নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আঠারোবাড়ী হাওরের পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। হাওরের পানি রাজী নদীতে নিষ্কাশিত হওয়ার জন্য কেন্দুয়া-মদন সড়কের কালভার্ট ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া একটি খালের ওপর দেয়াল নির্মাণ করে সেই পথটি বন্ধ করে দেয়া হয়েছে।
এর ফলে বোরো মৌসুমে ধান কাটার সময় বৃষ্টি বা অতিরিক্ত পানি জমে গেলে হাওরের ধান জমিতে আটকে থাকবে, যা উত্তোলন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। উল্লেখযোগ্য যে, এই হাওরে প্রতি বছর প্রায় তিন থেকে চার হাজার টন ধান উৎপাদিত হয়। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয় জনগণ বিষয়টি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। গত ৯ ডিসেম্বর আঠারোবাড়ীর বাসিন্দারা গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। কিন্তু দুঃখজনকভাবে, এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এই উদাসীনতা গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষের জন্ম দিয়েছে। আমরা মনে করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি, যাতে হাওরের কৃষকদের কষ্ট লাঘব হয় এবং এ ধরনের সংকটময় পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।
আমরা বলতে চাই, প্রশাসনকে অবিলম্বে হাওরের পানি নিষ্কাশন পথটি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। বিষয়টির দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। খালের ওপর নির্মিত দেয়াল দ্রুত অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থানীয় কৃষি ও পরিবেশ বিবেচনায় উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বোরো মৌসুমে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিকল্প ব্যবস্থা যেমন জলাবদ্ধতা নিরসনে পাম্প বা কৃত্রিম নিষ্কাশন পদ্ধতি নিশ্চিত করা যেতে পারে।
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আঠারোবাড়ী হাওরের পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। হাওরের পানি রাজী নদীতে নিষ্কাশিত হওয়ার জন্য কেন্দুয়া-মদন সড়কের কালভার্ট ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া একটি খালের ওপর দেয়াল নির্মাণ করে সেই পথটি বন্ধ করে দেয়া হয়েছে।
এর ফলে বোরো মৌসুমে ধান কাটার সময় বৃষ্টি বা অতিরিক্ত পানি জমে গেলে হাওরের ধান জমিতে আটকে থাকবে, যা উত্তোলন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। উল্লেখযোগ্য যে, এই হাওরে প্রতি বছর প্রায় তিন থেকে চার হাজার টন ধান উৎপাদিত হয়। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয় জনগণ বিষয়টি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। গত ৯ ডিসেম্বর আঠারোবাড়ীর বাসিন্দারা গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। কিন্তু দুঃখজনকভাবে, এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এই উদাসীনতা গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষের জন্ম দিয়েছে। আমরা মনে করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি, যাতে হাওরের কৃষকদের কষ্ট লাঘব হয় এবং এ ধরনের সংকটময় পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।
আমরা বলতে চাই, প্রশাসনকে অবিলম্বে হাওরের পানি নিষ্কাশন পথটি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। বিষয়টির দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। খালের ওপর নির্মিত দেয়াল দ্রুত অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থানীয় কৃষি ও পরিবেশ বিবেচনায় উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বোরো মৌসুমে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিকল্প ব্যবস্থা যেমন জলাবদ্ধতা নিরসনে পাম্প বা কৃত্রিম নিষ্কাশন পদ্ধতি নিশ্চিত করা যেতে পারে।