alt

মতামত » উপ-সম্পাদকীয়

গাজায় মানবিক সংকট

আব্দুর রাজ্জাক

: শনিবার, ০২ নভেম্বর ২০২৪

গাজা পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কয়েদখানা, যেখানে বেঁচে থাকা তেইশ লাখ গাজাবাসীর সবাই যেন স্বাভাবিক মৃত্যুর অধিকার হারিয়েছে। ছিয়াত্তর বছরের ইতিহাসে ফিলিস্তিন বহু আগেই হয়ে উঠেছে বিশ্ব মানবতার শশ্মানভূমি। গত বছরের ৭ অক্টোবর গাজাবাসীর ওপর শুরু হওয়া প্রলয় যেন কোনোভাবেই থামছে না। কেমিক্যাল, বায়োলজিক্যাল কিংবা গণবিধ্বংসি সব ধরনের বোমা দিনে-রাতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে উপত্যকাটিতে। মৃত্যুর সংখ্যা ১০ হাজার থেকে ২০ হাজার ছাড়ালো, ৩০ হাজার পেরিয়ে ৪০ হাজার অতিক্রম করল এরপরও ইসরায়েলকে সন্তুষ্ট করার মতো মৃত ফিলিস্তিনির সংখ্যা যেন সামনে আসেনি পশ্চিমা বিশ্বের কথার দোকান খোলা এমন একজন নেতাকেও পাওয়া গেলো না যিনি বলবেন; অনেক হয়েছে, এবার থামো।

দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর নেতানিয়াহুর চারটি কৌশল সামনে আসে। জিম্মিদের ফিরিয়ে আনা, ফিলিস্তিন এবং লেবাননের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করা, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস ও প্রতিরোধ অক্ষকে দুর্বল করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলসহ অঞ্চলটিকে নিজেদের মতো ঢেলে সাজানো। কাজেই তাদের উদ্দেশ্য হলো সব গাজাবাসীকে লেবানন আর মিশরে জোরপূর্বক শরণার্থী হিসেবে ঠেলে পাঠানো এবং এই অঞ্চলে তাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।

ইসরায়েলের এহেন আগ্রাসী দখলদারিত্বের মাসুল গুনতে ফিলিস্তিনীদের ঝাঁকে ঝাঁকে প্রাণ দিতে হচ্ছে, যেখানে মৃত লাশগুলো যেন পরিণত হয়েছে স্রেফ একটি সংখ্যায়। গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সমাধি করার জায়গা নেই, শোক প্রকাশের ফুরসত নেই, এমনকি দুঃখিত হওয়ারও সময় নেই গাজাবাসীর।

যারা বেঁচে আছেন তারা ইসরায়েলের অবরোধ, দখল, উপনিবেশায়নে দিশাহারা হয়ে পড়েছে। মৃত্যুর দিনের অপেক্ষা করা, পরিবার-পরিজন, বন্ধু-প্রতিবেশীর মৃত্যু দেখাই তাদের ‘রুটিন ওয়ার্ক’ হয়ে দাঁড়িয়েছে।

অতিদরিদ্র গাজার পূর্বেকার ৭০ শতাংশ বেকারত্ব এখন শতভাগ ছুয়েছে। বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, অঘোষিত মৃত্যুর পরোয়ানা মাথায় বয়ে চলার সঙ্গে সঙ্গে চারিদিকে ধ্বংস আর মৃত্যুর হোলি উৎসবে গাজাবাসী ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের’ মধ্যে চলে যাচ্ছে।

হামাসের আক্রমণের পরপরই ইসরায়েল গাজার পানি, বিদ্যুৎ, গ্যাস এবং নেটওয়ার্ক সেবা বন্ধ করে কৃত্রিম মহাদুর্ভিক্ষের আয়োজন করেছে। খাদ্য-পানির সংকটে ২২ লাখ জনসংখ্যার অর্ধেক শিশু রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। পুষ্টির অভাবে এসব শিশু অপূর্ণ মানসিক বিকাশ, বামনত্ব, টাইপ-২ ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং সিজোফ্রেনিয়ার মতো সমস্যা নিয়ে বেড়ে উঠছে। এরইমধ্যে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ইসরায়েল কর্তৃক গাজায় সংক্রামক রোগগুলো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা প্রকাশিত হয়েছে।

অক্সফামের তথ্যমতে, ইসরায়েল ইতোমধ্যে পানি যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। গত বছর হামাসের হামলার পরেই তারা রাফাহ সীমান্তে ত্রিশটি নলকূপ বিনষ্ট করেছে, পানির রিজার্ভার ধ্বংস করেছে, সত্তর ভাগের বেশি পয়ঃপ্রণালি এবং অবিশুদ্ধ পানি বিশুদ্ধ করার প্লান্ট সম্পূর্ণ বিধ্বংস করে ফেলেছে। ফলশ্রুতিতে, সুপেয় পানি উৎপাদন কমেছে চুয়াত্তর ভাগ এবং সরবরাহ কমেছে চুরাশি ভাগ। গাজাবাসী পানির জন্য হাহাকার করছে। ফোরাত নদীর উপকূলে কারবালার প্রান্তরে পানির অভাবে ছটফট করা ইমাম হোসেনের কষ্ট যেন তারা চাক্ষুষ প্রত্যক্ষ করছে।

সম্প্রতি পয়ঃনালির পানিতে মিলছে পোলিওর জীবাণু, যেটি অন্ত্রে বাড়ে, রক্তের মাধ্যমে মাসল টিস্যুকে আক্রমণ করে প্যারালাইসিস এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায়।

জাতিসংঘের তথ্যমতে, গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে জমা হয়েছে সাইত্রিশ লাখ মেট্রিক টন আবর্জনা। এর মধ্যে আছে আট লাখ টন এসবেস্টস। এসবেস্টসকে বলা হয় নীরব মৃত্যুর বীজ। স্বাভাবিক অবস্থায় ক্ষতিকর না হলেও বাতাসের কণার সঙ্গে এসবেস্টসের মাইক্রোমলিকুল মেশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। নাইন এলিভেনের টুইন টাওয়ার হামলায় প্রাথমিক মৃত্যুর সংখ্যা ছিল হাজার-তিনেকের কাছাকাছি কিন্তু এসবেস্টস এবং অন্যান্য দূষণ-সংক্রান্ত কারণেই পরবর্তীতে মৃত্যু সংখ্যা সাড়ে চার হাজারে গিয়ে দাঁড়ায়। বাতাসে এসবেস্টসের ঘনত্ব বাড়লে মানুষ মেসোথেলিওমা নামক ক্যান্সারে আক্রান্ত হয়। ফুসফুস এবং পাকস্থলীর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাজাবাসীর ধ্বংসস্তূপের এলাকা পেছনে ফেলে কোনো নিরাপদ আশ্রয়ে শরণার্থী হওয়া।

৫৫ বর্গকিলোমিটারের রাফাহ শহরে সিনাই পর্বতের পার ঘেঁষে গড়ে ওঠা রাফাহ সীমান্ত হলো গাজা থেকে মিশরে যাওয়ার একমাত্র সীমান্ত ক্রসিং। গাজা উপত্যকাটি দৈর্ঘ্যে একচল্লিশ কিলোমিটার, ও প্রস্থে কোথাও ছয় কোথাও আবার বারো কিলোমিটার। গাজার পূর্ব দিকে রয়েছে ইসরায়েলি ট্যাংক আর পশ্চিমে ভূমধ্যসাগরে ইসরায়েলি ফ্রিগেট-সাবমেরিনের কড়া প্রহরা। অপরদিকে রাফাহ সীমান্তের রিমোট কন্ট্রোলও ইসরায়েলের মেজাজ-মর্জিতে আটকা থাকে। বিভিন্ন দেশের পাঠানো খাবার, পানি কিংবা জরুরি ওষুধের মতো ত্রাণসামগ্রীবোঝাই সহগ্র ট্রাকগুলো রাফাহ সীমান্তে দিনের পর দিন অপেক্ষা করার পরও গাজায় ঢুকতে পারে না। একদিকে ইসরালের ভয়াবহ আগ্রাসন, অপরদিকে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে দিনেদিনে গাজা পরিণত হচ্ছে ভয়াল মৃত্যুপুরীতে।

গগণস্পর্শী লাশের স্তূপ, মুহূর্তের মধ্যে পরিবার-পরিজন হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়ার বেদনা, ধুলোমাখা ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেও তা এখনো ছুঁতে পারেনি বিশ্বনেতাদের অন্তর। মানবতা জাগ্রত হোক, বিশ্বনেতারা সম্মিলিতভাবে থামিয়ে দিক গাজাবাসীদের মৃত্যুর প্রহর গণনা, এটাই এখন বিশ্ববাসীর প্রাণের দাবি।

[লেখক : শিক্ষক ও জনস্বাস্থ্য প্রকৌশলী]

প্রভাষকের ‘প্রভা’ যখন ‘শোক’: শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চনা

যুদ্ধ বিরতি গাজাবাসীর জন্য জরুরি ছিল

লবলং খালের মৃত্যু: স্মৃতিতে নদী, বাস্তবে দূষণ

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা: অর্থনৈতিক স্থিতির পূর্বশর্ত

হায় যম! আর কতক্ষণ, হবে অপেক্ষা করিতে মোরে?

পোশাক শিল্প : অগ্রগতি ও শ্রমিকের অধিকার

গণভোটের রাজনৈতিক গুরুত্ব

বামঘরানার বাটখারা...

বাগদা ফার্ম : স্মারকলিপি, অবরোধ, অনশন, আন্দোলন- কিছুতেই বরফ গলেনি

ব্যাটারি-শকট: নতুন সংকট

মতপ্রকাশ কিংবা দ্বিমত পোষণ: নাগরিক অধিকার ও রাজনৈতিক বাস্তবতা

সরকারি কর্মচারীদের জন্য নতুন ব্যাংক কি আদৌ প্রয়োজন

ট্রাম্প ও শি’র ‘কৌশলগত শান্তি’

আশার সমাজতত্ত্ব: বিভ্রান্তির যুগে ভবিষ্যৎ নির্মাণের বিপ্লবী বিজ্ঞান

পিএইচডি: উচ্চ শিক্ষার মানদণ্ড না প্রতীকী মরীচিকা?

ডিম নয় তবু অশ্বডিম্ব!

ছবি

অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন

পিএইচডি: উচ্চ শিক্ষার মানদণ্ড না প্রতীকী মরীচিকা?

প্রকৃতার্থে ফকির কারা

এনসিপি চায় অবিনাশী জুলাই সনদ

পিএইচডি: উচ্চ শিক্ষার মানদণ্ড না প্রতীকী মরীচিকা?

আলুর প্রাচুর্যে কৃষকের সংকট

তাহলে কী ‘কোটা’ই জয়যুক্ত হবে!

ব্যাংকিং খাতে বিষফোঁড়া: বাংলাদেশের অর্থনীতির ধমনী বিষাক্ত হয়ে উঠছে

ছবি

ঢাকার নদী ও খালের দখল-দূষণ: পুনরুদ্ধার কোন পথে

জমি কী মূলে রেকর্ড হয়েছে, দলিল মূলে না উত্তরাধিকার মূলে?

কার্বন-নিরপেক্ষ শিশুর অনুপ্রেরণায় দেশ

এবার আমরা সভ্য হলাম!

সোনার প্রাসাদের দেয়ালে ঘামের দাগ

নিরাপদ সড়ক চাই কিন্তু কার্যকর উদ্যোগ কোথায়?

অবহেলিত শিক্ষার দুর্দশা বাড়ছে

টেকসই উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সড়ক

বাংলার সংস্কৃতি কি মূলধারা হারিয়ে ফেলবে?

ছবি

সমদৃষ্টি, বহুত্ববাদী সমাজ এবং সহিষ্ণুতা

খাদ্য অপচয় : ক্ষুধার্ত পৃথিবীর এক নিঃশব্দ ট্র্যাজেডি

টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংস্কার কেন অপরিহার্য

tab

মতামত » উপ-সম্পাদকীয়

গাজায় মানবিক সংকট

আব্দুর রাজ্জাক

শনিবার, ০২ নভেম্বর ২০২৪

গাজা পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কয়েদখানা, যেখানে বেঁচে থাকা তেইশ লাখ গাজাবাসীর সবাই যেন স্বাভাবিক মৃত্যুর অধিকার হারিয়েছে। ছিয়াত্তর বছরের ইতিহাসে ফিলিস্তিন বহু আগেই হয়ে উঠেছে বিশ্ব মানবতার শশ্মানভূমি। গত বছরের ৭ অক্টোবর গাজাবাসীর ওপর শুরু হওয়া প্রলয় যেন কোনোভাবেই থামছে না। কেমিক্যাল, বায়োলজিক্যাল কিংবা গণবিধ্বংসি সব ধরনের বোমা দিনে-রাতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে উপত্যকাটিতে। মৃত্যুর সংখ্যা ১০ হাজার থেকে ২০ হাজার ছাড়ালো, ৩০ হাজার পেরিয়ে ৪০ হাজার অতিক্রম করল এরপরও ইসরায়েলকে সন্তুষ্ট করার মতো মৃত ফিলিস্তিনির সংখ্যা যেন সামনে আসেনি পশ্চিমা বিশ্বের কথার দোকান খোলা এমন একজন নেতাকেও পাওয়া গেলো না যিনি বলবেন; অনেক হয়েছে, এবার থামো।

দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর নেতানিয়াহুর চারটি কৌশল সামনে আসে। জিম্মিদের ফিরিয়ে আনা, ফিলিস্তিন এবং লেবাননের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করা, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস ও প্রতিরোধ অক্ষকে দুর্বল করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলসহ অঞ্চলটিকে নিজেদের মতো ঢেলে সাজানো। কাজেই তাদের উদ্দেশ্য হলো সব গাজাবাসীকে লেবানন আর মিশরে জোরপূর্বক শরণার্থী হিসেবে ঠেলে পাঠানো এবং এই অঞ্চলে তাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।

ইসরায়েলের এহেন আগ্রাসী দখলদারিত্বের মাসুল গুনতে ফিলিস্তিনীদের ঝাঁকে ঝাঁকে প্রাণ দিতে হচ্ছে, যেখানে মৃত লাশগুলো যেন পরিণত হয়েছে স্রেফ একটি সংখ্যায়। গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সমাধি করার জায়গা নেই, শোক প্রকাশের ফুরসত নেই, এমনকি দুঃখিত হওয়ারও সময় নেই গাজাবাসীর।

যারা বেঁচে আছেন তারা ইসরায়েলের অবরোধ, দখল, উপনিবেশায়নে দিশাহারা হয়ে পড়েছে। মৃত্যুর দিনের অপেক্ষা করা, পরিবার-পরিজন, বন্ধু-প্রতিবেশীর মৃত্যু দেখাই তাদের ‘রুটিন ওয়ার্ক’ হয়ে দাঁড়িয়েছে।

অতিদরিদ্র গাজার পূর্বেকার ৭০ শতাংশ বেকারত্ব এখন শতভাগ ছুয়েছে। বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, অঘোষিত মৃত্যুর পরোয়ানা মাথায় বয়ে চলার সঙ্গে সঙ্গে চারিদিকে ধ্বংস আর মৃত্যুর হোলি উৎসবে গাজাবাসী ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের’ মধ্যে চলে যাচ্ছে।

হামাসের আক্রমণের পরপরই ইসরায়েল গাজার পানি, বিদ্যুৎ, গ্যাস এবং নেটওয়ার্ক সেবা বন্ধ করে কৃত্রিম মহাদুর্ভিক্ষের আয়োজন করেছে। খাদ্য-পানির সংকটে ২২ লাখ জনসংখ্যার অর্ধেক শিশু রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। পুষ্টির অভাবে এসব শিশু অপূর্ণ মানসিক বিকাশ, বামনত্ব, টাইপ-২ ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং সিজোফ্রেনিয়ার মতো সমস্যা নিয়ে বেড়ে উঠছে। এরইমধ্যে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ইসরায়েল কর্তৃক গাজায় সংক্রামক রোগগুলো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা প্রকাশিত হয়েছে।

অক্সফামের তথ্যমতে, ইসরায়েল ইতোমধ্যে পানি যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। গত বছর হামাসের হামলার পরেই তারা রাফাহ সীমান্তে ত্রিশটি নলকূপ বিনষ্ট করেছে, পানির রিজার্ভার ধ্বংস করেছে, সত্তর ভাগের বেশি পয়ঃপ্রণালি এবং অবিশুদ্ধ পানি বিশুদ্ধ করার প্লান্ট সম্পূর্ণ বিধ্বংস করে ফেলেছে। ফলশ্রুতিতে, সুপেয় পানি উৎপাদন কমেছে চুয়াত্তর ভাগ এবং সরবরাহ কমেছে চুরাশি ভাগ। গাজাবাসী পানির জন্য হাহাকার করছে। ফোরাত নদীর উপকূলে কারবালার প্রান্তরে পানির অভাবে ছটফট করা ইমাম হোসেনের কষ্ট যেন তারা চাক্ষুষ প্রত্যক্ষ করছে।

সম্প্রতি পয়ঃনালির পানিতে মিলছে পোলিওর জীবাণু, যেটি অন্ত্রে বাড়ে, রক্তের মাধ্যমে মাসল টিস্যুকে আক্রমণ করে প্যারালাইসিস এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায়।

জাতিসংঘের তথ্যমতে, গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে জমা হয়েছে সাইত্রিশ লাখ মেট্রিক টন আবর্জনা। এর মধ্যে আছে আট লাখ টন এসবেস্টস। এসবেস্টসকে বলা হয় নীরব মৃত্যুর বীজ। স্বাভাবিক অবস্থায় ক্ষতিকর না হলেও বাতাসের কণার সঙ্গে এসবেস্টসের মাইক্রোমলিকুল মেশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। নাইন এলিভেনের টুইন টাওয়ার হামলায় প্রাথমিক মৃত্যুর সংখ্যা ছিল হাজার-তিনেকের কাছাকাছি কিন্তু এসবেস্টস এবং অন্যান্য দূষণ-সংক্রান্ত কারণেই পরবর্তীতে মৃত্যু সংখ্যা সাড়ে চার হাজারে গিয়ে দাঁড়ায়। বাতাসে এসবেস্টসের ঘনত্ব বাড়লে মানুষ মেসোথেলিওমা নামক ক্যান্সারে আক্রান্ত হয়। ফুসফুস এবং পাকস্থলীর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাজাবাসীর ধ্বংসস্তূপের এলাকা পেছনে ফেলে কোনো নিরাপদ আশ্রয়ে শরণার্থী হওয়া।

৫৫ বর্গকিলোমিটারের রাফাহ শহরে সিনাই পর্বতের পার ঘেঁষে গড়ে ওঠা রাফাহ সীমান্ত হলো গাজা থেকে মিশরে যাওয়ার একমাত্র সীমান্ত ক্রসিং। গাজা উপত্যকাটি দৈর্ঘ্যে একচল্লিশ কিলোমিটার, ও প্রস্থে কোথাও ছয় কোথাও আবার বারো কিলোমিটার। গাজার পূর্ব দিকে রয়েছে ইসরায়েলি ট্যাংক আর পশ্চিমে ভূমধ্যসাগরে ইসরায়েলি ফ্রিগেট-সাবমেরিনের কড়া প্রহরা। অপরদিকে রাফাহ সীমান্তের রিমোট কন্ট্রোলও ইসরায়েলের মেজাজ-মর্জিতে আটকা থাকে। বিভিন্ন দেশের পাঠানো খাবার, পানি কিংবা জরুরি ওষুধের মতো ত্রাণসামগ্রীবোঝাই সহগ্র ট্রাকগুলো রাফাহ সীমান্তে দিনের পর দিন অপেক্ষা করার পরও গাজায় ঢুকতে পারে না। একদিকে ইসরালের ভয়াবহ আগ্রাসন, অপরদিকে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে দিনেদিনে গাজা পরিণত হচ্ছে ভয়াল মৃত্যুপুরীতে।

গগণস্পর্শী লাশের স্তূপ, মুহূর্তের মধ্যে পরিবার-পরিজন হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়ার বেদনা, ধুলোমাখা ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেও তা এখনো ছুঁতে পারেনি বিশ্বনেতাদের অন্তর। মানবতা জাগ্রত হোক, বিশ্বনেতারা সম্মিলিতভাবে থামিয়ে দিক গাজাবাসীদের মৃত্যুর প্রহর গণনা, এটাই এখন বিশ্ববাসীর প্রাণের দাবি।

[লেখক : শিক্ষক ও জনস্বাস্থ্য প্রকৌশলী]

back to top