alt

মতামত » উপ-সম্পাদকীয়

সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে

সাঈদ চৌধুরী

: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

পুরো রাষ্ট্র ব্যবস্থাই একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিবর্তিত অবস্থায় মানুষ চায় নতুন বাংলাদেশ। অতীতের সমস্যাগুলো কাটিয়ে উঠে দেশ নতুনভাবে শুরু করুক। এই নতুনভাবে শুরু করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি।

নতুনভাবে শুরু করার জন্য প্রথম অন্তরায় দুর্নীতিকেই বিবেচনায় আনতে হবে সবার প্রথমে। এজন্য একেবারে জনসাধারণ স¤পৃক্ত দুর্নীতিগুলোকে সবার আগে বিবেচনায় আনা প্রয়োজন। ঠিক এ বিষয়টিও আরেকটু সহজে বলতে গেলে বলা যায়Ñ বড় বড় খাতের দুর্নীতি যেগুলো আছে যেমন অর্থ পাচার, মেগা প্রজেক্টের দুর্নীতি, বিদ্যুৎ খাতের দুর্নীতি, কোনো বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা এবং যেগুলো সরাসরি জন স¤পৃক্ত বিষয় সেগুলোকে আলাদা ভাবে বিবেচনা করা।

খুব খেয়াল করলে দেখা যায় একজন মানুষ কোনো সমস্যায় পড়লে সবার প্রথমে কার কাছে যায়, এবং কেন সে সমাধান পায় না ও সমাধান পেলেও কত জায়গায় ভোগান্তি হয় এ বিষয়গুলো নিয়ামক হিসেবে রাখা যেতে পারে।

তার মানে কোনো জনপ্রতিনিধি কিভাবে সহজে একজন মানুষকে বিচার বঞ্চিত করছে বা দুর্নীতি করে বিচারকে প্রভাবিত করছে সে বিষয়গুলো আমলে নেয়া। দিন শেষে এই দুর্নীতিগুলো একীভূত হয়েই বড় দুর্নীতি হয় এবং এই দুর্নীতির ভার বইতে হয় সারা জীবন ধরে।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বের করাও কঠিন কিছু নয়। দুর্নীতি কোথায় হয় কাউকে জিজ্ঞেস করলে প্রথমেই উঠে আসে ভূমি সংক্রান্ত কাজ, সেবা খাত ও খাদ্য খাতসহ শিক্ষা ক্ষেত্রও। তবে যেসব খাতে বেশি দুর্নীতি হয় সেসব খাত নিয়ে তদন্ত বা কাজও কম পরিলক্ষিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার হার ভূমি সংক্রান্ত কাজে বেশি হলেও অন্যান্য ক্ষেত্রে তেমন নয়। মানুষ দুর্নীতিতে আক্রান্ত হতে হতে এমন একটা অস্থায় পৌঁছেছে যে অভিযোগের কথা বললেও তারা আর অভিযোগ দিতে চায় না।

গত বছর দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে একজন বিদ্যুতের গ্রাহক অভিযোগ দিতে গিয়ে বলার চেষ্টা করছিলেন যে, অভিযোগ দিয়ে তেমন কিছু হয় না বলেই আমরা আরও বেশি হতাশ হই। পরক্ষণেই যখন তার বিল সংক্রান্ত অভিযোগ শুনানিতে উপস্থাপন করেছিলেন তখন সমাধানের জন্য পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট যাকে ডাকা হয়েছিলো, তিনি এসেও খুব ভালো উত্তর দিতে পারেননি। তবে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন।

এখন সবাই চায় ওয়ান স্টপ সার্ভিস। হাসপাতালের সিট বাণিজ্য, খাদ্যে ভেজাল, জমি সংক্রান্ত দুর্নীতি কোনটি দুদক দেখবে এবং কোনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে এ বিষয়গুলো নিয়েও যথেষ্ঠ অজানা রয়েছে মানুষের মধ্যে। কিছুদিন আগেও ১০৬-এ কল করে দুর্নীতির অভিযোগ দেয়াতে মানুষকে উৎসাহী দেখা গেলেও বর্তমানে এসে মানুষের জিজ্ঞাসা তদন্তের ক্ষেত্রে ফলপ্রসূ কোনো পদক্ষেপ আসে না অনেক ক্ষেত্রেইÑ এমনটা কেন?

মানুষের অসুবিধার বিষয়গুলো এবং মানুষের বিচার না পাওয়ার বিষয়গুলো এত বেশি বিস্তৃত যে কোনটা ছেড়ে কোনটা অভিযোগ আমলে নেবে সেখানেও কমিশনের বেগ পেতে হয়। এই কিছুদিন আগেও গাজীপুর দুর্নীতি দমন কমিশন অফিসে শ্রীপুর পৌরসভার একজন কর্মচারীর দুর্নীতির বিষয়ে অভিযোগ জানানো হয়। সেখানে দেখা যায় একজন মানুষ নিজের নামে দুটো ভোটার আইডি কার্ড ব্যবহার করে চাকরির পাশাপাশি স্বজনদের অফিসে এনে দুর্নীতির স্বর্গরাজ্য করে তুলেছেন। বর্তমানে এ অভিযোগের ব্যপারে আবারও সোচ্চার হয়েছে গণমাধ্যম ও সাধারণ মানুষেরা । দুদক থেকে তদন্ত হবে বলেও সবাই আশা করছেন। যদি তদন্ত দ্রুত হয় তবে কিন্তু এমন দুর্নীতি কমানো সম্ভব এবং এ ধরনের দুর্নীতিবাজদের শাস্তি দেয়াও সম্ভব।

সুতরাং সব বিবেচনায় দুর্নীতির বিষয়টি আড়ালে পড়ে যায় দীর্ঘমেয়াদি বিচারিক কার্যক্রমের জন্যই। এখন জমি সংক্রান্ত কাজে একজন ঘুষ চাইলো তখন আপনি কি অভিযোগ করবেন নাকি ঘুষ দিয়ে দ্রুত কাজ করবেন এই দোলাচল মানুষকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত করে তোলে; কিন্তু যদি এমন সিস্টেম ডেভেলপড করা যায় যে দুর্নীতি করতেই পারবে না সিস্টেমের কারণে তবে কিন্তু দুর্নীতির ব্যাপকতা কমতে পারে। দুদকের এ বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একদিকে সিস্টেম ডেভেলপড করবে আর অন্যদিকে দুদক বেশিরভাগ অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে শুরু করবে তবেই কিন্তু দুর্নীতির এ হতাশার চিত্রে কিছুটা স্বস্তি তাৎক্ষণিক আসতে পারে।

প্রো-অ্যাকটিভলি কাজ না করতে পারলে জনঅধিকার মুখথুবড়ে পড়তেই থাকবে। এখানে দায়বদ্ধতার জায়গা বাড়ানোটাও অনেক বড় সিদ্ধান্ত। যেমন কোনো কর্মকর্তার স¤পদের হিসাব ও বছর শেষে নিট ইকামের কার্ভ কেমন তা জানা । এটাও খুব যে বেশী কঠিন তা কিন্তু নয়। অপ্রদর্শিত অর্থও এই মানুষটি কোনো না কোনো জায়গায় রাখে। এক্ষেত্রে একটি মানুষ যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট করছে তখন তার স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে একে অপরের সাথে মার্জ করা যায় এমন একটা পদ্ধতি চালু করা যেতে পারে। এতে করে কোনো একটি অ্যাকাউন্টে বেশি লেনদেন হলেই তা গ্রিপে আনা সহজ হতে পারে।

দুর্নীতি প্রতিরোধমূলক কাজগুলোও আরও বাড়াতে হবে। শিক্ষার্থীরা যেভাবে সব দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছে এখন সবার পক্ষেই সহজ দুর্নীতি বন্ধ করা। এখানে স্কুলভিত্তিক দুর্নীতিবিরোধী সচেতনতার কাজ এবং পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে প্রতিটি জায়গায় ব্যয়ের হিসাব ও জনসাধারণ কর্তৃক সেবার জন্য প্রয়োজনীয় টাকার হিসাব উল্লেখ করার ব্যবস্থাগুলো আরও স্বচ্ছ করতে হবে।

এভাবে প্রতিটি ধাপে দুর্নীতি বন্ধের কাজগুলো এগিয়ে নিতে পারলে কাজে স্বচ্ছতা আনা সম্ভব। দুর্নীতির বিচার দ্রুত না হওয়া, সরকারি কর্চারী আইনে সরকারের অনুমতি নিয়ে কর্মচারীদের গ্রেফতারের নিয়মসহ অনেক বিষয় আছেÑ যেগুলো দুর্নীতি বন্ধের অন্তরায় সেগুলো নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি কার্যকরী পথ বের করাই এখন বড় কাজ।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কী ধরনের এবং কতটা সক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন তারও একটি আধুনিক ও নতুন রূপরেখা দরকার। সাথে সাথে দুদকের বর্তমানের যে কাজগুলো রয়েছে তা অন্তর্বর্তীকালীন সরকার আরও ত্বরান্বিত করবেÑ এটা আমাদের প্রত্যাশা।

দুদকে সৎ মানুষের পাশাপাশি সাহসী ও সত্যবাদী মানুষের প্রয়োজন। সৎ ও সাহস মিলেই প্রতিরোধ ক্ষমতার উদ্ভব। আশা করছি দুর্নীতি দমন কমিশন একটি গতিশীল ও আরও বেশি অর্থবহ প্রতিষ্ঠানে রূপ নেবে।

[লেখক : সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীপুর, গাজীপুর]

সোনার প্রাসাদের দেয়ালে ঘামের দাগ

নিরাপদ সড়ক চাই কিন্তু কার্যকর উদ্যোগ কোথায়?

অবহেলিত শিক্ষার দুর্দশা বাড়ছে

টেকসই উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সড়ক

বাংলার সংস্কৃতি কি মূলধারা হারিয়ে ফেলবে?

ছবি

সমদৃষ্টি, বহুত্ববাদী সমাজ এবং সহিষ্ণুতা

খাদ্য অপচয় : ক্ষুধার্ত পৃথিবীর এক নিঃশব্দ ট্র্যাজেডি

টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংস্কার কেন অপরিহার্য

সে এক রূপকথারই দেশ

উপকূলের খাদ্যসংকট নিয়ে ভাবছেন কি নীতিনির্ধারকেরা?

মানসিক স্বাস্থ্য: মানবাধিকারের নতুন চ্যালেঞ্জ

ঢাকার যানজট ও বিকেন্দ্রীকরণ

নির্বাচনী মাঠে জামায়াতী হেকমত

শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য ও জাতির অগ্রযাত্রাধ

উপমহাদেশে সমাজতন্ত্রের স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ

এইচএসসি ফল: সংখ্যার খেল না কি শিক্ষার বাস্তব চিত্র?

বিনা ভোট, নিশি ভোট, ডামি ভোটের পরে এবার নাকি গণভোট!

কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী

কত মৃত্যু হলে জাগবে বিবেক?

বৈষম্যের বিবিধ মুখ

মানসিক স্বাস্থ্য রক্ষায় জরুরি আইনি সহায়তা

গাজা : এখন শান্তি রক্ষা করবে কে?

দোসর, বাই ডিফল্ট!

জমি কেনা দাগে দাগে কিন্তু ভোগদখল একদাগে

রাষ্ট্র কি শুধু শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে যাচ্ছে?

শতরঞ্জ কি খিলাড়ী

শিক্ষক থাকে রাজপথে, আর পুলিশ ছাড়ে থানা

উচ্চমাধ্যমিক শিক্ষা : স্কুল অ্যান্ড কলেজের ভবিষ্যৎ কী?

ছবি

শ্লীলতা, অশ্লীলতার রাজনৈতিক সংস্কৃতি

সৈয়দ মনজুরুল ইসলাম: অবক্ষয়ের চোরাবালিতে আলোর দিশারী

অটোমেশন ও দেশের যুব কর্মসংস্থানের ভবিষ্যৎ

দুর্যোগে ভয় নয়, প্রস্তুতিই শক্তি

বৈষম্যহীন সমাজের স্বপ্ন

ছবি

‘আল্লাহ তুই দেহিস’: এ কোন ঘৃণার আগুন, ছড়িয়ে গেল সবখানে!

চেকের মামলায় আসামী যেসব ডিফেন্স নিয়ে খালাস পেতে পারেন

খেলনাশিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

tab

মতামত » উপ-সম্পাদকীয়

সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে

সাঈদ চৌধুরী

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

পুরো রাষ্ট্র ব্যবস্থাই একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিবর্তিত অবস্থায় মানুষ চায় নতুন বাংলাদেশ। অতীতের সমস্যাগুলো কাটিয়ে উঠে দেশ নতুনভাবে শুরু করুক। এই নতুনভাবে শুরু করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি।

নতুনভাবে শুরু করার জন্য প্রথম অন্তরায় দুর্নীতিকেই বিবেচনায় আনতে হবে সবার প্রথমে। এজন্য একেবারে জনসাধারণ স¤পৃক্ত দুর্নীতিগুলোকে সবার আগে বিবেচনায় আনা প্রয়োজন। ঠিক এ বিষয়টিও আরেকটু সহজে বলতে গেলে বলা যায়Ñ বড় বড় খাতের দুর্নীতি যেগুলো আছে যেমন অর্থ পাচার, মেগা প্রজেক্টের দুর্নীতি, বিদ্যুৎ খাতের দুর্নীতি, কোনো বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা এবং যেগুলো সরাসরি জন স¤পৃক্ত বিষয় সেগুলোকে আলাদা ভাবে বিবেচনা করা।

খুব খেয়াল করলে দেখা যায় একজন মানুষ কোনো সমস্যায় পড়লে সবার প্রথমে কার কাছে যায়, এবং কেন সে সমাধান পায় না ও সমাধান পেলেও কত জায়গায় ভোগান্তি হয় এ বিষয়গুলো নিয়ামক হিসেবে রাখা যেতে পারে।

তার মানে কোনো জনপ্রতিনিধি কিভাবে সহজে একজন মানুষকে বিচার বঞ্চিত করছে বা দুর্নীতি করে বিচারকে প্রভাবিত করছে সে বিষয়গুলো আমলে নেয়া। দিন শেষে এই দুর্নীতিগুলো একীভূত হয়েই বড় দুর্নীতি হয় এবং এই দুর্নীতির ভার বইতে হয় সারা জীবন ধরে।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বের করাও কঠিন কিছু নয়। দুর্নীতি কোথায় হয় কাউকে জিজ্ঞেস করলে প্রথমেই উঠে আসে ভূমি সংক্রান্ত কাজ, সেবা খাত ও খাদ্য খাতসহ শিক্ষা ক্ষেত্রও। তবে যেসব খাতে বেশি দুর্নীতি হয় সেসব খাত নিয়ে তদন্ত বা কাজও কম পরিলক্ষিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার হার ভূমি সংক্রান্ত কাজে বেশি হলেও অন্যান্য ক্ষেত্রে তেমন নয়। মানুষ দুর্নীতিতে আক্রান্ত হতে হতে এমন একটা অস্থায় পৌঁছেছে যে অভিযোগের কথা বললেও তারা আর অভিযোগ দিতে চায় না।

গত বছর দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে একজন বিদ্যুতের গ্রাহক অভিযোগ দিতে গিয়ে বলার চেষ্টা করছিলেন যে, অভিযোগ দিয়ে তেমন কিছু হয় না বলেই আমরা আরও বেশি হতাশ হই। পরক্ষণেই যখন তার বিল সংক্রান্ত অভিযোগ শুনানিতে উপস্থাপন করেছিলেন তখন সমাধানের জন্য পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট যাকে ডাকা হয়েছিলো, তিনি এসেও খুব ভালো উত্তর দিতে পারেননি। তবে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন।

এখন সবাই চায় ওয়ান স্টপ সার্ভিস। হাসপাতালের সিট বাণিজ্য, খাদ্যে ভেজাল, জমি সংক্রান্ত দুর্নীতি কোনটি দুদক দেখবে এবং কোনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে এ বিষয়গুলো নিয়েও যথেষ্ঠ অজানা রয়েছে মানুষের মধ্যে। কিছুদিন আগেও ১০৬-এ কল করে দুর্নীতির অভিযোগ দেয়াতে মানুষকে উৎসাহী দেখা গেলেও বর্তমানে এসে মানুষের জিজ্ঞাসা তদন্তের ক্ষেত্রে ফলপ্রসূ কোনো পদক্ষেপ আসে না অনেক ক্ষেত্রেইÑ এমনটা কেন?

মানুষের অসুবিধার বিষয়গুলো এবং মানুষের বিচার না পাওয়ার বিষয়গুলো এত বেশি বিস্তৃত যে কোনটা ছেড়ে কোনটা অভিযোগ আমলে নেবে সেখানেও কমিশনের বেগ পেতে হয়। এই কিছুদিন আগেও গাজীপুর দুর্নীতি দমন কমিশন অফিসে শ্রীপুর পৌরসভার একজন কর্মচারীর দুর্নীতির বিষয়ে অভিযোগ জানানো হয়। সেখানে দেখা যায় একজন মানুষ নিজের নামে দুটো ভোটার আইডি কার্ড ব্যবহার করে চাকরির পাশাপাশি স্বজনদের অফিসে এনে দুর্নীতির স্বর্গরাজ্য করে তুলেছেন। বর্তমানে এ অভিযোগের ব্যপারে আবারও সোচ্চার হয়েছে গণমাধ্যম ও সাধারণ মানুষেরা । দুদক থেকে তদন্ত হবে বলেও সবাই আশা করছেন। যদি তদন্ত দ্রুত হয় তবে কিন্তু এমন দুর্নীতি কমানো সম্ভব এবং এ ধরনের দুর্নীতিবাজদের শাস্তি দেয়াও সম্ভব।

সুতরাং সব বিবেচনায় দুর্নীতির বিষয়টি আড়ালে পড়ে যায় দীর্ঘমেয়াদি বিচারিক কার্যক্রমের জন্যই। এখন জমি সংক্রান্ত কাজে একজন ঘুষ চাইলো তখন আপনি কি অভিযোগ করবেন নাকি ঘুষ দিয়ে দ্রুত কাজ করবেন এই দোলাচল মানুষকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত করে তোলে; কিন্তু যদি এমন সিস্টেম ডেভেলপড করা যায় যে দুর্নীতি করতেই পারবে না সিস্টেমের কারণে তবে কিন্তু দুর্নীতির ব্যাপকতা কমতে পারে। দুদকের এ বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একদিকে সিস্টেম ডেভেলপড করবে আর অন্যদিকে দুদক বেশিরভাগ অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে শুরু করবে তবেই কিন্তু দুর্নীতির এ হতাশার চিত্রে কিছুটা স্বস্তি তাৎক্ষণিক আসতে পারে।

প্রো-অ্যাকটিভলি কাজ না করতে পারলে জনঅধিকার মুখথুবড়ে পড়তেই থাকবে। এখানে দায়বদ্ধতার জায়গা বাড়ানোটাও অনেক বড় সিদ্ধান্ত। যেমন কোনো কর্মকর্তার স¤পদের হিসাব ও বছর শেষে নিট ইকামের কার্ভ কেমন তা জানা । এটাও খুব যে বেশী কঠিন তা কিন্তু নয়। অপ্রদর্শিত অর্থও এই মানুষটি কোনো না কোনো জায়গায় রাখে। এক্ষেত্রে একটি মানুষ যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট করছে তখন তার স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে একে অপরের সাথে মার্জ করা যায় এমন একটা পদ্ধতি চালু করা যেতে পারে। এতে করে কোনো একটি অ্যাকাউন্টে বেশি লেনদেন হলেই তা গ্রিপে আনা সহজ হতে পারে।

দুর্নীতি প্রতিরোধমূলক কাজগুলোও আরও বাড়াতে হবে। শিক্ষার্থীরা যেভাবে সব দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছে এখন সবার পক্ষেই সহজ দুর্নীতি বন্ধ করা। এখানে স্কুলভিত্তিক দুর্নীতিবিরোধী সচেতনতার কাজ এবং পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে প্রতিটি জায়গায় ব্যয়ের হিসাব ও জনসাধারণ কর্তৃক সেবার জন্য প্রয়োজনীয় টাকার হিসাব উল্লেখ করার ব্যবস্থাগুলো আরও স্বচ্ছ করতে হবে।

এভাবে প্রতিটি ধাপে দুর্নীতি বন্ধের কাজগুলো এগিয়ে নিতে পারলে কাজে স্বচ্ছতা আনা সম্ভব। দুর্নীতির বিচার দ্রুত না হওয়া, সরকারি কর্চারী আইনে সরকারের অনুমতি নিয়ে কর্মচারীদের গ্রেফতারের নিয়মসহ অনেক বিষয় আছেÑ যেগুলো দুর্নীতি বন্ধের অন্তরায় সেগুলো নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি কার্যকরী পথ বের করাই এখন বড় কাজ।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কী ধরনের এবং কতটা সক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন তারও একটি আধুনিক ও নতুন রূপরেখা দরকার। সাথে সাথে দুদকের বর্তমানের যে কাজগুলো রয়েছে তা অন্তর্বর্তীকালীন সরকার আরও ত্বরান্বিত করবেÑ এটা আমাদের প্রত্যাশা।

দুদকে সৎ মানুষের পাশাপাশি সাহসী ও সত্যবাদী মানুষের প্রয়োজন। সৎ ও সাহস মিলেই প্রতিরোধ ক্ষমতার উদ্ভব। আশা করছি দুর্নীতি দমন কমিশন একটি গতিশীল ও আরও বেশি অর্থবহ প্রতিষ্ঠানে রূপ নেবে।

[লেখক : সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীপুর, গাজীপুর]

back to top