মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দীর্ঘদিন ধরে সংস্কারহীনতা আর দখলে-দূষণে আমতলী-পুরাপড়া খালটি এখন অবহেলায় ময়লার ভাগাড় পরিণত হয়েছে। স্থানীয়দের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই খালটি। জানা যায়, দীর্ঘদিন যাবত সংস্কার কিংবা খনন কাজ না হওয়ায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে খালটি এখন মৃত। সরকারি এসব খালের বিভিন্ন অংশ ভরাট হওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে কৃষি নির্ভর এ উপজেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বছরের পর বছর। এই পরিস্থিতিতে এসব খালসমূহ রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। রবিবার সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন যাবত সংস্কার কিংবা খনন কাজ না হওয়ায় হোটেল রেস্তোরার বর্জ্য, বাসাবাড়ির আবর্জনা, বাজারের ময়লা-আবর্জনা, পলিথিন বর্জ্য, ক্লিনিকেল বর্জ্যসহ নানা আবর্জনা খালজুড়ে জমে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে জন্মেছে বিভিন্ন প্রজাতির আগাছা। যার ফলে ময়লা আবর্জনা মিশে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘটছে পরিবেশের দূষণ। বংশবিস্তার করছে মশা-মাছিসহ নানা ধরনের কীটপতঙ্গ। এ থেকে সৃষ্ট নানা ধরনের রোগজীবাণু বিস্তার ঘটছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান- বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দীর্ঘদিন ধরে সংস্কারহীনতা আর দখলে-দূষণে আমতলী-পুরাপড়া খালটি এখন অবহেলায় ময়লার ভাগাড় পরিণত হয়েছে। স্থানীয়দের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই খালটি। জানা যায়, দীর্ঘদিন যাবত সংস্কার কিংবা খনন কাজ না হওয়ায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে খালটি এখন মৃত। সরকারি এসব খালের বিভিন্ন অংশ ভরাট হওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে কৃষি নির্ভর এ উপজেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বছরের পর বছর। এই পরিস্থিতিতে এসব খালসমূহ রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। রবিবার সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন যাবত সংস্কার কিংবা খনন কাজ না হওয়ায় হোটেল রেস্তোরার বর্জ্য, বাসাবাড়ির আবর্জনা, বাজারের ময়লা-আবর্জনা, পলিথিন বর্জ্য, ক্লিনিকেল বর্জ্যসহ নানা আবর্জনা খালজুড়ে জমে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে জন্মেছে বিভিন্ন প্রজাতির আগাছা। যার ফলে ময়লা আবর্জনা মিশে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘটছে পরিবেশের দূষণ। বংশবিস্তার করছে মশা-মাছিসহ নানা ধরনের কীটপতঙ্গ। এ থেকে সৃষ্ট নানা ধরনের রোগজীবাণু বিস্তার ঘটছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান- বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।