alt

নগর-মহানগর

রাজধানীতে গ্যাস সংকট, চুলা জ্বলে না বাসাবাড়িতে

বাকী বিল্লাহ : রোববার, ১৪ জুলাই ২০২৪

রাজধানীর অভিজাত ধানমন্ডি থেকে শুরু করে পুরো শহরে হাজার হাজার বাসা-বাড়িতে গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে অনেক বাসায় জ্বলে না চুলা। বন্ধ হয়ে গেছে রান্না। হোটেল থেকে খাবার কিনে খাওয়া হচ্ছে।

আবার অনেকেই গ্যাসের অভাবে বিকল্প ব্যবস্থায় কোনো মতে, ইলেট্রিক কুকুরে রান্না করছেন। আবার কেউ কেউ মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন। গত কয়েক সপ্তাহ ধরে এই অবস্থা চলছে। ১২ জুলাই শুক্রবার প্রচণ্ড ঝড়বৃষ্টির পুরো শহরে বাসা-বাড়িতে গ্যাস সংকট তীব্র হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা এই সব অভিযোগ করেছেন। গ্যাসের কর্মকর্তারা বলছেন, পুরো শহরেই এই সংকট চলছে।

পুরানা পল্টনের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ৪১/২ পুরানা পল্টনে ভাড়া বাসায় তিনি দীঘদিন পরিবার নিয়ে বসবাস করছেন। বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে গ্যাসের লাইন থাকার পরও গ্যাসের চাপ নেই। রান্না করা যাচ্ছে না।

শুক্রবার বৃষ্টিতে এলাকা পানিতে ডুবে যাওয়ার পর এখন আর গ্যাসই নেই। গ্যাসের অভাবে বহু পরিবারে রান্না বন্ধ। আর অনেক পরিবার রাত জেগে গ্যাসের জন্য অপেক্ষা করতে থাকে। একটু গ্যাস আসলে একমুঠো ভাত রান্না করা যায় কিনা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

পুরানা পল্টন ৪১/এ হাউজিং সোসাইটির বাসার বাসিন্দা মো. জিন্নাহ বলেন, গত তিনদিন ধরে তার বাসায় কোনো গ্যাস নেই। গ্যাসের অভাবে রান্নাও হচ্ছে না। হোটেলই ভরসা। পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। তারা হোটেল থেকে খাবার কিনে খেয়েই দিন কাটান। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় সংবাদ কার্যালয়ে এসে তার বাসার গ্যাস সংকটের কথা জানিয়েছে। ওই হাউজিংয়ের ৩৬টি ফ্ল্যাটে গ্যাস সংকট চরমে বলে তিনি জানিয়েছেন। তারা গ্যাস অভিযোগ কেন্দ্রে বারবার অভিযোগ করার পরও কোনো কাজ হচ্ছে না। কখনো বলছে সকালে আসব। আবার কখনো বলছে বিকেলে আসব। আসলেউ কেউই খোঁজে নিচ্ছে না। শুক্রবার পানিতে ডুবে যাওয়ার পর এখন পুরো পরিবার খাবার সংকটে ভুগছেন। অথচ প্রতিমাসে তারা এক হাজার আশি টাকা গ্যাস বিল দিচ্ছেন। অথচ সেবা পাচ্ছে না।

পুরানা পল্টন ৪১/৩ বি পল্টন এনক্লেভ হাউজিং সোসাইটির ব্যবসায়ী আবদুর রশিদ সংবাদকে জানান, শুক্রবার প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ওই হাউজিংয়ের নিচতলা ডুবে গেছে। গত ১২ থেকে ১৫ বছরে পল্টনে এক রকম ডুবে যায়নি। এরপর থেকে বাসায় গ্যাস নেই। বিকল্প হিসেবে রাইচ কুকার দিয়ে রান্না করে কোনো মতে দিন কাটছে। ওই হাউজিয়ে আরও একাধিক বাসায় একইভাবে গ্যাস সংকট চলছে। হটলাইনে কিংবা টেলিফোনে সোইটি থেকে অভিযোগ করার পরও কাজ হচ্ছে না। পুরো পরিবার নিয়ে কষ্টে দিন কাটছেন বলে অনেকেই অভিযোগ করেন। এভাবে পুরানা পল্টন ও নয়া পল্টনে বহু বাসায় কয়েকদিন ধরে গ্যাস সংকট চলছে।

রাজধানীর চ্যামেলী বাগের বাসিন্দা মারুফুল হাসান কায়সার সংবাদকে জানান, তার বাসায় সকাল ৮টার দিকে গ্যাস চলে যায়। দুপুর ২টার পর একটু গ্যাস আসে। এভাবে বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে।

উত্তর শাহজাহানপুর মসজিদ গলি সংলগ্ন বাসার বাসিন্দারা জানান, সকাল ৯টা আবার কখনো সকাল ১১টার দিকে গ্যাস যায়। এরপর বিকেল তিনটার পর গ্যাস আসে। তাও চাপ চাপ কম থাকে। গ্যাসের জন্য গৃহবধূরা দিনের অর্ধেক সময় বসে দিন কাটাতে হচ্ছে। গত ১৫ দিন ধরে এই অবস্থা চলছে। খিলগাঁও তিলপাপাড়া ও আগারগাঁও, যাত্রাবাড়ি ধোলাইরপাড় বাজারসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চলছে। গ্যাসের জন্য বাসা বাড়িতে এখন হাহাকার চলছে।

ধোলাইরপাড় বাজার গলির বাসিন্দা রিমানা জাহিদ জেরিন জানান, তার বাসায় গত এক মাসের বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। গ্যাসের জন্য ঠিকমত রান্না করা কষ্টকর হয়ে পড়েছে। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে গ্যাসের চরম সংকট চলছে। আবার কোনো কোনো এলাকায় সংকট নেই।

গ্যাস অভিযোগ কেন্দ্রে অভিযোগ করলে তারা বলছেন, দেরি হবে। লাইন লিকেজ আছে। লাইনে পানি ঢুকছে। লাইনে ত্রুটি নানা অভিযোগ করা হয়। এরপর গভীর রাতে মেরামত করতে গেলে সেবা পেতে বকশিস লাগে। এই ভাবে নগরীর বিভিন্ন এলাকায় এখন বাসা-বাড়িতে সংকট চলছে। গ্যাসের চাপ কম থাকায় রান্নাও করা যাচ্ছে না।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস হটলাইনে যোগাযোগ করলে শুভ্র নামে একজন ফোন রিসিভ করেন। তার মতে, পল্টনসহ বিভিন্ন এলাকা থেকে অনেক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে। অন্য দিকে অভিযোগকারিরা বলেন, শুক্রবার থেকে গ্যাস নেই। অভিযোগ পাওয়ার পরও বলছেন, সময় লাগবে। দয়া করে পত্রিকায় একটু লিখেন। তা হলে যদি নজরে আসে।

এই সম্পর্কে গ্যাস বিভাগের অভিযোগ নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করলে সিনিয়র ডাটা এন্টি অফিসার খোরদেশ আহমেদ সংবাদকে জানান, পুরো রাজধানীতে বাসা-বাড়িতে গ্যাস সংকট চলছে। প্রতিদিন শত শত অভিযোগ রিসিভ করা হচ্ছে। এইবার ধানমন্ডিতে প্রথমবারের মত গ্যাস সংকট চলছে। এইুছাড়াও মিরপুরে, মোহাম্মদপুর, গোপীবাগ, মুগদাসহ পুরো শহরে সংকট।

কোথাও লাইনে সমস্যা, কোথায়ও পানি ঢুকছে। কোথাও প্রেসার কম। লাইনে গ্যাস নেই। এই ভাবে হাজার হ্জাার পরিবার কষ্টে দিন কাটছে। এরপরও ২৪ ঘণ্টা ধরে সব অভিযোগ রিসিভ করা হচ্ছে। রাত ১১টার পর বেশি কাজ করা হচ্ছে। রোববার অনেকেই টেলিফোন করে নানা ভাবে বাজে আচরণ করছে। কিছু বলার নেই। আমরা চেষ্টা করছি। লাইনে গ্যাস না থাকলে কি করব। চেষ্টা করে যাচ্ছি। এই কর্মকর্তার বাসায়ও গ্যাস নেই। তিনিও কষ্টে আছেন। এরপরও চেষ্টা করে যাচ্ছেন।

মধ্যরাতে গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১০

ছবি

সংযুক্ত আরব আমিরাতে সাজা মওকুফ হওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

ছবি

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবরোধ

ছবি

তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে: ইফতেখারুজ্জামান

ছবি

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি, শাহবাগ অবরোধ

ছবি

ফেনীতে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস’ কর্মসূচি

ছবি

স্বতন্ত্র আইসিটি ক্যাডারের দাবি গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের

ছবি

বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরি প্রত্যাশীদের সমাবেশ

ছবি

সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবিতে মশালমিছিল, ৫ অক্টোবর ঢাকায় অবরোধের ঘোষণা

ছবি

ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনাকেও শাস্তি পেতে হবে: সমাবেশে বক্তারা

ছবি

ছাত্র-জনতার আন্দোলনের এক মাস পূর্তি, আজ ‘শহীদি মার্চ’

ছবি

২৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন ‘সুইডেন আসলাম’

ছবি

বাংলাদেশ কম্পিউটার সমিতির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম

ছবি

আনসার বাহিনীর আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই সদস্য গ্রেপ্তার

ছবি

চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, স্বাভাবিক কার্যক্রমে ফিরছে হাসপাতালগুলো

ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা নির্ধারণের দাবি

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ৫ পুলিশ আহত

ছবি

রাজধানীতে ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

ছবি

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী আটক

ছবি

আগামীকাল থেকে সীমিত আকারে হাসপাতালের আউটডোর সেবা চালু

ছবি

আলোচিত মামলায় আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি, সাকিবের বিরুদ্ধে বিচার শুরু

ছবি

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

ছবি

আওয়ামী লীগ জোটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

ছবি

ক্ষমতার পরিবর্তনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল, ৮৩ জন কর্মকর্তার বদলি

ছবি

রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি

পুলিশে রদবদলের সুযোগে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

ছবি

ব্যাংক হিসাব স্থগিত সাবেক প্রধান বিচারপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেলের

ছবি

হাসিনা সরকারের ‘গণহত্যা’র বিচারে বিশেষ ট্রাইব্যুনালের দাবি জামায়াতের

ছবি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু, অস্ট্রেলিয়া যাওয়া হলো না জাররাফ প্রিতমের

ছবি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পিপি আবদুল্লাহ আবুর বদলে দায়িত্বে এহসানুল হক সমাজী

ছবি

বন্যাকবলিতদের সহায়তায় সেনা পরিবার কল্যাণ সমিতি ও ক্লাবগুলির ১৫ লাখ টাকার অনুদান

ছবি

অবৈধ সম্পদ অর্জন: নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ও স্ত্রী কারাগারে

ছবি

হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আদালতে আনার পর ডিম নিক্ষেপ, রিমান্ড মঞ্জুর

ছবি

কোটা আন্দোলনে কলেজ ছাত্র নিহত: ভিডিও প্রমাণসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

ছবি

ঢাকায় আরেক হত্যা মামলায় সাংবাদিক দম্পতির আবারও পাঁচ দিনের রিমান্ড

ছবি

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি

tab

নগর-মহানগর

রাজধানীতে গ্যাস সংকট, চুলা জ্বলে না বাসাবাড়িতে

বাকী বিল্লাহ

রোববার, ১৪ জুলাই ২০২৪

রাজধানীর অভিজাত ধানমন্ডি থেকে শুরু করে পুরো শহরে হাজার হাজার বাসা-বাড়িতে গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে অনেক বাসায় জ্বলে না চুলা। বন্ধ হয়ে গেছে রান্না। হোটেল থেকে খাবার কিনে খাওয়া হচ্ছে।

আবার অনেকেই গ্যাসের অভাবে বিকল্প ব্যবস্থায় কোনো মতে, ইলেট্রিক কুকুরে রান্না করছেন। আবার কেউ কেউ মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন। গত কয়েক সপ্তাহ ধরে এই অবস্থা চলছে। ১২ জুলাই শুক্রবার প্রচণ্ড ঝড়বৃষ্টির পুরো শহরে বাসা-বাড়িতে গ্যাস সংকট তীব্র হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা এই সব অভিযোগ করেছেন। গ্যাসের কর্মকর্তারা বলছেন, পুরো শহরেই এই সংকট চলছে।

পুরানা পল্টনের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ৪১/২ পুরানা পল্টনে ভাড়া বাসায় তিনি দীঘদিন পরিবার নিয়ে বসবাস করছেন। বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে গ্যাসের লাইন থাকার পরও গ্যাসের চাপ নেই। রান্না করা যাচ্ছে না।

শুক্রবার বৃষ্টিতে এলাকা পানিতে ডুবে যাওয়ার পর এখন আর গ্যাসই নেই। গ্যাসের অভাবে বহু পরিবারে রান্না বন্ধ। আর অনেক পরিবার রাত জেগে গ্যাসের জন্য অপেক্ষা করতে থাকে। একটু গ্যাস আসলে একমুঠো ভাত রান্না করা যায় কিনা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

পুরানা পল্টন ৪১/এ হাউজিং সোসাইটির বাসার বাসিন্দা মো. জিন্নাহ বলেন, গত তিনদিন ধরে তার বাসায় কোনো গ্যাস নেই। গ্যাসের অভাবে রান্নাও হচ্ছে না। হোটেলই ভরসা। পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। তারা হোটেল থেকে খাবার কিনে খেয়েই দিন কাটান। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় সংবাদ কার্যালয়ে এসে তার বাসার গ্যাস সংকটের কথা জানিয়েছে। ওই হাউজিংয়ের ৩৬টি ফ্ল্যাটে গ্যাস সংকট চরমে বলে তিনি জানিয়েছেন। তারা গ্যাস অভিযোগ কেন্দ্রে বারবার অভিযোগ করার পরও কোনো কাজ হচ্ছে না। কখনো বলছে সকালে আসব। আবার কখনো বলছে বিকেলে আসব। আসলেউ কেউই খোঁজে নিচ্ছে না। শুক্রবার পানিতে ডুবে যাওয়ার পর এখন পুরো পরিবার খাবার সংকটে ভুগছেন। অথচ প্রতিমাসে তারা এক হাজার আশি টাকা গ্যাস বিল দিচ্ছেন। অথচ সেবা পাচ্ছে না।

পুরানা পল্টন ৪১/৩ বি পল্টন এনক্লেভ হাউজিং সোসাইটির ব্যবসায়ী আবদুর রশিদ সংবাদকে জানান, শুক্রবার প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ওই হাউজিংয়ের নিচতলা ডুবে গেছে। গত ১২ থেকে ১৫ বছরে পল্টনে এক রকম ডুবে যায়নি। এরপর থেকে বাসায় গ্যাস নেই। বিকল্প হিসেবে রাইচ কুকার দিয়ে রান্না করে কোনো মতে দিন কাটছে। ওই হাউজিয়ে আরও একাধিক বাসায় একইভাবে গ্যাস সংকট চলছে। হটলাইনে কিংবা টেলিফোনে সোইটি থেকে অভিযোগ করার পরও কাজ হচ্ছে না। পুরো পরিবার নিয়ে কষ্টে দিন কাটছেন বলে অনেকেই অভিযোগ করেন। এভাবে পুরানা পল্টন ও নয়া পল্টনে বহু বাসায় কয়েকদিন ধরে গ্যাস সংকট চলছে।

রাজধানীর চ্যামেলী বাগের বাসিন্দা মারুফুল হাসান কায়সার সংবাদকে জানান, তার বাসায় সকাল ৮টার দিকে গ্যাস চলে যায়। দুপুর ২টার পর একটু গ্যাস আসে। এভাবে বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে।

উত্তর শাহজাহানপুর মসজিদ গলি সংলগ্ন বাসার বাসিন্দারা জানান, সকাল ৯টা আবার কখনো সকাল ১১টার দিকে গ্যাস যায়। এরপর বিকেল তিনটার পর গ্যাস আসে। তাও চাপ চাপ কম থাকে। গ্যাসের জন্য গৃহবধূরা দিনের অর্ধেক সময় বসে দিন কাটাতে হচ্ছে। গত ১৫ দিন ধরে এই অবস্থা চলছে। খিলগাঁও তিলপাপাড়া ও আগারগাঁও, যাত্রাবাড়ি ধোলাইরপাড় বাজারসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চলছে। গ্যাসের জন্য বাসা বাড়িতে এখন হাহাকার চলছে।

ধোলাইরপাড় বাজার গলির বাসিন্দা রিমানা জাহিদ জেরিন জানান, তার বাসায় গত এক মাসের বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। গ্যাসের জন্য ঠিকমত রান্না করা কষ্টকর হয়ে পড়েছে। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে গ্যাসের চরম সংকট চলছে। আবার কোনো কোনো এলাকায় সংকট নেই।

গ্যাস অভিযোগ কেন্দ্রে অভিযোগ করলে তারা বলছেন, দেরি হবে। লাইন লিকেজ আছে। লাইনে পানি ঢুকছে। লাইনে ত্রুটি নানা অভিযোগ করা হয়। এরপর গভীর রাতে মেরামত করতে গেলে সেবা পেতে বকশিস লাগে। এই ভাবে নগরীর বিভিন্ন এলাকায় এখন বাসা-বাড়িতে সংকট চলছে। গ্যাসের চাপ কম থাকায় রান্নাও করা যাচ্ছে না।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস হটলাইনে যোগাযোগ করলে শুভ্র নামে একজন ফোন রিসিভ করেন। তার মতে, পল্টনসহ বিভিন্ন এলাকা থেকে অনেক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে। অন্য দিকে অভিযোগকারিরা বলেন, শুক্রবার থেকে গ্যাস নেই। অভিযোগ পাওয়ার পরও বলছেন, সময় লাগবে। দয়া করে পত্রিকায় একটু লিখেন। তা হলে যদি নজরে আসে।

এই সম্পর্কে গ্যাস বিভাগের অভিযোগ নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করলে সিনিয়র ডাটা এন্টি অফিসার খোরদেশ আহমেদ সংবাদকে জানান, পুরো রাজধানীতে বাসা-বাড়িতে গ্যাস সংকট চলছে। প্রতিদিন শত শত অভিযোগ রিসিভ করা হচ্ছে। এইবার ধানমন্ডিতে প্রথমবারের মত গ্যাস সংকট চলছে। এইুছাড়াও মিরপুরে, মোহাম্মদপুর, গোপীবাগ, মুগদাসহ পুরো শহরে সংকট।

কোথাও লাইনে সমস্যা, কোথায়ও পানি ঢুকছে। কোথাও প্রেসার কম। লাইনে গ্যাস নেই। এই ভাবে হাজার হ্জাার পরিবার কষ্টে দিন কাটছে। এরপরও ২৪ ঘণ্টা ধরে সব অভিযোগ রিসিভ করা হচ্ছে। রাত ১১টার পর বেশি কাজ করা হচ্ছে। রোববার অনেকেই টেলিফোন করে নানা ভাবে বাজে আচরণ করছে। কিছু বলার নেই। আমরা চেষ্টা করছি। লাইনে গ্যাস না থাকলে কি করব। চেষ্টা করে যাচ্ছি। এই কর্মকর্তার বাসায়ও গ্যাস নেই। তিনিও কষ্টে আছেন। এরপরও চেষ্টা করে যাচ্ছেন।

back to top