মতামতের জন্য সম্পাদক দায়ী নন
শব্দদূষণকে বলা হয় নীরব ঘাতক। তবে বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে, শব্দদূষণ একটি দ-ণীয় অপরাধ। প্রথমবার অপরাধের জন্য অনধিক এক মাস কারাদ- বা অনধিক ৫ হাজার টাকা অর্থদ- বা উভদ-। আর পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদ- বা অনধিক ১০ হাজার টাকা অর্থদ- বা উভদ- হতে পারে। দুঃখের বিষয় হলো শব্দদূষণের আইন থাকলেও তার প্রয়োগ বাংলাদেশে নেই বললেই চলে।
কুমিল্লার মেজিক প্যারাডাইস পার্কে সারাদিন ব্যাপী বিরতিহীন গান-বাজনা চলে এ যেন শব্দ বোমা বিস্ফোরণের কারখানা। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সেবা তালিকার মধ্যে একটি সেবা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা; কিন্তু ম্যাজিক প্যারাডাইস পার্কের এ মাত্রাতিরিক্ত শব্দদূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এভাবে চলতে থাকলে শব্দদূষণ একসময় মরণব্যাধিতে রূপ নিবে, মানুষ হয়ে যাবে বধির।
তাই এ বিষয়ে কর্তৃপক্ষকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ঐক্যবদ্ধ কর্ম প্রচেষ্টার মাধ্যমে শব্দদূষণকে নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা মিলেমিশে একটি সজীব সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি, পরবর্তী প্রজন্মকে সুন্দর ভুবন উপহার দেয়ার লক্ষ্যে।
ইসরাত জাহান সুমাইয়া
লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শব্দদূষণকে বলা হয় নীরব ঘাতক। তবে বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে, শব্দদূষণ একটি দ-ণীয় অপরাধ। প্রথমবার অপরাধের জন্য অনধিক এক মাস কারাদ- বা অনধিক ৫ হাজার টাকা অর্থদ- বা উভদ-। আর পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদ- বা অনধিক ১০ হাজার টাকা অর্থদ- বা উভদ- হতে পারে। দুঃখের বিষয় হলো শব্দদূষণের আইন থাকলেও তার প্রয়োগ বাংলাদেশে নেই বললেই চলে।
কুমিল্লার মেজিক প্যারাডাইস পার্কে সারাদিন ব্যাপী বিরতিহীন গান-বাজনা চলে এ যেন শব্দ বোমা বিস্ফোরণের কারখানা। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সেবা তালিকার মধ্যে একটি সেবা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা; কিন্তু ম্যাজিক প্যারাডাইস পার্কের এ মাত্রাতিরিক্ত শব্দদূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এভাবে চলতে থাকলে শব্দদূষণ একসময় মরণব্যাধিতে রূপ নিবে, মানুষ হয়ে যাবে বধির।
তাই এ বিষয়ে কর্তৃপক্ষকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ঐক্যবদ্ধ কর্ম প্রচেষ্টার মাধ্যমে শব্দদূষণকে নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা মিলেমিশে একটি সজীব সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি, পরবর্তী প্রজন্মকে সুন্দর ভুবন উপহার দেয়ার লক্ষ্যে।
ইসরাত জাহান সুমাইয়া
লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়