণীরা পানিতে ফুল ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে। বিজু উৎসবের এই ৩দিন কেউ কোনো জীবিত প্রাণী বধ করেন না।

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই : মারমা ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীরা বর্ষবরণের এই উৎসবকে পালন করেন সাংগ্রাই নামে। এ উৎসব চলে ৩দিন। মারমারা সবাই বুদ্ধের ছবি সহকারে নদীর তীরে যান এবং দুধ কিংবা চন্দন কাঠের ডাব জল দিয়ে এ ছবিটিকে স্নান করান। তারপর আবার এই ছবিটিকে আগের জায়গায় অর্থাৎ মন্দির বা বাসাবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মারমা সম্প্রদায় সেই আদিকাল থেকে অন্যান্য সম্প্রদায় থেকে ভিন্ন আঙ্গিকে পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে ক্যাপা বা গানে মঙ্গল যাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে যা মারমা ভাষায় সাংগ্রাই নামে পরিচিত। মূলত সাক্রই (সাল) শব্দ থেকেই সাংগ্রাই শব্দ এসেছে বলে ধারণা করা হয়। যা বাংলাই সংক্রান্তি’ বলে পরিচিত। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জ্যা’র(মারমা বর্ষপঞ্জি) গঠনের মাধ্যমে সাংগ্রাইয়ের দিন ঠিক করা হয়ে থাকে। মাইংমা সাক্র ১৩৫৯ খ্রিষ্টাব্দের আগে থেকেই এ সাক্রইঅ বা সাল গণনা করা হয়, যা জ্যা সাক্রইঅ নামে পরিচিত।

সাংগ্রাইয়ের উৎপত্তি নিয়ে মারমা ভাষায় বিভিন্ন কল্পকাহিনী বিদ্যমান রয়েছে, যা এখনো মারমা বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে প্রচলিত। কবে থেকে মারমাদের সাংগ্রাই উদযাপন শুরু হয় এ ব্যাপারে সঠিক কোনো ইতিহাস এখনো পাওয়া যায়নি। তবে মাইংমা সাক্র সাংগ্রাই উৎসবটি মারমারা তিন দিনব্যাপী উদযাপন করে। সাংগ্রাইয়ের প্রথম দিনকে মারমা ভাষায় সাংগ্রাই আক্যা বা পাইংছোয়ায় (সাংগ্রাইয়ের প্রথম দিন পুষ্প আহরণ)। দ্বিতীয় দিনকে সাংগ্রাই বাক্ (সাংগ্রাইয়ের দিন) এবং তৃতীয় দিনকে সাংগ্রাই আপ্যাইং (সাংগ্রাই বিদায়) নামে পরিচিত। এই তিন দিন মারমারা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, খেলাধুলা, পাচন খাওয়া-দাওয়ার আয়োজন করে।

সাংগ্রাই আক্যা বা পাইং ছোয়ায় (সাংগ্রাইয়ের প্রথম দিন বা পুষ্প আহরণ) এই দিনে আসন্ন পবিত্র সাংগ্রাইকে সামনে রেখে মারমারা নিজেদের বাড়ি, বাড়ির আঙিনা ও আশপাশের রাস্তা পরিষ্কার-পরিছন্ন করে। এদিন মারমারা সবাই মিলে পবিত্র সূত্রাদি পাঠের মাধ্যমে বিহার পরিষ্কার করে থাকে।

সাংগ্রাই বাক্ (সাংগ্রাইয়ের দিন) এই দিনে খুব ভোর থেকে গ্রামে গ্রামে মারমাদের মধ্যে নিজ নিজ উদ্যোগে পুষ্প আহরণের ধুম লাগে। এদিন যে যত বেশি পুষ্প আহরণ করে বুদ্ধের কাছে পুষ্পপূজা করতে পারবে সে তত বেশি পুণ্য অর্জন করবে বলে মারমাদের বিশ্বাস। সাংগ্রাইয়ের তিন দিনকে উপলক্ষ করে অনেকে বিহারে গিয়ে তিন দিনের জন্য অষ্টমশীল পালন করে উপাসনা করেন। আবার অনেকে এদিন খুব ভোরে বিহারে গিয়ে বুদ্ধকে উদ্দেশ্য করে অংরুং ছোইং (ভিক্ষুদের সবার খাবার) দান করেন। বিহারে অবস্থানরত ভিক্ষুরা এদিন ধর্ম দেশনা দিয়ে থাকেন। দুপুর গড়ালে ‘দোয়াইং (ভিক্ষুদের দুপুরের খাবার)-এর দানানুষ্ঠান শুরু হয়। অতঃপর ভিক্ষুদের দোয়াইং গ্রহণ শেষ হলে বিকেলে ‘নাইংসা’(সুগন্ধিকাব বিশেষ)-এর পানি, ডাবের পানি দিয়ে বুদ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু : বৈসু ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়। ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈস। প্রথম দিনকে বলা হয় হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল। মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। তিনদিন ব্যাপী এই বৈসুর প্রথম দিন হারি বৈসু। হারি বৈসুতে ভোর বেলায় ফুলগাছ থেকে ফুল তোলার প্রতিযোগিতা চলে। সেই ফুল দিয়ে বাড়ি সাজানো হয় এবং পাশাপাশি সেই ফুল মন্দির এবং পবিত্র স্থানে দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়।

চাকমা-মারমা-ত্রিপুরা ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীদের গণত্মক বা পাচন : বৈসাবি উৎসবে রান্না হয় মূলত উপজাতিদের প্রধান ও জনপ্রিয় খাবার ‘গণত্মক বা পাচন’ এ খাবার সবার ঘরে রান্না হয়। এর পাশাপাশি নানা ধরনের পিঠা, সেমাই, মুড়ি-চানাচুরসহ বিভিন্ন ধরনের ফলমূল ও ঠান্ডা পানীয় জলের আয়োজন করা হয়। মিশ্র শাক-সবজি রান্না হয় মূলত ২৫ থেকে ৩০ধরনের সবজির সংমিশ্রণে। তবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় সবজির ধরনের পরিমাণও কমে যাচ্ছে।

আর্কষণীয় ঐতিহ্যবাহী মারমাদের জলকেলী : মারমাদের জলকেলী বা পানি উৎসবটি প্রতিটি এলাকাতেই কমবেশি জনপ্রিয় হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ১৪এপ্রিল মারমা উন্নয়ন সংসদ পান খাইয়া পাড়ায় ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ টিটিসে সংলগ্ন পেন্ডেলে পৃথকভাবে জলকেলী বা পানি উৎসবটি আয়োজন করে থাকে। বান্দরবানে মারমা শিল্পী গোষ্টির আয়োজনে বোমাং রাজার মাঠে ১৫এপ্রিল জলকেলী বা পানি উৎসবটি পালন করে থাকে। রাংগামাটি পার্বত্য জেলাতে ১৬এপ্রিল মারমা সংস্কৃতি সংস্থা উদ্দ্যোগে এবার বাংগালহালিয়ায় জলকেলী বা পানি উৎসবটি পালন করবে। এটিও বৈসাবী উৎসবেরই একটি অংশ। এ উৎসবে ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীরা বর্ষবরণের সবাই সবার দিকে পানি ছুঁড়ে উল্লাসে মেতে ওঠেন যেন গত বছরের সকল দুঃখ, পাপ ধুয়ে যায়। এর আগে অনুষ্ঠিত হয় জলপূজা। এর মাধ্যমে পরস্পরের বন্ধন দৃঢ় হয়। তা ছাড়া মারমা যুবকরা তাদের পছন্দের মানুষটির গায়ে পানি ছিটানোর মাধ্যমে সবার সামনে ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার এমন বর্ণাঢ্য উচ্ছ্বাস, এমন বর্ণাঢ্য অনুভূতি আর কোন ‘গান্ধর্ব্য’ শুধু বৈসাবিতেই সম্ভব।

ছবি

ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

ছবি

বিলাসপুরে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি

মধুপুরে জৌলুস হারাচ্ছে মৃৎশিল্প

ছবি

কটিয়াদীর মাঠে মাঠে সবুজ ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

আশুলিয়ায় রাস্তার গর্তে লেগুনা, নিহত ২

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ছবি

তিতাসে লতিকচু চাষে ভাগ্য বদলের স্বপ্ন কৃষক পলাশের

বিয়ানীবাজারে নিজস্ব ঠিকানায় বসতে অনীহা মুক্তিযোদ্ধাদের

ছবি

মুজিবনগর দিবস পালিত

১৬ বছর পর ফের চালু হচ্ছে রাজশাহীর দামকুড়া পশুহাট

সৌদিতে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু স্বজনদের আহাজারি

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক ৬

ছবি

নাজিরের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

পবিপ্রবি শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যুর ঘটনায় চিকিৎসক ওএসডি, প্রত্যাহার দাবি

কাপাসিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ছবি

গঙ্গাচড়ার বেতগাড়ী পশুর হাটের ইজারা জটিলতা

ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিওর ভাইরাল যুবক তিন দিনের রিমান্ডে

সাবেক এমপি ওমর ফারুক ও স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সালিশে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে তালাক, ভুক্তভোগী পেলেন মাত্র ৮০ হাজার

ছবি

রাজবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

শেরপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

করিমগঞ্জে বিদ্যালয় মাঠের মাটি ভরাট উদ্বোধন

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচগাঁওয়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা হারিয়ে যাচ্ছে

নোয়াখালীতে চোলাই মদসহ যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ

চীনা হাসপাতাল তিস্তার ব্যারেজ এলাকায় নির্মাণের দাবি

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই

ছবি

বাংলাদেশি কাঠুরিয়াকে মায়ানমারে ধরে নেয়ার ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৬ নেতা আটক

স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ দুজনের ফাঁসির আদেশ

মৎস্য ও পোল্ট্রি খামারের মাছ ধরায় বাধা, অভিযোগ চাঁদা দাবির

ছবি

চাঁদপুরের বিষ্ণুপুরে ধনাগোদা নদীর গ্রাসে রাস্তা বিলীন, দাঁড়িয়ে বেইলি ব্রিজ

কুলাউড়ায় ভূমি অফিসের বেদখলকৃত ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি

নেপালের তুষারপ্রবণ অন্নপূর্ণা-১ জয়ী বাবর আলী নিজভূমে

সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে শোকজ

tab

সারাদেশ

‘বৈসাবি’ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

পার্বত্য জেলার প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষ্যে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি’র আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করে। উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর চাকমা সভাপতিত্বে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা ম্রাসাথোয়াই মারমা, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সমন্বয়ক রুমেল মারমা, উদযাপন কমিটির সমন্বয়ক ভোলাস ত্রিপুরাসহ বিভিন্ন স্তরে ব্যক্তিরা অংশ গ্রহণ করে।

বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি) উৎসব : বৈসাবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষ বরণ উৎসব। এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরণও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে।

চাকমা সম্প্রদায়ের বিজু : চাকমা ও তঞ্চঙ্গ্যারা এ উৎসবটি ৩দিন ধরে বিজু পালন করেন। এ ৩দিন হল চৈত্রের শেষ ২দিন ও বৈশাখের প্রথম দিন। এর মাঝে চৈত্রের শেষ দিনটি এই উৎসবের মূল আকর্ষণ। এ দিন ঘরে ঘরে পঁয়ত্রিশ প্রকারের সবজি সহকারে বিশেষ খাদ্য পাজন রাঁধা হয়। তারা বিশ্বাস করেন এই পাঁচনের দৈব গুণাবলী আগত বছরের অসুস্থতা ও দুর্ভাগ্য দূর করবে। এদিন বিকেলে খেলা হয় ঐতিহ্যবাহী খেলা ঘিলা, বৌচি ইত্যাদি। তরুণীরা পানিতে ফুল ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে। বিজু উৎসবের এই ৩দিন কেউ কোনো জীবিত প্রাণী বধ করেন না।

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই : মারমা ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীরা বর্ষবরণের এই উৎসবকে পালন করেন সাংগ্রাই নামে। এ উৎসব চলে ৩দিন। মারমারা সবাই বুদ্ধের ছবি সহকারে নদীর তীরে যান এবং দুধ কিংবা চন্দন কাঠের ডাব জল দিয়ে এ ছবিটিকে স্নান করান। তারপর আবার এই ছবিটিকে আগের জায়গায় অর্থাৎ মন্দির বা বাসাবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মারমা সম্প্রদায় সেই আদিকাল থেকে অন্যান্য সম্প্রদায় থেকে ভিন্ন আঙ্গিকে পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে ক্যাপা বা গানে মঙ্গল যাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে যা মারমা ভাষায় সাংগ্রাই নামে পরিচিত। মূলত সাক্রই (সাল) শব্দ থেকেই সাংগ্রাই শব্দ এসেছে বলে ধারণা করা হয়। যা বাংলাই সংক্রান্তি’ বলে পরিচিত। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জ্যা’র(মারমা বর্ষপঞ্জি) গঠনের মাধ্যমে সাংগ্রাইয়ের দিন ঠিক করা হয়ে থাকে। মাইংমা সাক্র ১৩৫৯ খ্রিষ্টাব্দের আগে থেকেই এ সাক্রইঅ বা সাল গণনা করা হয়, যা জ্যা সাক্রইঅ নামে পরিচিত।

সাংগ্রাইয়ের উৎপত্তি নিয়ে মারমা ভাষায় বিভিন্ন কল্পকাহিনী বিদ্যমান রয়েছে, যা এখনো মারমা বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে প্রচলিত। কবে থেকে মারমাদের সাংগ্রাই উদযাপন শুরু হয় এ ব্যাপারে সঠিক কোনো ইতিহাস এখনো পাওয়া যায়নি। তবে মাইংমা সাক্র সাংগ্রাই উৎসবটি মারমারা তিন দিনব্যাপী উদযাপন করে। সাংগ্রাইয়ের প্রথম দিনকে মারমা ভাষায় সাংগ্রাই আক্যা বা পাইংছোয়ায় (সাংগ্রাইয়ের প্রথম দিন পুষ্প আহরণ)। দ্বিতীয় দিনকে সাংগ্রাই বাক্ (সাংগ্রাইয়ের দিন) এবং তৃতীয় দিনকে সাংগ্রাই আপ্যাইং (সাংগ্রাই বিদায়) নামে পরিচিত। এই তিন দিন মারমারা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, খেলাধুলা, পাচন খাওয়া-দাওয়ার আয়োজন করে।

সাংগ্রাই আক্যা বা পাইং ছোয়ায় (সাংগ্রাইয়ের প্রথম দিন বা পুষ্প আহরণ) এই দিনে আসন্ন পবিত্র সাংগ্রাইকে সামনে রেখে মারমারা নিজেদের বাড়ি, বাড়ির আঙিনা ও আশপাশের রাস্তা পরিষ্কার-পরিছন্ন করে। এদিন মারমারা সবাই মিলে পবিত্র সূত্রাদি পাঠের মাধ্যমে বিহার পরিষ্কার করে থাকে।

সাংগ্রাই বাক্ (সাংগ্রাইয়ের দিন) এই দিনে খুব ভোর থেকে গ্রামে গ্রামে মারমাদের মধ্যে নিজ নিজ উদ্যোগে পুষ্প আহরণের ধুম লাগে। এদিন যে যত বেশি পুষ্প আহরণ করে বুদ্ধের কাছে পুষ্পপূজা করতে পারবে সে তত বেশি পুণ্য অর্জন করবে বলে মারমাদের বিশ্বাস। সাংগ্রাইয়ের তিন দিনকে উপলক্ষ করে অনেকে বিহারে গিয়ে তিন দিনের জন্য অষ্টমশীল পালন করে উপাসনা করেন। আবার অনেকে এদিন খুব ভোরে বিহারে গিয়ে বুদ্ধকে উদ্দেশ্য করে অংরুং ছোইং (ভিক্ষুদের সবার খাবার) দান করেন। বিহারে অবস্থানরত ভিক্ষুরা এদিন ধর্ম দেশনা দিয়ে থাকেন। দুপুর গড়ালে ‘দোয়াইং (ভিক্ষুদের দুপুরের খাবার)-এর দানানুষ্ঠান শুরু হয়। অতঃপর ভিক্ষুদের দোয়াইং গ্রহণ শেষ হলে বিকেলে ‘নাইংসা’(সুগন্ধিকাব বিশেষ)-এর পানি, ডাবের পানি দিয়ে বুদ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু : বৈসু ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়। ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈস। প্রথম দিনকে বলা হয় হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল। মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। তিনদিন ব্যাপী এই বৈসুর প্রথম দিন হারি বৈসু। হারি বৈসুতে ভোর বেলায় ফুলগাছ থেকে ফুল তোলার প্রতিযোগিতা চলে। সেই ফুল দিয়ে বাড়ি সাজানো হয় এবং পাশাপাশি সেই ফুল মন্দির এবং পবিত্র স্থানে দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়।

চাকমা-মারমা-ত্রিপুরা ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীদের গণত্মক বা পাচন : বৈসাবি উৎসবে রান্না হয় মূলত উপজাতিদের প্রধান ও জনপ্রিয় খাবার ‘গণত্মক বা পাচন’ এ খাবার সবার ঘরে রান্না হয়। এর পাশাপাশি নানা ধরনের পিঠা, সেমাই, মুড়ি-চানাচুরসহ বিভিন্ন ধরনের ফলমূল ও ঠান্ডা পানীয় জলের আয়োজন করা হয়। মিশ্র শাক-সবজি রান্না হয় মূলত ২৫ থেকে ৩০ধরনের সবজির সংমিশ্রণে। তবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় সবজির ধরনের পরিমাণও কমে যাচ্ছে।

আর্কষণীয় ঐতিহ্যবাহী মারমাদের জলকেলী : মারমাদের জলকেলী বা পানি উৎসবটি প্রতিটি এলাকাতেই কমবেশি জনপ্রিয় হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ১৪এপ্রিল মারমা উন্নয়ন সংসদ পান খাইয়া পাড়ায় ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ টিটিসে সংলগ্ন পেন্ডেলে পৃথকভাবে জলকেলী বা পানি উৎসবটি আয়োজন করে থাকে। বান্দরবানে মারমা শিল্পী গোষ্টির আয়োজনে বোমাং রাজার মাঠে ১৫এপ্রিল জলকেলী বা পানি উৎসবটি পালন করে থাকে। রাংগামাটি পার্বত্য জেলাতে ১৬এপ্রিল মারমা সংস্কৃতি সংস্থা উদ্দ্যোগে এবার বাংগালহালিয়ায় জলকেলী বা পানি উৎসবটি পালন করবে। এটিও বৈসাবী উৎসবেরই একটি অংশ। এ উৎসবে ক্ষুদ্র-নৃ-গোষ্টি বা আদিবাসীরা বর্ষবরণের সবাই সবার দিকে পানি ছুঁড়ে উল্লাসে মেতে ওঠেন যেন গত বছরের সকল দুঃখ, পাপ ধুয়ে যায়। এর আগে অনুষ্ঠিত হয় জলপূজা। এর মাধ্যমে পরস্পরের বন্ধন দৃঢ় হয়। তা ছাড়া মারমা যুবকরা তাদের পছন্দের মানুষটির গায়ে পানি ছিটানোর মাধ্যমে সবার সামনে ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার এমন বর্ণাঢ্য উচ্ছ্বাস, এমন বর্ণাঢ্য অনুভূতি আর কোন ‘গান্ধর্ব্য’ শুধু বৈসাবিতেই সম্ভব।

back to top