alt

উপ-সম্পাদকীয়

রবীন্দ্রনাথ ও গ্রীষ্মের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন-দুপুর

শেখর ভট্টাচার্য

: সোমবার, ২০ মে ২০২৪
image

আমরা ফিরে যেতে চাই রুদ্রতা এবং কোমলতার আদি-অকৃত্রিম অনিন্দ্য সুন্দর গ্রীষ্ম দিনে

গ্রীষ্মের দুপুর কেন জানি মনকে উদাস করে তুলে। চারিদিকে সুনসান নীরবতা। আমার মনের ভেতরে যে গ্রীষ্মের লালন করি সে গ্রীষ্ম ষাট-সত্তর দশকের গ্রীষ্ম। আমার শৈশব, কৈশোর, প্রাক যৌবনের গ্রীষ্ম। আমি যে শহরে জন্ম নিয়েছি, বড় হয়েছি শহরটি তখনও শহর হয়ে ওঠেনি। গ্রামের মতো শহর। বড় বড় পুকুর, দীঘি। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গেলে ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার খেলা। আর একটু দূরে গেলে ছোট ছোট ঢেউ খেলানো টিলা। কোথাও শুধু টিলা আর কোথাও টিলার ওপর চা বাগান। গ্রীষ্মকালে প্রখর রৌদ্র তাপ থাকলেও আমার শহরে বর্ষা শুরু হয়ে যেতো গ্রীষ্মে। গ্রীষ্ম,বর্ষার পার্থক্য বোঝা দায় তখনও এখনও। আমি না বললেও পাঠকেরা নিশ্চয় ধারণা করে নিচ্ছেন যে শহরটির নাম সিলেট। মনে আছে এবারও গ্রীষ্মে যখন সারা দেশে তাপপ্রবাহ বয়ে চলছে, মানুষ গরমে হাঁসফাঁস করছে তখন সিলেটে অঝোর ধারায় বৃষ্টি। চরম তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি পেতে শীতল সিলেটে তখন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পর্যটকের ভিড়। গ্রীষ্মের দুপুরটা ছিলো খরতপ্ত। কাঁঠাল পাকা গরম। কী আশ্চর্য, এই কাঁঠাল পাকা গরমে চারদিকে গাছে গাছে কাঁঠাল। ম ম গন্ধ। কাঁচা পাকা আম সবুজ পাতা দিয়ে ঢেকে দিতো গাছের শাখা-প্রশাখাকে। মধু মাসের কথা শুনেনি। প্রকৃত মধুমাস আমাদের ছোট শহরে আমরা টের পেয়ে যেতাম, গ্রীষ্মের মাঝামাঝি থেকেই।

শুরুতে বলেছিলাম গ্রীষ্মের দুপুরের কথা। গ্রীষ্মের দুপুর আর ফেরিওয়ালাদের হাঁকডাক আমার কাছে এই মধ্য বয়সেও সমার্থক, সমব্যঞ্জনাময় বলে মনে হয়। ফিরে আসি আমার প্রিয় শহর, আমার জন্ম স্থান সিলেটের গ্রীষ্ম দুপুরের গল্পে। উদাস দুপুরের নীরবতা ভেদ করে, হঠাৎ শোনা যেতো, লেইস-ফিতা ওয়ালাদের ডাক। শুধু লেইস ফিতা? এই দুপুর সময়টা ফেরিওয়ালাদের খুব প্রিয় সময় ছিলো। প্রিয় বলা ঠিক হবে না, বিকিকিনির আদর্শ সময়। বাড়ির বৌ, গিন্নিরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গল্পে মশগুল। কেউ বা দিবা নিদ্রার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় ডাক শোনা গেলো শাড়ি-কাপড়, কিংবা সিট-কাপড়, সিট কাপড়। শিশুদের জন্য হাওয়াই মিঠাই, আইসক্রিম কিংবা কটকটি। আমি জানি না এ যুগের শিশুরা কটকটির নামটি শুনেছে কিনা। গুড় দিয়ে তৈরি করা চারকোনা মিষ্টির মতো। প্রচন্ড শক্ত। দৃষ্টি আকর্ষণের জন্য ফেরিওয়ালাদের ছিলো অনন্য এবং অদ্ভুত সুর। মনে হতো স্বপ্ন লোক থেকে আসা, কোন এক জাদুকরের আহব্বান। সে সুরে এক অন্যরকম মাদকতা। কৃষ্ণের বাঁশির সুর কিংবা হ্যামিলনের বংশীবাদকের সন্মোহনী বংশীবাদন। সব বাড়ি থেকে বৌ গিন্নিরা বেরিয়ে এসে যার যা প্রয়োজন সেই ফেরিওয়ালাকে ডেকে বারান্দায় বসালেন। ফেরিওয়ালা বসলো এক বাড়িতে কিন্তু পাড়ার প্রায় সব বাড়ির বৌ, গিন্নিরা এসে জড়ো হলেন ফেরিওয়ালের চারদিক ঘিরে। শপিং মলের নাম শুনা যায়নি তখনও। শহরের কেন্দ্রে, শাড়িপট্টি, চুড়িপট্টি যাতীয় কিছু এলাকা ছিলো। বাড়ির বৌ, গিন্নিরা বড় অনুষ্ঠান হলে আয়োজন করে সেখান থেকে কেনা কেটা করতেন না হলে ওই ফেরিওয়ালারাই ছিলো কেনাকাটার নির্ভরযোগ্য চলন্ত দোকান।

গ্রীষ্মের দুপুরে যখন আগুন হাওয়া বইতো চারদিকে, তখন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিলোনা শিশু কিশোরদের। তারপরও অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে গাছে, গাছে আম কাঁঠাল খুঁজে বেড়ানো হতো যে কোন ভাবেই। একান্ত বের হতে না পারলে দেয়ালের দিকে তাকিয়ে রূপকথার গল্পের চরিত্রদের আবিষ্কারে মনযোগ দিতে হতো। শৈশব-কৈশোর এমনকি প্রাক-যৌবনেও বিছানার পাশের দেয়ালে আকাশ খুঁজে পেতাম, পাখি উড়ে যাচ্ছে মনে হতো। আরও শৈশবে রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, খক্ষোস দেয়ালে ঘুরে বেড়াতো। এসব কল্পনার সুতো উড়ানো শুধু মাত্র যে গ্রীষ্মের দুপুরেই স্বপ্নালু চোখে খেলা করতো তা কিন্তু নয়। সারা বছরেই এসব চরিত্র হাঁটা চলা করতো বিছানার পাশের দেয়ালে।

গ্রীষ্মের দুপুরে মানুষ কিছুটা হলেও দার্শনিক হয়ে যেতো। আমার মনে আছে শামসুর রাহমান ‘দৈনিক বাংলায়’ ‘মৈনাক’ ছদ্মনামে উপসম্পাদকীয় লিখতেন। তার উপসম্পাদকীয়র গদ্য আমার কাছে কবিতার মতো মনে হতো। শামসুর রাহমানের কোন এক দিনের উপসম্পাদকীয়তে দেয়ালের গায়ে তার কল্পনা বিলাসের কথা লিখেছিলেন। হুবহু উদ্বৃতি দিতে না পারলেও কিছুটা মনে আছে। অনেকটা এরকম- ‘দেয়ালের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, আকাশের কী অপরূপ রঙ, মনটা উদাস হয়ে আছে। দেয়ালে মেঘের সাথে আমার খেলা।’ মধ্য বয়সের শামসুর রাহমানকে দেয়ালের গায়ের প্রকৃতির সাথে মিতালী পাততে দেখেছি আমরা। গ্রীষ্মের দুপুরে আমি জানিনা, আমাদের এ প্রজন্মের শিশু কিশোর এমন কী যূবকদের সেই কল্পনা বিলাসের সময় কিংবা মানসিকতা আছে কিনা। প্রযুক্তি আমাদের মনের আকাশও দখল করে ফেলেছে। ইমাজিনেশন বা কল্পনা না থাকলে সৃজনশীলতা থাকে না। যন্ত্র চর্চা করেও সৃজনশীলতা তৈরি হয় কিনা আমার জানা নেই। বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। নাকি এক সময় মানুষের চিন্তার ভারও নিয়ে নেবে এআই দিয়ে তৈরি বুদ্ধিমান যন্ত্র মানব।

ষাট, সত্তর দশকে জলবায়ু বিরূপ ছিলো না। ঋতুগুলোর চরিত্র আমাদের কাছে পরিস্ফুট ছিলো। আমরা বৈশাখে প্রকৃতির রুক্ষতা, রুদ্ররূপ এবং কোমলতাও দেখছি। জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর প্রকৃতির রুক্ষ, রুদ্র, কোমল রূপ স্বাভাবিকভাবে দৃশ্যমান হয় না।

রবীন্দ্র পূর্ব যুগে আমরা ষড়ঋতুর ব্যবহারিক দিকের বর্ণনা পাই। রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেয়ে যাই প্রতিটি ঋতুর দর্শন। ঋতু-বৈচিত্র্যের বর্ণনাও অনুপস্থিত ছিলো রবীন্দ্র পূর্ব যুগে। রবীন্দ্রনাথ প্রখর বৈশাখের রুদ্রতা এবং কোমলতার মাঝে গ্লানি দূর করার আভাস পেয়েছেন। এই রুদ্রতা আমাদের সমস্ত মলিনতা দূর করে পবিত্র করে দেয়। মানুষ ও প্রকৃতি নির্মল, উজ্জ্বল হয়ে ওঠে।

রবীন্দ্রনাথের গ্রীষ্ম সঙ্গীতে দারুণ দাহনবেলার রসহীনতার চিত্র যেমন আঁকা হয়েছে, বৈশাখী ঝড়কে তেমনি জীর্ণতার অবসানে নতুনের আগমনের পূর্ব সংকেতরূপে পাওয়া যায়। রবীন্দ্র ভাবনায় বৈশাখী ঝড় শুধু বাইরের প্রকৃতিতেই আসে না, হৃদয়ের ভেতরেও বয়ে যায়। গ্রীষ্মের মধ্যে তিনি একদিকে দেখেছেন কঠোর রূপ, বৈরাগীর বেশ, অন্যদিকে তার রস-কোমলতা ও সৃষ্টির স্নিগ্ধতায়ও মুগ্ধ হয়েছেন। গীতবিতানে গ্রীষ্মের গান ১৬টি, যা রবীন্দ্রনাথ তার ৬০ থেকে ৭২ বছর বয়সের মধ্যে রচনা করেছেন। রবীন্দ্রনাথ এসে আমাদের গ্রীষ্মকে যেভাবে মহিমান্বিত করে তুললেন, আমরা রবীন্দ্র যুগের পর থেকেই শুধু গ্রীষ্ম নয় সমস্ত ঋতুকে আবার নুতন করে আবিষ্কার করতে সক্ষম হলাম। রবীন্দ্রনাথ যখন বলে ওঠেনÑ

‘তাপস নিঃশ্বাস বায়ে/ মুমূর্ষুরে দাও উড়ায়ে.../ বৎসরের আবর্জনা/দূর হয়ে যাক যাক যাক.../এসো এসো...’, মনে হয় যেনো মানব সন্তান প্রকৃতির কাছে, বৈশাখের মাধ্যমে প্রার্থনা করছে সমস্ত দীনতা-মলিনতা দূর করে পরিশুদ্ধ করে যেন তোলা হয় মানুষের অন্তর। কী অসাধারণ প্রার্থনা। এই হলো রবীন্দ্রনাথের গ্রীষ্ম দর্শন।

প্রসঙ্গ থেকে মনে হয় অনেক দূরে চলে আসা হলো। আসলে খুব দূরে নয়। ষাট-সত্তর দশক পর্যন্ত জলবায়ুর এতোটা বিপর্যয় ঘটেনি। রবীন্দ্র যুগের গ্রীষ্মকে আমরা কিছুটা হলেও দেখেছি, তাই রবীন্দ্র দর্শন আমাদেরকে স্মৃতি কাতর করে তোলে। ষাটের দশকে আমাদের এই বাংলাদেশে তেমন নগরায়ণ হয়নি। আমরা গ্রামীণ পটভূমির শহরগুলোতে বসত করতাম। গ্রীষ্ম এলে কালবৈশাখীর ঝড় আসতো, কুঁড়েঘরসহ দুর্বল কাঠামোকে উড়িয়ে নিয়ে যেতো; ফসলের মাঠে ঝড়ের প্রবলতায় কৃষকের ফসলহানি ঘটতো। ঝড়ের সঙ্গী ছিলো বৃষ্টি। সেই বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রকৃতি জেগে ওঠতো। গাছে গাছে কিশলয় দেখা দিতো। প্রকৃতিতে কিছুটা সবুজাভ ভাব দেখা যেতো। গ্রীষ্ম ধ্বংস, সৃষ্টির আবেদন নিয়ে মানুষকে জাগিয়ে রাখতো। রবীন্দ্রনাথের মতো আকাশ ভরা সূর্য তারা এবং ‘বিশ্বভরা প্রাণের’ মাঝখানে নিজেকে আবিষ্কার করে মানুষ বিস্মিত হতো।

গ্রীষ্মের দৃশ্যমান সাধারণ রূপকে আমরা হারিয়ে ফেলেছি। গ্রীষ্ম এখন তাপপ্রবাহের ঋতুতে পরিণত হয়েছে। গ্রীষ্মের দুপুর আর আমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে স্বপ্ন লোকে নিয়ে যায় না। গ্রীষ্মের চিত্র, ধ্বনি, বর্ণ ও গন্ধকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। শুধু গ্রীষ্ম নয় প্রকৃতি বিরুদ্ধ কাজ করে ষড়ঋতুকেও হারাতে বসেছি। রবীন্দ্রনাথের গ্রীষ্ম সঙ্গীতের চিত্রের মতো আমরা মনে হয় বলে উঠছি- ‘প্রখর তপন তাপে/ আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার...।’ আমরা যেনো আবার রবীন্দ্রনাথের ভাষায় আমাদের যতো গ্লানি, আমাদের যতো পাপ, তা দূর করে দেয়ার সমবেত প্রার্থনা করতে পারি। আমরা ফিরে যেতে চাই রুদ্রতা এবং কোমলতার আদি-অকৃত্রিম অনিন্দ্য সুন্দর গ্রীষ্ম দিনে।

[লেখক : প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক]

কর্পোরেট ও ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা

‘রাখাইন করিডর’ : একটি ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

ভিন্নমতের ভয়, নির্বাচনের দোলাচল ও অন্তর্বর্তী সরকারের কৌশলী অবস্থান

সমুদ্রসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা

কৃষি শিক্ষা হোক উদ্যোক্তা গড়ার মাধ্যম

রঙ্গব্যঙ্গ : কোটের কেবল রং বদলায়

মে দিবসের চেতনা বনাম বাস্তবতা

শ্রম আইন ও অধিকার প্রতিষ্ঠায় চাই আন্তরিকতা

বাসযোগ্যতা সূচকে ঢাকা কেন এত পিছিয়ে

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল : নিরাপদ যাত্রার প্রত্যাশা

কর ফাঁকি : অর্থনীতির জন্য এক অশনি সংকেত

১৯৯১ সালের ঘূর্ণিঝড় : উপকূলীয় সুরক্ষার শিক্ষা

যখন নদীগুলো অস্ত্র হয়ে ওঠে

বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান উন্নয়নে গবেষণা ও উদ্ভাবন

বজ্রপাত ও তালগাছ : প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা

কুষ্ঠ ও বৈষম্য : মানবাধিকারের প্রশ্নে একটি অবহেলিত অধ্যায়

ছবি

প্রান্তজনের বাংলাদেশ

অতীতের ছায়ায় নতুন বাংলাদেশ : দুর্নীতি, উগ্রপন্থা ও সরকারের দায়

সাইবার নিরাপত্তা : অদৃশ্য যুদ্ধের সামনে আমাদের প্রস্তুতি

ছবি

বাহান্নর গর্ভে জন্ম নেয়া এক ঝড়ের পাখি

প্রবাসী শ্রমিক : অর্থের যন্ত্র নয়, রাষ্ট্রের সহযোদ্ধা

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ

ভোগবাদের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের জলবায়ু বার্তা

রম্যগদ্য : হাসি নিষেধ...

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন : দাবি ও সমাধানের পথ

সিরিয়ার পতন কিভাবে আমেরিকার স্বার্থকে হুমকিতে ফেলছে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : বিকল্প রাষ্ট্রচিন্তার সন্ধানে

বিশ্ব ধরিত্রী দিবস

স্নায়ুরোগ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব ও করণীয়

শাসনব্যবস্থা : জনগণের প্রত্যাশা ও বাস্তবতার দ্বন্দ্ব

বয়নামা দলিল কখন স্বত্বের দলিল হিসেবে পরিগণিত হয়?

বর্ষার আগেই নদীভাঙনের আতঙ্কে উপকূলবাসী

ছবি

ভূমিকম্প ঝুঁকিতে দেশ : মোকাবিলায় প্রস্তুতি প্রয়োজন

‘রিসেটের’ পরাকৌশল কী হওয়া প্রয়োজন

প্রসঙ্গ : জাতীয় বাজেট

tab

উপ-সম্পাদকীয়

রবীন্দ্রনাথ ও গ্রীষ্মের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন-দুপুর

শেখর ভট্টাচার্য

image

আমরা ফিরে যেতে চাই রুদ্রতা এবং কোমলতার আদি-অকৃত্রিম অনিন্দ্য সুন্দর গ্রীষ্ম দিনে

সোমবার, ২০ মে ২০২৪

গ্রীষ্মের দুপুর কেন জানি মনকে উদাস করে তুলে। চারিদিকে সুনসান নীরবতা। আমার মনের ভেতরে যে গ্রীষ্মের লালন করি সে গ্রীষ্ম ষাট-সত্তর দশকের গ্রীষ্ম। আমার শৈশব, কৈশোর, প্রাক যৌবনের গ্রীষ্ম। আমি যে শহরে জন্ম নিয়েছি, বড় হয়েছি শহরটি তখনও শহর হয়ে ওঠেনি। গ্রামের মতো শহর। বড় বড় পুকুর, দীঘি। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গেলে ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার খেলা। আর একটু দূরে গেলে ছোট ছোট ঢেউ খেলানো টিলা। কোথাও শুধু টিলা আর কোথাও টিলার ওপর চা বাগান। গ্রীষ্মকালে প্রখর রৌদ্র তাপ থাকলেও আমার শহরে বর্ষা শুরু হয়ে যেতো গ্রীষ্মে। গ্রীষ্ম,বর্ষার পার্থক্য বোঝা দায় তখনও এখনও। আমি না বললেও পাঠকেরা নিশ্চয় ধারণা করে নিচ্ছেন যে শহরটির নাম সিলেট। মনে আছে এবারও গ্রীষ্মে যখন সারা দেশে তাপপ্রবাহ বয়ে চলছে, মানুষ গরমে হাঁসফাঁস করছে তখন সিলেটে অঝোর ধারায় বৃষ্টি। চরম তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি পেতে শীতল সিলেটে তখন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পর্যটকের ভিড়। গ্রীষ্মের দুপুরটা ছিলো খরতপ্ত। কাঁঠাল পাকা গরম। কী আশ্চর্য, এই কাঁঠাল পাকা গরমে চারদিকে গাছে গাছে কাঁঠাল। ম ম গন্ধ। কাঁচা পাকা আম সবুজ পাতা দিয়ে ঢেকে দিতো গাছের শাখা-প্রশাখাকে। মধু মাসের কথা শুনেনি। প্রকৃত মধুমাস আমাদের ছোট শহরে আমরা টের পেয়ে যেতাম, গ্রীষ্মের মাঝামাঝি থেকেই।

শুরুতে বলেছিলাম গ্রীষ্মের দুপুরের কথা। গ্রীষ্মের দুপুর আর ফেরিওয়ালাদের হাঁকডাক আমার কাছে এই মধ্য বয়সেও সমার্থক, সমব্যঞ্জনাময় বলে মনে হয়। ফিরে আসি আমার প্রিয় শহর, আমার জন্ম স্থান সিলেটের গ্রীষ্ম দুপুরের গল্পে। উদাস দুপুরের নীরবতা ভেদ করে, হঠাৎ শোনা যেতো, লেইস-ফিতা ওয়ালাদের ডাক। শুধু লেইস ফিতা? এই দুপুর সময়টা ফেরিওয়ালাদের খুব প্রিয় সময় ছিলো। প্রিয় বলা ঠিক হবে না, বিকিকিনির আদর্শ সময়। বাড়ির বৌ, গিন্নিরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গল্পে মশগুল। কেউ বা দিবা নিদ্রার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় ডাক শোনা গেলো শাড়ি-কাপড়, কিংবা সিট-কাপড়, সিট কাপড়। শিশুদের জন্য হাওয়াই মিঠাই, আইসক্রিম কিংবা কটকটি। আমি জানি না এ যুগের শিশুরা কটকটির নামটি শুনেছে কিনা। গুড় দিয়ে তৈরি করা চারকোনা মিষ্টির মতো। প্রচন্ড শক্ত। দৃষ্টি আকর্ষণের জন্য ফেরিওয়ালাদের ছিলো অনন্য এবং অদ্ভুত সুর। মনে হতো স্বপ্ন লোক থেকে আসা, কোন এক জাদুকরের আহব্বান। সে সুরে এক অন্যরকম মাদকতা। কৃষ্ণের বাঁশির সুর কিংবা হ্যামিলনের বংশীবাদকের সন্মোহনী বংশীবাদন। সব বাড়ি থেকে বৌ গিন্নিরা বেরিয়ে এসে যার যা প্রয়োজন সেই ফেরিওয়ালাকে ডেকে বারান্দায় বসালেন। ফেরিওয়ালা বসলো এক বাড়িতে কিন্তু পাড়ার প্রায় সব বাড়ির বৌ, গিন্নিরা এসে জড়ো হলেন ফেরিওয়ালের চারদিক ঘিরে। শপিং মলের নাম শুনা যায়নি তখনও। শহরের কেন্দ্রে, শাড়িপট্টি, চুড়িপট্টি যাতীয় কিছু এলাকা ছিলো। বাড়ির বৌ, গিন্নিরা বড় অনুষ্ঠান হলে আয়োজন করে সেখান থেকে কেনা কেটা করতেন না হলে ওই ফেরিওয়ালারাই ছিলো কেনাকাটার নির্ভরযোগ্য চলন্ত দোকান।

গ্রীষ্মের দুপুরে যখন আগুন হাওয়া বইতো চারদিকে, তখন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিলোনা শিশু কিশোরদের। তারপরও অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে গাছে, গাছে আম কাঁঠাল খুঁজে বেড়ানো হতো যে কোন ভাবেই। একান্ত বের হতে না পারলে দেয়ালের দিকে তাকিয়ে রূপকথার গল্পের চরিত্রদের আবিষ্কারে মনযোগ দিতে হতো। শৈশব-কৈশোর এমনকি প্রাক-যৌবনেও বিছানার পাশের দেয়ালে আকাশ খুঁজে পেতাম, পাখি উড়ে যাচ্ছে মনে হতো। আরও শৈশবে রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, খক্ষোস দেয়ালে ঘুরে বেড়াতো। এসব কল্পনার সুতো উড়ানো শুধু মাত্র যে গ্রীষ্মের দুপুরেই স্বপ্নালু চোখে খেলা করতো তা কিন্তু নয়। সারা বছরেই এসব চরিত্র হাঁটা চলা করতো বিছানার পাশের দেয়ালে।

গ্রীষ্মের দুপুরে মানুষ কিছুটা হলেও দার্শনিক হয়ে যেতো। আমার মনে আছে শামসুর রাহমান ‘দৈনিক বাংলায়’ ‘মৈনাক’ ছদ্মনামে উপসম্পাদকীয় লিখতেন। তার উপসম্পাদকীয়র গদ্য আমার কাছে কবিতার মতো মনে হতো। শামসুর রাহমানের কোন এক দিনের উপসম্পাদকীয়তে দেয়ালের গায়ে তার কল্পনা বিলাসের কথা লিখেছিলেন। হুবহু উদ্বৃতি দিতে না পারলেও কিছুটা মনে আছে। অনেকটা এরকম- ‘দেয়ালের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, আকাশের কী অপরূপ রঙ, মনটা উদাস হয়ে আছে। দেয়ালে মেঘের সাথে আমার খেলা।’ মধ্য বয়সের শামসুর রাহমানকে দেয়ালের গায়ের প্রকৃতির সাথে মিতালী পাততে দেখেছি আমরা। গ্রীষ্মের দুপুরে আমি জানিনা, আমাদের এ প্রজন্মের শিশু কিশোর এমন কী যূবকদের সেই কল্পনা বিলাসের সময় কিংবা মানসিকতা আছে কিনা। প্রযুক্তি আমাদের মনের আকাশও দখল করে ফেলেছে। ইমাজিনেশন বা কল্পনা না থাকলে সৃজনশীলতা থাকে না। যন্ত্র চর্চা করেও সৃজনশীলতা তৈরি হয় কিনা আমার জানা নেই। বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। নাকি এক সময় মানুষের চিন্তার ভারও নিয়ে নেবে এআই দিয়ে তৈরি বুদ্ধিমান যন্ত্র মানব।

ষাট, সত্তর দশকে জলবায়ু বিরূপ ছিলো না। ঋতুগুলোর চরিত্র আমাদের কাছে পরিস্ফুট ছিলো। আমরা বৈশাখে প্রকৃতির রুক্ষতা, রুদ্ররূপ এবং কোমলতাও দেখছি। জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর প্রকৃতির রুক্ষ, রুদ্র, কোমল রূপ স্বাভাবিকভাবে দৃশ্যমান হয় না।

রবীন্দ্র পূর্ব যুগে আমরা ষড়ঋতুর ব্যবহারিক দিকের বর্ণনা পাই। রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেয়ে যাই প্রতিটি ঋতুর দর্শন। ঋতু-বৈচিত্র্যের বর্ণনাও অনুপস্থিত ছিলো রবীন্দ্র পূর্ব যুগে। রবীন্দ্রনাথ প্রখর বৈশাখের রুদ্রতা এবং কোমলতার মাঝে গ্লানি দূর করার আভাস পেয়েছেন। এই রুদ্রতা আমাদের সমস্ত মলিনতা দূর করে পবিত্র করে দেয়। মানুষ ও প্রকৃতি নির্মল, উজ্জ্বল হয়ে ওঠে।

রবীন্দ্রনাথের গ্রীষ্ম সঙ্গীতে দারুণ দাহনবেলার রসহীনতার চিত্র যেমন আঁকা হয়েছে, বৈশাখী ঝড়কে তেমনি জীর্ণতার অবসানে নতুনের আগমনের পূর্ব সংকেতরূপে পাওয়া যায়। রবীন্দ্র ভাবনায় বৈশাখী ঝড় শুধু বাইরের প্রকৃতিতেই আসে না, হৃদয়ের ভেতরেও বয়ে যায়। গ্রীষ্মের মধ্যে তিনি একদিকে দেখেছেন কঠোর রূপ, বৈরাগীর বেশ, অন্যদিকে তার রস-কোমলতা ও সৃষ্টির স্নিগ্ধতায়ও মুগ্ধ হয়েছেন। গীতবিতানে গ্রীষ্মের গান ১৬টি, যা রবীন্দ্রনাথ তার ৬০ থেকে ৭২ বছর বয়সের মধ্যে রচনা করেছেন। রবীন্দ্রনাথ এসে আমাদের গ্রীষ্মকে যেভাবে মহিমান্বিত করে তুললেন, আমরা রবীন্দ্র যুগের পর থেকেই শুধু গ্রীষ্ম নয় সমস্ত ঋতুকে আবার নুতন করে আবিষ্কার করতে সক্ষম হলাম। রবীন্দ্রনাথ যখন বলে ওঠেনÑ

‘তাপস নিঃশ্বাস বায়ে/ মুমূর্ষুরে দাও উড়ায়ে.../ বৎসরের আবর্জনা/দূর হয়ে যাক যাক যাক.../এসো এসো...’, মনে হয় যেনো মানব সন্তান প্রকৃতির কাছে, বৈশাখের মাধ্যমে প্রার্থনা করছে সমস্ত দীনতা-মলিনতা দূর করে পরিশুদ্ধ করে যেন তোলা হয় মানুষের অন্তর। কী অসাধারণ প্রার্থনা। এই হলো রবীন্দ্রনাথের গ্রীষ্ম দর্শন।

প্রসঙ্গ থেকে মনে হয় অনেক দূরে চলে আসা হলো। আসলে খুব দূরে নয়। ষাট-সত্তর দশক পর্যন্ত জলবায়ুর এতোটা বিপর্যয় ঘটেনি। রবীন্দ্র যুগের গ্রীষ্মকে আমরা কিছুটা হলেও দেখেছি, তাই রবীন্দ্র দর্শন আমাদেরকে স্মৃতি কাতর করে তোলে। ষাটের দশকে আমাদের এই বাংলাদেশে তেমন নগরায়ণ হয়নি। আমরা গ্রামীণ পটভূমির শহরগুলোতে বসত করতাম। গ্রীষ্ম এলে কালবৈশাখীর ঝড় আসতো, কুঁড়েঘরসহ দুর্বল কাঠামোকে উড়িয়ে নিয়ে যেতো; ফসলের মাঠে ঝড়ের প্রবলতায় কৃষকের ফসলহানি ঘটতো। ঝড়ের সঙ্গী ছিলো বৃষ্টি। সেই বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রকৃতি জেগে ওঠতো। গাছে গাছে কিশলয় দেখা দিতো। প্রকৃতিতে কিছুটা সবুজাভ ভাব দেখা যেতো। গ্রীষ্ম ধ্বংস, সৃষ্টির আবেদন নিয়ে মানুষকে জাগিয়ে রাখতো। রবীন্দ্রনাথের মতো আকাশ ভরা সূর্য তারা এবং ‘বিশ্বভরা প্রাণের’ মাঝখানে নিজেকে আবিষ্কার করে মানুষ বিস্মিত হতো।

গ্রীষ্মের দৃশ্যমান সাধারণ রূপকে আমরা হারিয়ে ফেলেছি। গ্রীষ্ম এখন তাপপ্রবাহের ঋতুতে পরিণত হয়েছে। গ্রীষ্মের দুপুর আর আমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে স্বপ্ন লোকে নিয়ে যায় না। গ্রীষ্মের চিত্র, ধ্বনি, বর্ণ ও গন্ধকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। শুধু গ্রীষ্ম নয় প্রকৃতি বিরুদ্ধ কাজ করে ষড়ঋতুকেও হারাতে বসেছি। রবীন্দ্রনাথের গ্রীষ্ম সঙ্গীতের চিত্রের মতো আমরা মনে হয় বলে উঠছি- ‘প্রখর তপন তাপে/ আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার...।’ আমরা যেনো আবার রবীন্দ্রনাথের ভাষায় আমাদের যতো গ্লানি, আমাদের যতো পাপ, তা দূর করে দেয়ার সমবেত প্রার্থনা করতে পারি। আমরা ফিরে যেতে চাই রুদ্রতা এবং কোমলতার আদি-অকৃত্রিম অনিন্দ্য সুন্দর গ্রীষ্ম দিনে।

[লেখক : প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক]

back to top