alt

সারাদেশ

ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে কর্মমুখর পাবনার তাঁত পল্লী

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা : বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে বৃহত্তর পাবনা অঞ্চলের তাঁত প্রধান পল্লীগুলো কর্মমুখর হয়ে উঠেছে। তাঁত মালিক ও শ্রমিকেরা ব্যস্ত সময় পাড় করছেন। দু’টি জেলায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের উন্নত আধুনিক রুচিশীল শাড়ি ও লুঙ্গি। শাড়ির উপরে বর্ণিল সুতা, বাক ও চুমকির কাজ করা হচ্ছে। এছাড়া কাপড়ের উপর প্রিন্ট এবং রঙ তুলির আঁচড়ে হাতে করা হচ্ছে নান্দনিক ও মনোমুগ্ধকর নানা নকশা। আর এই নান্দনিক মনোমুগ্ধকর নানা নকশার তৈরি কাপড়ের চাহিদা ও সুনাম ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে।

পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালীতে তৈরি তাঁতবস্ত্র ইতোমধ্যে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদ ও পহেলা বৈশাখ সামনে কাপড়ের চাহিদা বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় তৈরি করছেন তাঁত কারখানার মালিকরা। কাপড়ের উৎপাদন বাড়াতে কাজ করে চলেছেন তাঁত শ্রমিকরা। কারখানার মালিক ও শ্রমিকদের কোলাহলে সরব হয়ে উঠেছে শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, সুজানগর ও ঈশ্বরদী উপজেলার তাঁত পল্লী। কারখানা মালিক ও শ্রমিকদের মতো বসে নেই নারীরাও। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নলীভরা, সুতাপারি করা, মাড়দেয়া ও রঙ-তুলিতে নকশা আঁকাসহ কাপড় বুননের কাজেও সহযোগিতা করছে ওই এলাকার নারী শ্রমিকরা। বাজারে কাপড়ের চাহিদা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দাম। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে রঙ-সুতাসহ তাঁত উপকরণের মূল্যবৃদ্ধিকেই দায়ী করছেন তাঁত ব্যবসায়ের সঙ্গে জড়িত মালিক ও ব্যবসায়ীরা।

পাবনার সুজানগর উপজেলার দোগাছির তাঁত কারখানা মালিক সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের এবং সময় উপযোগী ডিজাইন নিয়ে আসায় দেশীয় তাঁত শিল্প প্রাণ ফিরে পেয়েছে। তাঁতীরা এ শিল্পকে আর অলাভজনক পেশা হিসেবে দেখছেন না। মানন্ধাত্তার আমলের বুনোন শৈলী ও জ্যাকেট পাইড়ের শাড়ি বাদ দিয়ে ডিজাইনারদের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ শিল্পকে সমৃদ্ধ করছেন। ঈদ ও পহেলা বৈশাখ সামনে তাঁতের কাপড় বিক্রিতে এখন আর মন্দাভাব নেই। এ পেশার সঙ্গে জড়িত সবাই এখন লাভের মুখ দেখছেন। সময় উপযোগী করে বুনোন শৈলী নান্দনিক ও মনোমুগ্ধকর নানা নকশা আর রঙের এর মাধুর্য দিয়ে তৈরি হচ্ছে এ অঞ্চলের তাঁতের কাপড়।

এ অঞ্চলের তাঁত পলীগুলোতে উন্নতমানের সিল্ক জামদানি, সুতি কাতান, চোষা, সুতি জামদানি, বেনারসি, মিষ্টি পরী ও শেড শাড়ির পাশাপাশি মোটা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড় তৈরি হচ্ছে। এসব শাড়ি ও লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে এখন ভারতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হচ্ছে। এছাড়া ঢাকার বুটিক হাউজ কে-ক্রাফট তাদের পরিবেশকের মাধ্যমে কানাডা ও আমেরিকায় এবং নগরদোলা বুটিক হাউজ ইংল্যান্ডে বাজারজাত করছে। এদিকে ঈদের বাজারে সোনার বাংলা টেক্সটাইল, ডিসেন্ট, চাচকিয়া, ওয়েস্ট, রংধনুসহ ১২৫ ব্রান্ডের লুঙ্গি চাহিদা বেড়েছে। মান ভেদে প্রতি পিস লুঙ্গি ৩৮০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শাহজাদপুর হাটে ভারতীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ভারতের পশ্চিমবাংলার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হুগলি, বর্ধমান, নদীয়, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, হওড়া ও হুগলিসহ বিভিন্ন জেলার ছোট-বড় নামিদামি শপিংমল ও বিপণিবিতানগুলোতে বাংলাদেশে তৈরি বিভিন্ন ব্রান্ডের শাড়ি বিক্রি হয়। রমজানের ঈদ ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সেখানে বাংলাদেশি শাড়ির বাজার জমে উঠতে শুরু করেছে। বাংলাদেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার তাঁত কারখানাগুলোতে তৈরি সিল্ক জামদানি, সুতি জামদানি, কাতান, সুতি কাতান, রাজশাহী সিল্ক, বেনারশি, চোষা, শেড, স্বর্ণলতা, কটন শাড়ি ভারতে রপ্তানি হচ্ছে। আর এই নান্দনিক মনোমুগ্ধকর নানা নকশার তৈরি উন্নতমান, টেকসই, রুচিশীল শাড়ির দাম কম হওযায় পশ্চিমবাংলার মহিলাদের বেশি পছন্দ বাংলাদেশি শাড়ি।

পশ্চিমবাংলার শিলিগুড়ির আমদানিকারক সেলিম খাঁন জানান, রমজানের ঈদ ও পহেলা বৈশাখের বাজার ধরা জন্য পশ্চিমবাংলার আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের প্রতিনিধির মাধ্যমে আতাইকুলা, শাহজাদপুর হাট, এনায়েতপুরহাট, করোটিয়া হাট, বাবুর হাট ও ডেমরা হাট থেকে শাড়ি কিনছেন। এছাড়া রাজশাহীর সিল্ক, গরদ, পাবনার ঈশ্বরদীর বেনারশি কাতান, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহাজাদপুর, এনায়েতপুর, বেলকুচি, উল্লাপাড়ার স্বর্ণলতা, চোষা ও শেড শাড়ি, টাঙ্গাইল জেলার পাথরাইল, চন্ডি, নলসুধা, চিনাখোলা, দেওজান, নলুয়া, হিঙ্গানগর, এলাসিন, বাতুলি, বাজিদপুর, বল্লা, রামপুরের সুতি জামদানি, সিল্ক জামদানি ঢাকার মিরপুরের বেনারশি কাতান ও নারায়ণগঞ্জের ডেমরার জামদানি তাঁত কারখানাগুলোতে গিয়ে পছন্দমতো শাড়ি কিনে নিচ্ছেন।

তাঁতীদের নিজস্ব ডিজাইনে রেশম সুতা, খাদি, নয়েল, ডুপিয়ান ও এন্ডি সুতা ব্যবহার করে তাতে প্যালেস ও জরি মিশ্রিত করে শাড়ি তৈরি করা হচ্ছে। তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে উন্নতমানের জামদানি নকশা, সেড ও থান কাপড় তৈরি করছে। এ দিয়ে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ তৈরি হচ্ছে। জামদানি থ্রি-পিস দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৪০০ টাকা এবং চেক থ্রি-পিচ এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা দামে কিনছেন। পরে সেই কাপড় সড়ক পথে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার শপিং মল, বিপণী বিতানগুলোতে সরবরাহ করা হচ্ছে।

শাহজাদপুরের পাইকারি কাপড় ব্যবসায়ী সোহেল মিয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা রমজানের ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে শাহজাদপুর, এনায়েতপুর ও আতাইকুলা হাট থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ কোটি টাকার কাপড় কিনে নিয়ে যাচ্ছে। এতে এ অঞ্চলের তাঁত শিল্প প্রাণ ফিরে পাচ্ছে। ভারতের কলকাতার কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র সেন জানান, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের তৈরি কাপড় ভারতের কলকাতা শুভরাজ, গঙ্গা রামপুর ও পাটনাসহ বড় শহরে বিক্রয় হচ্ছে। সে দেশের চেয়ে এদেশের কাপড়ের দাম তুলনামূলক কম, টেকশই এবং উন্নত মানের হওয়ায় তারা এখান থেকে কাপড় কিনছেন।

বিবিআনা, রঙ, কে-ক্রাফট ও নগরদোলাসহ দেশের শীর্ষ স্থানীয় বুটিক প্রতিষ্ঠানের কাপড় এখন সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলে তৈরি হয়। বুটিক হাউজগুলোর নিজস্ব ডিজাইনে রেশম সুতা, খাদি, নয়েল, ডুপিয়ান ও এন্ডি সুতা ব্যবহার করে তাতে প্যালেস ও জরি মিশ্রত করে কাপড় তৈরি করা হচ্ছে। বুটিক হাউজের ওড়না থান কাপড় ও এন্ডি থান কাপড়ের ফ্রেবিক্স তৈরি করা হচ্ছে তাঁত পল্লীগুলোতে। এ দিয়ে নানা ধরনের পোশাক তৈরি করছে বুটিক হাউজগুলো। তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে তাঁতীরা উন্নতমানের জামদানি নকশা, সেড ও থান কাপড় তৈরি করছে। এ দিয়ে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ আর ফতুয়া তৈরি হচ্ছে। জামদানি থ্রি-পিস আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এবং চেক থ্রি-পিস এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শাহজাদপুরের চুনিয়াখালী পাড়ায় অবস্থিত মেসার্স মুকুল উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আবদুর রউফ (বুলবুল) জানান, মানন্ধাত্তার আমলের বুনন শৈলী বাদ দিয়ে ডিজাইনারদের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এ শিল্প সমৃদ্ধ হয়ে উঠেছে। এবারের ঈদে বিশেষ আকর্ষণ হচ্ছে শতভাগ কটন শাড়ি। উন্নতমানের কটনে তৈরি এ শাড়ির দুই দিকেই সদর। দাম হাতের নাগালের মধ্যে। এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৩০০ টাকা। ইতোমধ্যে এই কটন শাড়ির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। কারখানায় শাড়ি উৎপাদনের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে। আর কয়েকদিন পর অর্ডারের শাড়ি তৈরির কাজ শুরু হবে বলে হাজী আবদুর রউফ জানিয়েছেন।

আহসানউল্লাহ মাস্টারের ২০তম শাহদাৎ বার্ষিকীতে বশেমুরকৃবি’র শ্রদ্ধা

দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শ্রমিকের দেহ

প্রধান শিক্ষক-কমিটির দ্বন্দ্বে শিক্ষার্থীশূন্য বিদ্যালয়

ছবি

সিলেট নগরীতে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা কম : মেয়র আনোয়ারুজ্জামান

ছবি

আদালত অবমাননা ও বিচারককে হেয়, হাইকোর্টে ক্ষমা চাইলেন খুলনার পিপি

পীরগাছায় ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

ছবি

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ছবি

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ছবি

গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্র্ষ ডাকাতি

ছবি

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে বজ্রপাতের আঘাতে নারীসহ ৩ জনের মৃত্যু

ছবি

নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ফের হামলার অভিযোগ

ছবি

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

ছবি

১২ ঘন্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবক হত্যা

সিলেটে স্বাক্ষীদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করলেন হত্যা মামলার আসামি

ছবি

গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে স্বর্ণপদক ও বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার

ছবি

বাবার বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল গৃহবধূর, আহত ৩

ছবি

সুন্দরবনের ১০ একর জায়গাজুড়ে আগুন

ছবি

বরিশালে শ্রমিকদের সংঘর্ষের পর মামলা,বাস চলাচল শুরু

ছবি

খবর প্রকাশের জের, সংবাদের তারাগজ্ঞ প্রতিনিধির বাড়িতে পুলিশের তান্ডব

সাঁতার না জানার কারনে গোসল করতে নেমে আর ফিরেনি আলিফ

ছবি

সুন্দরবনে আগুন লাগার ২৪ ঘন্টা পর নিয়ন্ত্রনে এসেছে বলে দাবি বনবিভাগের

ভোলার চরফ্যাশনে অন্যের জমি দখল নিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান

নওগাঁয় ওষুধ ব্যবসায়ীদের সকাল-সন্ধ্যা ধর্মঘট

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

ছবি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত

ছবি

জয়পুরহাটে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ছবি

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এল আরও ৮৮ বিজিপি সদস্য

ছবি

সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ছবি

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর

ছবি

উখিয়ায় রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ছবি

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমানবাহিনী

ছবি

খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু

tab

সারাদেশ

ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে কর্মমুখর পাবনার তাঁত পল্লী

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে বৃহত্তর পাবনা অঞ্চলের তাঁত প্রধান পল্লীগুলো কর্মমুখর হয়ে উঠেছে। তাঁত মালিক ও শ্রমিকেরা ব্যস্ত সময় পাড় করছেন। দু’টি জেলায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের উন্নত আধুনিক রুচিশীল শাড়ি ও লুঙ্গি। শাড়ির উপরে বর্ণিল সুতা, বাক ও চুমকির কাজ করা হচ্ছে। এছাড়া কাপড়ের উপর প্রিন্ট এবং রঙ তুলির আঁচড়ে হাতে করা হচ্ছে নান্দনিক ও মনোমুগ্ধকর নানা নকশা। আর এই নান্দনিক মনোমুগ্ধকর নানা নকশার তৈরি কাপড়ের চাহিদা ও সুনাম ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে।

পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালীতে তৈরি তাঁতবস্ত্র ইতোমধ্যে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদ ও পহেলা বৈশাখ সামনে কাপড়ের চাহিদা বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় তৈরি করছেন তাঁত কারখানার মালিকরা। কাপড়ের উৎপাদন বাড়াতে কাজ করে চলেছেন তাঁত শ্রমিকরা। কারখানার মালিক ও শ্রমিকদের কোলাহলে সরব হয়ে উঠেছে শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, সুজানগর ও ঈশ্বরদী উপজেলার তাঁত পল্লী। কারখানা মালিক ও শ্রমিকদের মতো বসে নেই নারীরাও। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নলীভরা, সুতাপারি করা, মাড়দেয়া ও রঙ-তুলিতে নকশা আঁকাসহ কাপড় বুননের কাজেও সহযোগিতা করছে ওই এলাকার নারী শ্রমিকরা। বাজারে কাপড়ের চাহিদা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দাম। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে রঙ-সুতাসহ তাঁত উপকরণের মূল্যবৃদ্ধিকেই দায়ী করছেন তাঁত ব্যবসায়ের সঙ্গে জড়িত মালিক ও ব্যবসায়ীরা।

পাবনার সুজানগর উপজেলার দোগাছির তাঁত কারখানা মালিক সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের এবং সময় উপযোগী ডিজাইন নিয়ে আসায় দেশীয় তাঁত শিল্প প্রাণ ফিরে পেয়েছে। তাঁতীরা এ শিল্পকে আর অলাভজনক পেশা হিসেবে দেখছেন না। মানন্ধাত্তার আমলের বুনোন শৈলী ও জ্যাকেট পাইড়ের শাড়ি বাদ দিয়ে ডিজাইনারদের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ শিল্পকে সমৃদ্ধ করছেন। ঈদ ও পহেলা বৈশাখ সামনে তাঁতের কাপড় বিক্রিতে এখন আর মন্দাভাব নেই। এ পেশার সঙ্গে জড়িত সবাই এখন লাভের মুখ দেখছেন। সময় উপযোগী করে বুনোন শৈলী নান্দনিক ও মনোমুগ্ধকর নানা নকশা আর রঙের এর মাধুর্য দিয়ে তৈরি হচ্ছে এ অঞ্চলের তাঁতের কাপড়।

এ অঞ্চলের তাঁত পলীগুলোতে উন্নতমানের সিল্ক জামদানি, সুতি কাতান, চোষা, সুতি জামদানি, বেনারসি, মিষ্টি পরী ও শেড শাড়ির পাশাপাশি মোটা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড় তৈরি হচ্ছে। এসব শাড়ি ও লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে এখন ভারতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হচ্ছে। এছাড়া ঢাকার বুটিক হাউজ কে-ক্রাফট তাদের পরিবেশকের মাধ্যমে কানাডা ও আমেরিকায় এবং নগরদোলা বুটিক হাউজ ইংল্যান্ডে বাজারজাত করছে। এদিকে ঈদের বাজারে সোনার বাংলা টেক্সটাইল, ডিসেন্ট, চাচকিয়া, ওয়েস্ট, রংধনুসহ ১২৫ ব্রান্ডের লুঙ্গি চাহিদা বেড়েছে। মান ভেদে প্রতি পিস লুঙ্গি ৩৮০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শাহজাদপুর হাটে ভারতীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ভারতের পশ্চিমবাংলার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হুগলি, বর্ধমান, নদীয়, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, হওড়া ও হুগলিসহ বিভিন্ন জেলার ছোট-বড় নামিদামি শপিংমল ও বিপণিবিতানগুলোতে বাংলাদেশে তৈরি বিভিন্ন ব্রান্ডের শাড়ি বিক্রি হয়। রমজানের ঈদ ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সেখানে বাংলাদেশি শাড়ির বাজার জমে উঠতে শুরু করেছে। বাংলাদেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার তাঁত কারখানাগুলোতে তৈরি সিল্ক জামদানি, সুতি জামদানি, কাতান, সুতি কাতান, রাজশাহী সিল্ক, বেনারশি, চোষা, শেড, স্বর্ণলতা, কটন শাড়ি ভারতে রপ্তানি হচ্ছে। আর এই নান্দনিক মনোমুগ্ধকর নানা নকশার তৈরি উন্নতমান, টেকসই, রুচিশীল শাড়ির দাম কম হওযায় পশ্চিমবাংলার মহিলাদের বেশি পছন্দ বাংলাদেশি শাড়ি।

পশ্চিমবাংলার শিলিগুড়ির আমদানিকারক সেলিম খাঁন জানান, রমজানের ঈদ ও পহেলা বৈশাখের বাজার ধরা জন্য পশ্চিমবাংলার আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের প্রতিনিধির মাধ্যমে আতাইকুলা, শাহজাদপুর হাট, এনায়েতপুরহাট, করোটিয়া হাট, বাবুর হাট ও ডেমরা হাট থেকে শাড়ি কিনছেন। এছাড়া রাজশাহীর সিল্ক, গরদ, পাবনার ঈশ্বরদীর বেনারশি কাতান, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহাজাদপুর, এনায়েতপুর, বেলকুচি, উল্লাপাড়ার স্বর্ণলতা, চোষা ও শেড শাড়ি, টাঙ্গাইল জেলার পাথরাইল, চন্ডি, নলসুধা, চিনাখোলা, দেওজান, নলুয়া, হিঙ্গানগর, এলাসিন, বাতুলি, বাজিদপুর, বল্লা, রামপুরের সুতি জামদানি, সিল্ক জামদানি ঢাকার মিরপুরের বেনারশি কাতান ও নারায়ণগঞ্জের ডেমরার জামদানি তাঁত কারখানাগুলোতে গিয়ে পছন্দমতো শাড়ি কিনে নিচ্ছেন।

তাঁতীদের নিজস্ব ডিজাইনে রেশম সুতা, খাদি, নয়েল, ডুপিয়ান ও এন্ডি সুতা ব্যবহার করে তাতে প্যালেস ও জরি মিশ্রিত করে শাড়ি তৈরি করা হচ্ছে। তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে উন্নতমানের জামদানি নকশা, সেড ও থান কাপড় তৈরি করছে। এ দিয়ে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ তৈরি হচ্ছে। জামদানি থ্রি-পিস দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৪০০ টাকা এবং চেক থ্রি-পিচ এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা দামে কিনছেন। পরে সেই কাপড় সড়ক পথে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার শপিং মল, বিপণী বিতানগুলোতে সরবরাহ করা হচ্ছে।

শাহজাদপুরের পাইকারি কাপড় ব্যবসায়ী সোহেল মিয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা রমজানের ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে শাহজাদপুর, এনায়েতপুর ও আতাইকুলা হাট থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ কোটি টাকার কাপড় কিনে নিয়ে যাচ্ছে। এতে এ অঞ্চলের তাঁত শিল্প প্রাণ ফিরে পাচ্ছে। ভারতের কলকাতার কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র সেন জানান, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের তৈরি কাপড় ভারতের কলকাতা শুভরাজ, গঙ্গা রামপুর ও পাটনাসহ বড় শহরে বিক্রয় হচ্ছে। সে দেশের চেয়ে এদেশের কাপড়ের দাম তুলনামূলক কম, টেকশই এবং উন্নত মানের হওয়ায় তারা এখান থেকে কাপড় কিনছেন।

বিবিআনা, রঙ, কে-ক্রাফট ও নগরদোলাসহ দেশের শীর্ষ স্থানীয় বুটিক প্রতিষ্ঠানের কাপড় এখন সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলে তৈরি হয়। বুটিক হাউজগুলোর নিজস্ব ডিজাইনে রেশম সুতা, খাদি, নয়েল, ডুপিয়ান ও এন্ডি সুতা ব্যবহার করে তাতে প্যালেস ও জরি মিশ্রত করে কাপড় তৈরি করা হচ্ছে। বুটিক হাউজের ওড়না থান কাপড় ও এন্ডি থান কাপড়ের ফ্রেবিক্স তৈরি করা হচ্ছে তাঁত পল্লীগুলোতে। এ দিয়ে নানা ধরনের পোশাক তৈরি করছে বুটিক হাউজগুলো। তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে তাঁতীরা উন্নতমানের জামদানি নকশা, সেড ও থান কাপড় তৈরি করছে। এ দিয়ে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ আর ফতুয়া তৈরি হচ্ছে। জামদানি থ্রি-পিস আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এবং চেক থ্রি-পিস এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শাহজাদপুরের চুনিয়াখালী পাড়ায় অবস্থিত মেসার্স মুকুল উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আবদুর রউফ (বুলবুল) জানান, মানন্ধাত্তার আমলের বুনন শৈলী বাদ দিয়ে ডিজাইনারদের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এ শিল্প সমৃদ্ধ হয়ে উঠেছে। এবারের ঈদে বিশেষ আকর্ষণ হচ্ছে শতভাগ কটন শাড়ি। উন্নতমানের কটনে তৈরি এ শাড়ির দুই দিকেই সদর। দাম হাতের নাগালের মধ্যে। এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৩০০ টাকা। ইতোমধ্যে এই কটন শাড়ির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। কারখানায় শাড়ি উৎপাদনের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে। আর কয়েকদিন পর অর্ডারের শাড়ি তৈরির কাজ শুরু হবে বলে হাজী আবদুর রউফ জানিয়েছেন।

back to top